Each student অর্থ প্রত্যেক ছাত্র। আর বাক্যটি past indefinite tense এ হবে। সুতরাং সঠিক বাক্যটি হলো Each student of the class took part in the picnic (ক্লাসের প্রত্যেক ছাত্র পিকনিকে অংশ নিল)।
Each student of the class took part in the picnic
Each student of the class had taken part in the picnic.
Every student of the class was taken part in the picnic.
Every student of the class took part in the picnic.
324. The poor boy was denied treatment because of his parents couldn't pay upfront-.
Because of-এর পর phrase ব্যবহৃত হয় কিন্তু প্রদত্ত বাক্যে clause ব্যবহৃত হয়েছে এবং because of-এর পূর্বের অংশটুকু passive voice-এ থাকবে। সুতরাং সঠিক বাক্যাংশটুকু
হলো: was denied treatment because his parents could not pay upfront I
was denied treatment because of his parents couldn't pay upfront
is denied of treatment because of his parents couldnoť pay upfront
was defined treatment because his parents coundn't pay upfront
has denied treatment because his parents couldn't pay upfront
have denied treatment because his parents couldn't pay upfront
326. Five countries, including Bangladesh, is home to half of the world's poor.
আবাসস্থল বোঝাতে home শব্দটি uncountable হিসেবে ব্যবহৃত হয়। Be home অর্থ আবাসস্থল। সুতরাং সঠিক expression হবে are home। Are home যোগে প্রদত্ত বাক্যের অর্থ: বাংলাদেশসহ পাঁচটি দেশ বিশ্বের অর্ধেক গরিব লোকের আবাসস্থল।
327. Every opposition candidate except she was defeated in the election.
Preposition except (ব্যতীত)-এর পর Pronoun-এর objective form বসে। Prepositionটির পূর্ববর্তী noun বা pronoun অনুযায়ী verb নির্ধারিত হয়। সুতরাং underline কৃত অংশের জন্য সঠিক expression হবে except her was
ভুল বাক্যটি হলো See the word in the dictionary। কেননা dictionary তে তথ্য খোঁজার ক্ষেত্রে look up phrasal verbটি ব্যবহৃত হয়। সুতরাং ভুল বাক্যটির সঠিক রূপ হবে: Look the word up in the dictionary!
330. It is frustrating, when besides working hard, he didn't earn much.
In spite of + verb + ing বসে আর When পূর্ববর্তী clause টি present tense এ হওয়ায় Sub he অনুযায়ী doesn't বসবে। In spite of এবং doesn't যোগে বাক্যটির বাংলা: এটি হতাশাজনক যখন কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে বেশি আয় করতে পারে না।
একটি question বা বাক্যের উপর আরেকটি question শায়িত থাকলে তাকে embedded question বলে। Embedded question-এর Structure: wh word + sub + Derb। সুতরাং সঠিক বাক্য Do you know where he lives?
336. This is clearly a masterpiece. Never I had seen another piece of art so unique.
Adverbial word, never, scarcely, hardly ইত্যাদি বাক্যের শুরুতে ব্যবহৃত হলে auxiliary verb টি subject-এর পূর্বে বসে। সুতরাং সঠিক expression হলো Never have I
Furniture শব্দটি uncountable noun। এর plural form নেই। সুতরাং সঠিক বাক্য 1 sold all of my furniture। (খ) furnitures-এর স্থলে furniture হবে। (গ) vegetable-এর স্থলে vegetables হবে আর for walk-এর স্থলে for a walk হবে।
Be verb-এর পূর্বে sub হিসেবে pronoun-এর subjective form বসে আর not যুক্ত থাকলেও not পরবর্তী pronounটির subjective form বসে। Verb সাধারণত not পূর্ববর্তী pronoun অনুযায়ী হয়ে থাকে। সুতরাং সঠিক বাক্য He, not 1, is to be held responsible for the loss I
He, not I, am to be held responsible for the loss.
He, not me, is to be held responsible for the loss.
He, not I, is to be held responsible for the loss.
He, not I, is to be hold responsible for the loss.