Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1. কোন প্রকার কাস্ট আয়রন এ ভঙ্গুর অথচ মেশিনিং করা যায়?
তথ্য: তথ্য: গ্রে- কাস্ট আয়রন এ কার্বন থাকে ২.৫% থেকে ৪%। সুতরাং এটি ভঙ্গুর। ভঙ্গুর হওয়া সত্ত্বেও এটিকে খুব সহজেই কাস্টিং , মেশিনিং করা যায় উত্তর: (ক)
গ্রে- কাস্ট আয়রন
হোয়াইট কাস্ট আয়রন
চিলড কাস্ট আয়রন
ম্যালিয়েবল কাস্ট আয়রন
2. একটি খাড়া দেয়ালের এক ধরনের তরলের চাপে একটি পার্শ্ব সংযুক্ত আছে। যদি আপেক্ষিক চাপ W এবং তরলের উচ্চতা H তবে একক দৈর্ঘ্যের মোট চাপ-
তথ্য: Pressure= ∆ABC = 1/2xভূমি উচ্চতা=1/2 x WxH=WH/2 উত্তর: খ)
WH
wH²/2
wH/2
wH³/2
3. লৌহের কোন উপদ্রব্যটি ব্রো- হোল ত্রুটি সৃষ্টিতে বাধাদান করে?
তথ্য: কাস্টেড মেটাল এর গায়ে ছোট ছোট গর্ত যা গ্যাস আটকে থাকার কারণে হয় তাকে রো-হোল বলে। সিলিকন ব্রো- হোল ত্রুটি সৃষ্টিতে বাধাদান কওে কারণ এর ভেদনযোগ্যতা বেশি। উত্তর: (ক)
সিলিকন (খ) (গ) (ঘ)
ম্যাঙ্গানিজ
ফসফরাস
সালফার
4. ইস্পাতের মধ্যে কোন গুলো ক্ষতিকারক অপদ্রব্য নয়?
তথ্য: Manganese- 1.70% Maximum Silicon-0.65% Maximum Carbon-0.24% Maximum
ম্যাঙ্গানিজ ও সালফার
সিলিকন ও সালফার
সালফার ও ফসফরাস
সিলিকন ও ম্যাঙ্গানিজ
5. স্টেইনলেস স্টীলে কার্বনের পরিমান কত?
তথ্য: স্টেইনলেস স্টীল এর প্রধান উপাদানগুলো হলো, আয়রন, কার্বন, এবং ক্রোমিয়াম। এতে ন্যূনতম ১২% ক্রোমিয়াম এবং অন্যান্য উপাদান যেমন নিকেল, মলিবডেনাম, টাইটেনিয়াম ইত্যাদিও কিছু পরিমানে থাকে। এতে কার্বনের পরিমান কম থাকে। এতে কার্বন এর পরিমান খুবই কম থাকে। যেমন: ৩০৮ স্টেইনলেস স্টীলে এ কার্বন এর পরিমান সর্বোচ্চ ০.০৮% থাকে।
সর্বোচ্চ ০.৪%
০.৩-০.৬%
০৬,০৮%
.০৮-১%
6. ৬০ লিটার পানি ও চিনির মিশ্রনের অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে অনুপাত ৩:৭ হবে?
ব্যাখ্যা: পানির পরিমাণ চিনির পরিমান =60x = = 42 লিটার 10 3 x=18 লিটার 60 x- 10 ধরি, 'ক' লিটার চিনি মিশাতে হবে সুতরাং, ৪২: (১৮+ ক)=৩:৭ বা,৫৪+৩০=২৯৪ ক-৭৮০ লিটার উত্তর: (গ)
৭০ লিটার
৬০ লিটার
৮০ লিটার
৫০ লিটার
7. তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৪,৫,ও ৬ ঘণ্টায় করতে পারে। দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারে?
ব্যাখ্যা:১ম মেশিন ১ ঘণ্টায় করে ১/৪ অংশ ২য় মেশিন ১ ঘণ্টায় করে ১/৫ অংশ ২টি একসাথে১ ঘণ্টায় করে = (১/৪+১/৫)=৯/২০ অংশ উত্তর: (ঘ)
৬/২০ অংশ
৭/ ২০ অংশ
৮/২০ অংশ
৯/২০ অংশ
8. কোন প্রকার আয়রনে কার্বনের পরিমান বেশি থাকে?
তথ্য: রট আয়রন=০.১% কার্বন কাস্ট আয়রন = ৪% কার্বন পিগ আয়রন ৩.৫% কার্বন নডুলাস আয়রন = ৩.২-৩.৬% কার্বন উত্তর: খ)
নডুলাস আয়রন
কাস্ট আয়রন
পিগ আয়রন
রট আয়রন
9. একটি অসর্মণ আনুভূমিক তল অবিমুখে W ওজনের একটি বংস্তুকে সরানোর জন্য প্রয়োজন ন্যূনতম বল?
তথ্য: একটি অসর্মণ আনুভূমিক তল অবিমুখে W ওজনের একটি বংস্তুকে সরানোর জন্য প্রয়োজন ন্যূনতম বল- Ox= আনুভূমিক তল =ভূমি ও তলের মধ্যবর্তী কোণ Fs = ঘর্ষণ বল W sin 0= বস্তু কে সরানোর জন্য ন্যূনতম বল W= ওজন উত্তর: (ঘ)
W cot
W tan 0
W cos
W sin
10. গান মেটালের প্রধানত উপাদান কী?
তথ্য: গানমেটালকে রেড ব্লাস ও বলা হয়। এই কপার, টিন ও জিংক এর একটি সংকর। কপার গান মেটালের প্রধানত উপাদান।
সীসা
দস্তা
তামা
নিকেল
11. কোন পদ্ধতিতে উস্পত উৎপাদন করতে চুনাপাথর অবশ্যই চাজের সাথে মিশ্রিত করতে হয়?
তথ্য: ইস্পাত উৎপাদন করতে যে কয়েকটি পদ্ধতি অবলম্বন করা হয় তার মধ্যে বেসিক ওপেন হার্থ একটি। এক্ষেত্রে চার্জের সাথে চুনাপাথর (CaCo3) মেশানো হয় যেন ধাতুমল আলাদা করা যায়। চুনাপাথর ধাতু থেকে আলাদা করে পরিশুদ্ধ ধাতু পেতে সহায়তা করে।
ইলেকট্রিক পদ্ধতিতে
বেসিক ওপেন হার্থ
অ্যাসিড ওপেন হার্থ
বেসিমার
12. সেন্টার অব প্রেসার ক্রিয়া কওে ডুবানো তলের সেন্টার অব গ্রাভিটি -
সেন্টার অব প্রেসার অব গ্রাভিটির থেকে উপরে থাকে তবে ভাসে । সেন্টার অব প্রেসার যদিসেন্টার অব গ্রাভিটির উপর থাকে তবে অর্ধনিমজ্জিত থাকে। সেন্টার অব প্রেসার যদি সেন্টার অব গ্রভিটি নিচে থাকে তবে ডুবে যায়। উত্তর: (গ)
মাধ্যদিয়ে
উপর দিয়ে
নিচ দিয়ে
সব কটি
13. যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাপ ১০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়?
ব্যাখ্যা: ধরা যাক বাহুর দৈর্ঘ্য =১০০০০ ১০% বৃদ্ধিতে ১০০ একক তবে ক্ষেত্রফল = (১০০)২ বাহুর দৈর্ঘ্য = (১০০+১০)=১১০ তবে ক্ষেত্রফল=(১০০)২ =১২১০০ ক্ষেত্রফল এর পার্থক্য = (১২১০০-১০০০০)=২১০০ শতকরা বৃদ্ধি পাবে (২১০০/১০০০০)*১০০=২১ উত্তর: (ক)
২১%
২৩%
২০%
২২%
14. দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিনগুন। দশক স্থানীয় বিনিময় সংখ্যাটি কত?
তথ্য: দেওয়া আছে, দশক স্থানীয় অঙ্ক ৩। সুতরাং এককস্থানীয় অঙ্ক হবে এর তিনগুন ৩৩-৯ সংখ্যাটি ৩৯ এর অঙ্কগুলো স্থান বিনিময় করলে হয় ৯৩ অর্থাৎ বিনিময় সংখ্যাটি ৯৩ উত্তর: (খ)
৩৯
৯৩
৩১
১৩
15. গতিশীল অবস্থায় বংস্তুর উপর ঘর্ষণকে বলে-
তথ্য: গতিশীল অবস্থায় কোনো বংস্তুর উপর যে ঘর্ষণ কাজ কওে তাকে ডাইনামিক ঘর্ষণ বলে। উত্তর: (গ) ডাইনামিক ঘর্ষণ
ঘর্সণ সহগ
লিমিটিং ঘর্ষণ
ডাইনামিক ঘর্ষণ
রোলিং ঘর্ষণ
16. সমুদ্র লেভেলে অ্যাটমোসফিয়ারিক প্রেসার কত?
১ অ্যাটমোসফিয়ারিক প্রেসার =10.3 m of water = 103 km/m² উত্তর: খ)
103KN/m2
10.3 m of water
760 m of mercury
সব কটি
17. একটি ৪০ সস ব্যাসের অরিফিসের মধ্য দিয়ে জেট নির্গমন হচ্ছে, য়ার ভেনাকন্ট্রাকটাতে ব্যাস ৪০ এমএম কোন ইফিসিয়েন্ট অব কন্ট্রাকশন
তথ্য: Co-efficient of contraction = জেট এর ক্ষেত্রফল / ভেনা কন্ট্রাকটাতে ক্ষেত্রফল C1=41 = πD2/1 πχ(40)2 A1 = A0 πD2/0 πχ(40)2 = 1
০.৪৬
০.৬৪
০.৭৮
18. ২১.৪% হার মুনাফায় কোনো টাকার ২ বছরের মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য ১ টাকা হলে, মূলধণ কত?
তথ্য: চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য =১ বা, p{(1+r)n-1-nr}=1 বা, p{(1+0.04)x2-1-(2x0.04)}=1 বা, p(1.0816-1-0.08)=1 p=1/0.0016=625 উত্তর: (গ) ৬২৫ টাকা
৩২৫ টাকা
৪২৫ টাকা
৬২৫ টাকা
৫২৫ টাকা
19. যখন বলসমূহ একই তলে একই বিন্দুতে ক্রিয়ারত থাকে, তখন তাদের বলা হয়-
তথ্য: এক বা একাধিক বল যদি একই সমতলে থেকে বিন্দুতে ক্রিয়া রত থাকে তবে তাদের সমতলীয় সমমমুখী বল বলে। উত্তর: (ঘ)
অসমতলীয় অসমমুখী বল
অসমতলীয় সমমুখী বল
সমতলীয় অসমমুখী বল
সমতলীয় সমমুখী বল
20. হাইস্পিড স্টিলের প্রধানতম উপাদান কী?
তথ্য: হাইস্পিড স্টিলের প্রধানতম উপাদান টাংস্টেন। টাংস্টেন=১৮% ভ্যানডিয়াম=১% ক্রোমিয়াম-৪% কার্বন = ০.৫-০,৮%
মলিবডেনাম
ক্রোমিয়াম
টাংস্টেন
ভ্যানডিয়াম