[Note: Disperse (ছত্রভঙ্গ হওয়া; সবদিকে ছড়িয়ে দেয়া)-এর Synonym option-এ দেয়া নেই। Antonym চাওয়া হলে সঠিক উত্তর হতো master যার অর্থ সংগ্রহ করা বা জড়ো করা। তাছাড়া enumerate অর্থ গণনা করা; এক এক করে নাম উল্লেখ করা, sonorous অর্থ মনোরম; স্বাতন্ত্র্যময় আর uproarious অর্থ হৈহুল্লোড়পূর্ণ।
Hints: 'Apex' শব্দের অর্থ চূড়া বা শীর্ষ। (ক) top অর্থ শীর্ষ, (খ) peak অর্থ শীর্ষ, (ঘ) pinnacle
অর্থ শীর্ষ, (গ) base অর্থ ভিত্তি। অতএব, 'Apex' শব্দের antonym বা বিপরীত শব্দ base।
Hints: প্রদত্ত চারটি options-এর মাঝে fear অর্থ ভয় বা ভীতি, disease-অর্থ রোগ, (গ) loneliness অর্থ একাকিত্ব এবং bigotry অর্থ পক্ষপাতদুষ্টতা। বাক্যে দেয়া শব্দ Prejudice এর অর্থ পক্ষপাতদুষ্টতা। সুতরাং Prejudice শব্দের অর্থ bigotry।
Hints: Animosity (হিংসা)-এর বিপরীতার্থক শব্দ love ভালোবাসা। Odium-ঘৃণা, pretention-বানানটি ভুল। এর সঠিক বানান pretension দাম্ভিকতা, affectation-ভান বা অস্বাভাবিক আচরণ।
Hints: Repress- দমিয়ে রাখা/চেপে রাখা। Control দমন করা/নিয়ন্ত্রণ করা; Representiv)- প্রতিনিধিত্ব করা; Republish পুনর্মুদ্রণ এবং Repute সকলের বিবেচনায় অথবা ধারণায় কোনো কিছু হওয়া। অর্থের বিবেচনায় সঠিক উত্তর (ক)।
Hints: প্রদত্ত চারটি শব্দের মধ্যে (ক) apart শব্দের অর্থ দূর, (খ) distance অর্থ দূরত্ব (গ) discrimination অর্থ বৈষম্য এবং (ঘ) dialogue অর্থ সংলাপ। 'apartheid' শব্দের অর্থ বৈষম্য। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।
[Note: Percise-এর স্থলে শব্দটি precise (যথাযথ; নির্ভুল) হলে এর antonym হতো incorrect (ভুল)। Indecent অর্থ অশিষ্ট; অশ্লীল, vague অর্থ অস্পষ্ট; ভাসাভাসা এবং indistinct অর্থ অস্পষ্ট, অব্যক্ত।।
Hints: "Repulsive' অর্থ বিরক্তিকর, ঘৃণ্য যার বিপরীত শব্দ alluring (মুগ্ধকর; জাদুকরী)। Rafulgent অর্থ দেদীপ্যমান, ffulgent অর্থ দীপ্তিমান আর meek: অর্থ নম্র ও ধৈর্যশীল; অপ্রতিবাদী।
Hints: Compulsory-অর্থ বাধ্যতামূলক। Mandatory এবং obligatory শব্দ দুটি Compulsory- এর synonym / Complimentary- প্রশংসা বা শ্রদ্ধাজ্ঞাপক।
Voluntary- স্বেচ্ছাপ্রণোদিত/স্বতঃপ্রবৃত্ত যা প্রদত্ত শব্দটির antonym।
Hints: Renaissance' শব্দের অর্থ শিল্প ও সাহিত্যের পুনঃজাগরণ। Options গুলোর মধ্যে revicail of learning এর অর্থ জ্ঞান, বিদ্যা বা পাণ্ডিত্য-এর পুনঃজাগরণ। Revival of human rigists অর্থ মানবাধিকারের পুনঃজাগরণ। Revival of life-এর অর্থ জীবনের পুনঃজাগরণ এবং revival of medieval spirit অর্থ মধ্যযুগীয় চেতনার জাগরণ।
Hints: 'Handy' শব্দের অর্থ সুবিধাজনক, দরকারি। প্রদত্ত চারটি options-এর মধ্যে (ক) comfortable অর্থ আরামদায়ক, (খ) useful অর্থ উপযোগী (গ) convenient to use অর্থ ব্যবহার করতে সুবিধাজনক এবং (ঘ) necessary- এর অর্থ প্রয়োজনীয়।
Hints: Indignant (অবজ্ঞাপূর্ণ, ক্ষুব্ধ)-এর সমার্থক শব্দ pungent (বিদ্রপপূর্ণ) (Strident অর্থ কড়া; কঠোর, soundless অর্থ শব্দবিহীন আর deviant অর্থ স্বাভাবিক মান থেকে ভিন্ন।
Hints: Stringent (কঠোর; কড়া)-এর synonym হলো rigorous (কঠোর; প্রচণ্ড)। অন্যদিকে dry অর্থ শুক, strained অর্থ প্রসারিত; টানটান এবং slirill অর্থ তীক্ষ্ণ, কর্কশ।