Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
41. The synonym of the word 'disperse' is-.
[Note: Disperse (ছত্রভঙ্গ হওয়া; সবদিকে ছড়িয়ে দেয়া)-এর Synonym option-এ দেয়া নেই। Antonym চাওয়া হলে সঠিক উত্তর হতো master যার অর্থ সংগ্রহ করা বা জড়ো করা। তাছাড়া enumerate অর্থ গণনা করা; এক এক করে নাম উল্লেখ করা, sonorous অর্থ মনোরম; স্বাতন্ত্র্যময় আর uproarious অর্থ হৈহুল্লোড়পূর্ণ।
Enumerate
sonorous
uproarious
muster
42. Synonym of INTIMIDATE
Hints: Intimidate (ভয় দেখানো)-এর সমার্থক শব্দ হলো Frighten (ভীতিপ্রদর্শন করা)।
To hint
Frighten
Bluff
Harass
43. What is the antonym of 'Apex?
Hints: 'Apex' শব্দের অর্থ চূড়া বা শীর্ষ। (ক) top অর্থ শীর্ষ, (খ) peak অর্থ শীর্ষ, (ঘ) pinnacle অর্থ শীর্ষ, (গ) base অর্থ ভিত্তি। অতএব, 'Apex' শব্দের antonym বা বিপরীত শব্দ base।
Top
peak
base
pinnacle
44. Choose the correct synonym of the word 'Authentic
Correct
Genuine
Exact
Real
45. The antonym of REPEL is:
Hints: Repel (বিকর্ষণ করা)-এর বিপরীত শব্দ হলো attract (আকর্ষণ করা)।
ATTEND
CONCRETE
CONTINUE
ATTRACT
46. Another word for prejudice is
Hints: প্রদত্ত চারটি options-এর মাঝে fear অর্থ ভয় বা ভীতি, disease-অর্থ রোগ, (গ) loneliness অর্থ একাকিত্ব এবং bigotry অর্থ পক্ষপাতদুষ্টতা। বাক্যে দেয়া শব্দ Prejudice এর অর্থ পক্ষপাতদুষ্টতা। সুতরাং Prejudice শব্দের অর্থ bigotry।
fear
disease
loneliness
bigotry
47. Which is the antonym of 'Animosity'?
Hints: Animosity (হিংসা)-এর বিপরীতার্থক শব্দ love ভালোবাসা। Odium-ঘৃণা, pretention-বানানটি ভুল। এর সঠিক বানান pretension দাম্ভিকতা, affectation-ভান বা অস্বাভাবিক আচরণ।
Pretention
Odium
Love
Affectation
48. What is the synonym of the word 'Repress'?
Hints: Repress- দমিয়ে রাখা/চেপে রাখা। Control দমন করা/নিয়ন্ত্রণ করা; Representiv)- প্রতিনিধিত্ব করা; Republish পুনর্মুদ্রণ এবং Repute সকলের বিবেচনায় অথবা ধারণায় কোনো কিছু হওয়া। অর্থের বিবেচনায় সঠিক উত্তর (ক)।
Control
Represent
Republish
Repute
49. Which one is the antonym of 'Hirsute'?
Hints: Hirsute (লোমশ)-এর বিপরীতার্থক শব্দ bald (লোমহীন)। Shaggy- (লোমশ), crudite পণ্ডিত, glorious- প্রসিদ্ধ।
bald
Shaggy
erudite
glorious
50. What does 'apartheid' refer to?
Hints: প্রদত্ত চারটি শব্দের মধ্যে (ক) apart শব্দের অর্থ দূর, (খ) distance অর্থ দূরত্ব (গ) discrimination অর্থ বৈষম্য এবং (ঘ) dialogue অর্থ সংলাপ। 'apartheid' শব্দের অর্থ বৈষম্য। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।
apart
distance
discrimination
dialogue
51. The antonym of PERCISE is:
[Note: Percise-এর স্থলে শব্দটি precise (যথাযথ; নির্ভুল) হলে এর antonym হতো incorrect (ভুল)। Indecent অর্থ অশিষ্ট; অশ্লীল, vague অর্থ অস্পষ্ট; ভাসাভাসা এবং indistinct অর্থ অস্পষ্ট, অব্যক্ত।।
INDECENT
VAGUE
INCORRECT
INDISTINCT
52. The antonym of the word 'repulsive' is-.
Hints: "Repulsive' অর্থ বিরক্তিকর, ঘৃণ্য যার বিপরীত শব্দ alluring (মুগ্ধকর; জাদুকরী)। Rafulgent অর্থ দেদীপ্যমান, ffulgent অর্থ দীপ্তিমান আর meek: অর্থ নম্র ও ধৈর্যশীল; অপ্রতিবাদী।
Refulgent
Effulgent
alluring
meek
53. What is the antonym of the word 'Compulsory'?
Hints: Compulsory-অর্থ বাধ্যতামূলক। Mandatory এবং obligatory শব্দ দুটি Compulsory- এর synonym / Complimentary- প্রশংসা বা শ্রদ্ধাজ্ঞাপক। Voluntary- স্বেচ্ছাপ্রণোদিত/স্বতঃপ্রবৃত্ত যা প্রদত্ত শব্দটির antonym।
Mandatory
Obligatory
Voluntary
Complimentary
54. 'Renaissance' means
Hints: Renaissance' শব্দের অর্থ শিল্প ও সাহিত্যের পুনঃজাগরণ। Options গুলোর মধ্যে revicail of learning এর অর্থ জ্ঞান, বিদ্যা বা পাণ্ডিত্য-এর পুনঃজাগরণ। Revival of human rigists অর্থ মানবাধিকারের পুনঃজাগরণ। Revival of life-এর অর্থ জীবনের পুনঃজাগরণ এবং revival of medieval spirit অর্থ মধ্যযুগীয় চেতনার জাগরণ।
the revival of learning
revival of life
revival of human rights
revival of medieval spirit
55. 'Handy' is the synonym of-
Hints: 'Handy' শব্দের অর্থ সুবিধাজনক, দরকারি। প্রদত্ত চারটি options-এর মধ্যে (ক) comfortable অর্থ আরামদায়ক, (খ) useful অর্থ উপযোগী (গ) convenient to use অর্থ ব্যবহার করতে সুবিধাজনক এবং (ঘ) necessary- এর অর্থ প্রয়োজনীয়।
Comfortable
useful
convenient to use
necessary
56. The synonym of Indignant is-
Hints: Indignant (অবজ্ঞাপূর্ণ, ক্ষুব্ধ)-এর সমার্থক শব্দ pungent (বিদ্রপপূর্ণ) (Strident অর্থ কড়া; কঠোর, soundless অর্থ শব্দবিহীন আর deviant অর্থ স্বাভাবিক মান থেকে ভিন্ন।
Strident
Deviant
Pungent
Soundless
57. The synonym of STRINGENT is:
Hints: Stringent (কঠোর; কড়া)-এর synonym হলো rigorous (কঠোর; প্রচণ্ড)। অন্যদিকে dry অর্থ শুক, strained অর্থ প্রসারিত; টানটান এবং slirill অর্থ তীক্ষ্ণ, কর্কশ।
DRY
STRAINED
RIGOROUS
SHRILL
58. What is the meaning of OBNOXIOUS?
very dangerous
very pleasant
very unpleasant
very ugly
59. The word 'electorate' means-
Election
a body of voters
election
candidates
60. Synonym of INSOMNIA
[Note: Insomnia (অনিদ্রা)- এর synonym হলো Sleeplessness। কিন্তু (b) অপশনের বানানটি ভুল আছে এর সাথে যোগ করলে শব্দটি সঠিক হবে।
Unconsciousness
Lethargy
Sleeplessnes
Drunkenness