Hints: Intimidate (ভীতিপ্রদর্শন করা)-এর একই অর্থবোধক শব্দ হলো frighten Conflate অর্থ একত্র করা, integrate অর্থ সমগ্রতাসাধন করা আর disintegrate অর্থ নানা অংশে বিভক্ত করা।
65. Which one is the correct antonym of 'supercilious'?
Hints: Supercilious শব্দের সঠিক antonym হলো affable কেননা supercilious শব্দের অর্থ ঔদাসীন্যপূর্ণ; সব কিছুকে ঘৃণা করে এমন এবং affable শব্দের অর্থ ভদ্র; সদালাপী। Lavish অর্থ অপব্যয় করা, occidental অর্থ পাশ্চাত্য এবং belligerent অর্থ যুদ্ধবাজ।
Hints: Abettor (দুষ্কর্মে সাহায্যকারী)-এর একই অর্থবোধক শব্দ হলো accomplice। Encourager অর্থ উৎসাহ দানকারী, gambler অর্থ জুয়াড়ি এবং aggressive অর্থ আক্রমণাত্বক।
Hints: Honorary অবৈতনিক)-এর বিপরীত শব্দ হলো Salaried (বেতনভুক্ত)। তাছাড়া official অর্থ আনুষ্ঠানিক কর্তৃত্বপ্রসূত, honorable অর্থ সম্মানিত আর literary অর্থ সাহিত্যবিষয়ক।
68. Which one of the following does not mean a 'road"?
Hints: Alley (সরু গলি), boulevard (প্রশস্ত প্রধান সড়ক) এবং track (যানবাহন, মানুষ অথবা পশুর চলাচলের ফলে সৃষ্ট পথচিহ্ন বা দুর্গম পথ) সড়ক বা পথকে নির্দেশ করে। কিন্তু lagoon অর্থ উপহ্রদ বা অগভীর হ্রদ যা পথ বোঝায় না।
Hints: Homogeneous শব্দের অর্থ সমপ্রকৃতির অংশসমূহ নিয়ে গঠিত; সমজাতীয়, যার বিপরীত শব্দ diversified। Diversified-এর অর্থ বিভিন্ন প্রকৃতির অংশসমূহ নিয়ে গঠিত; বিচিত্র। অন্যদিকে unattainable অর্থ অবনি করা যায় না এমন, Disequiones অর্থ চাটুকার এবং glorious অর্থ মহিমান্বিত।
Hints: Articulate শব্দের অর্থ স্পষ্টভাবে উচ্চারণ করা, যার (অস্পষ্টভাবে কথা বলা)। Friendship বন্ধুত্ব, clearly-স্পষ্টভাবে এবং enunciate- বিপরীত শব্দ mumble স্পষ্টভাবে উচ্চারণ করা।
74. Which of the following can be an antonym for 'public'?
Hints: Public (সর্বজনবিদিত; প্রকাশ)-এর antonym হলো secluded (নিজর্জন; নিরালা; নিভৃত)। তাছাড়া scade অর্থ খারিজ করা, seclusion (n) নিজনিতা আর secular অর্থ পার্থিব, লোকায়ত। Noun হিসেবে public অর্থ জনসাধারণ তাই antonym হিসেবে Seclusion গ্রহণযোগ্য নয়। .
Hints: Intricate (জটিল; দুর্বোধ্য)-এর বিপরীত শব্দ হলো simple (সরল)। Option-এর বাকি তিনটি শব্দ complicated, opaque এবং sophisticated হলো intricate-এর সমার্থক শব্দ।
76. Which of the following can be a synonym for ' unreadable'?
Hints: Unreadable' শব্দের অর্থ অপাঠ্য; দুষ্পাঠ্য। এর synonym illegible" (দুষ্পাঠ্য)। Illusion শব্দের অর্থ বিভ্রান্তি; অলীকতা। Illimitable শব্দের অর্থ অন্তত; অসীম আর illiterate শব্দের অর্থ নিরক্ষর; অক্ষরজ্ঞানহীন।
Hints: Disseminate অর্থ ধারণা, তত্ত্ব ইত্যাদি প্রচার করা যার সমার্থক শব্দ circulate / Decorate অর্থ সজ্জিত করা, delicated অর্থ সুকুমার; কোমল এবং eliminate অর্থ বর্জন করা।
Hints: August (সুমহান)-এর একই অর্থবোধক শব্দ হলো dignified (মহান; মহামহিম)। অন্যদিকে common অর্থ সাধারণ, ridiculous অর্থ হাস্যকর এবং petty অর্থ ক্ষুদ্র: তুচ্ছ।
80. "The history of Bangladesh is the history of a people who have repeatedly made their highways (crimson) with their blood"-here the underlined word means.
Hints: Underlined word 'crimson'-এর বাংলা হলো গাঢ় লাল; টকটকে লাল অর্থাৎ a deep red।