Hints: Perpetual (অন্তহীন, বিরতিহীন)-এর বিপরীত শব্দ হলো momentary যার অর্থ ক্ষণেক্ষণে, ক্ষণস্থায়ী। অন্যদিকে solid অর্থ কঠিন, genuine অর্থ খাঁটি, ভেজালমুক্ত আর lengthy অর্থ দীর্ঘস্থায়ী, দীর্ঘমেয়াদি।
Hints: Hibernation (শীতনিদ্রা)-এর সাথে অর্থের দিক হতে ঘনিষ্ঠভাবে যুক্ত word হলো dormancy যার অর্থ সুপ্তাবস্থা, নিষ্ক্রিয় অবস্থা। তাছাড়া sluggishness অর্থ মন্থরগতিতা, democracy অর্থ গণতন্ত্র আর liveliruss অর্থ উচ্ছলতা, হাসিখুশি ভাব।
Hints: Indigenous (দেশজ, দেশি)-এর সমার্থক শব্দ native (স্বদেশজাত, দেশি)। অন্যদিকে alien অর্থ বিদেশি, foreign অর্থ বিদেশী আর exotic অর্থ বিদেশি যা প্রশ্নে প্রদত্ত। শব্দের বিপরীত।
Hints : Legacy (উইলবলে প্রাপ্ত সম্পত্তি)-এর সমার্থক শব্দ bequest (উইল দ্বারা অর্পিত সম্পত্তি)। তাছাড়া legend অর্থ কোনো বিশেষ ক্ষেত্রে অবদানের জন্য বিখ্যাত ব্যক্তি বা কাজ, litigation অর্থ মামলা আর debt অর্থ ঋণ।