Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Synonym and Antonyms MCQ
281. Choose the word opposite: LUCID---
Hints: Lucid-উজ্জ্বল, স্বচ্ছ,সহজবোধ্য। Ornate- সুসজ্জিত। Obscure- অস্বচ্ছ, অজানা। Arrogant- অহংকারী। Embroiled- জড়িত।
Ornate
Arrogant
Obscure
Embroiled
282. Choose the synonymous words Devoid---
lacking
stupid
evasive
hopeless
283. Choose the opposite words MOISTURE---
Hints: Moisture অর্থ আর্দ্রতা; ভেজা ভেজা অবস্থা আর dryness অর্থ শুষ্কতা। সুতরাং moisture-এর বিপরীত শব্দ dryness। Delicate অর্থ সুকুমার, কোমল। আর defect অর্থ স্বদেশ বা স্বপক্ষ পরিত্যাগ করা, বশ্যতা অস্বীকার করা।
dampness
defect
delicate
dryness
284. Antonym for the word 'enormous'---
Hints: Enormous'- বিশাল। Soft- নরম, weak- দুর্বল, tiny- ক্ষুদ্র এবং average- গড়। সুতরাং প্রদত্ত enormus' শব্দের antonym হলো 'tiny'।
Soft
Weak
Tiny
Average
285. Choose the word opposite: CONCATENATE----
Hints: Concatenate- একসঙ্গে জোড়া, বন্ধ করা, শ্রেণীবদ্ধভাবে সংযুক্ত করা। Impede- ঠেকানো। Derail- লাইনচ্যুত করা। Linlink- বিযুক্ত করা, জোড়া খোলা, কুণ্ডলী ছড়ানো।
Disclaim
Impede
Derail
Unlink
286. Choose the word opposite: Moist---
Hints: Moist- আর্দ্র/ভেজা। Options- এর মধ্যে Parched- দছ, Dry- শুক, Hand কঠিন, Crisp- মচমচে। সুতরাং সঠিক উত্তর খ।
Parched
Dry
Hard
Crisp
287. Synonym for the word 'vigour-
Hints: Warmth উচ্চতা, Courage- সাহস, Boldness- দুঃসাহস এবং Strength- শক্তি বা তেজ এবং Vigour- তেজ। সুতরাং সঠিক উত্তর (ঘ)।
Warmth
Courage
Boldness
Strength
288. Choose the word opposite: Overt---
Hints: Overt- প্রত্যক্ষ। Options-এর মধ্যে Deep- গভীর, Shallow- অগভীর, Secret- গোপন, Umoritten- অলিখিত। সুতরাং Overt ও Secret শব্দদ্বয় বিপরীতার্থক।
Deep
Shallow
Secret
Unwritten
289. Choose the word opposite: Pride---
Hints: Pride- গর্ব অহংকার। Options- এর মধ্যে Humility- বিনয়/দীনতা, Shame- লজ্জা, Humbleness- মহানুভবতা, Debasement- অধঃপতন। সুতরাং অর্থের দিক থেকে Pride Humility শব্দদ্বয় বিপরীতার্থক।
Shame
Humbleness
Debasement
Humility
290. Choose the synonymous words Hybrid---
Hints: Hybrid (সংকর)- এর সমার্থক শব্দ crossbred (সংকর)। Pedigreed বংশতালিকা, lackarad- বাবহারজীর্ণ, unusual- অদ্ভুত।
unusual
pedigreed
crossbred
hackneyed
291. Choose the word opposite: Violent---
Hints: Violent- সহিংস। Options- এর মধ্যে Tame- শান্ত/ পোষা, Humble- নম্র, বিনয়ী, Gentle- ভদ্র, Harmless- নির্দোষ। প্রদত্ত চারটি Option-ই Violent- এর বিপরীত তবে প্রকৃতিগত দিক বিবেচনায় সঠিক বিপরীতার্থক শব্দ Gentle।
Humble
Tame
Gentle
Harmless
292. Choose the synonymous words Give up---
Hints: Give up (ত্যাগ করা)- এর সমার্থক শব্দ stop doing
start
give
stop doing
receive
293. Choose the synonymous words Lest----
but
unless
fear
anything but that
294. Choose the opposite words IMPRECISION--
Hints: Imprecision-(অযথার্থতা)- এর বিপরীত শব্দ হলো accuracy (যথার্থতা, নির্ভুলতা)। অন্য তিনটি শব্দের অর্থ হলো ভুল।
accuracy
wrong
mistake
false
295. Choose the opposite words EXTRAVAGANT---
Hints: Extrrargant-অপব্যয়ী; বেহিসাবি । Expensite-ব্যয়বহুল। Thrifty- মিতব্যয়ী। tunlimited- সীমাহীন। Proud- গর্বিত। সুতরাং extravagant-এর সঠিক বিপরীত শব্দ thrifty
Expensive
thrifty
unlimited
proud
296. Choose the synonymous words Submerge---
Hints: Submerge (ডোবানো)- এর সমার্থক শব্দ sink (ডোবানো)।
to walk on
to appear
to sink
to run
297. Choose the word opposite: Haughty--
Hints: Haughty- উদ্ধত। Options- এর মধ্যে Pitiable শোচনীয়/করুণ, Scared- ভীত, Humble- বিনয়ী, Cowardly- কাপুরুষোচিতভাবে।
Pitiable
Scared
Humble
Cowardly
298. Choose the word opposite: ALOOFNESS----
Hints: Aloofness- উদাসীনতা, তফাৎ, নির্লিপ্ততা। Concern- কোনো বিষয়ে উদ্বেগ।Exaggeration- অত্যুক্তি, অতিরঞ্জন। Complacency- প্রসন্নতা, সুখ, আত্মপ্রসাদ।Simplicity- সরলতা, অমিশ্রতা, ছলাকলাহীনতা।
Concern
Exaggeration
Complacency
Simplicity
299. Choose the word opposite: ENIGMATIC----
Hints: Enigmatic- দুর্বোধ্য, হেয়ালিপূর্ণ, বিভ্রান্তিকর। Frenetu- ধর্মান্ধ, ক্ষিপ্ত, প্রলাপ,বকে এমন। Unambiguous- স্পষ্ট, দ্ব্যর্থহীন, পরিষ্কার। Genuine- অকৃত্রিম, আসল, খাঁটি। Antagonistic- বৈরিতামূলক, বৈরি, বিরোধী।
Frenetic
Unambiguous
Antagonistic
Genuine
300. What is the Synonym for the word 'Petulant?
Greedy
Dishonest
Gracious
Impatient