Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Synonym and Antonyms MCQ
341. What is the antonym of the word PROLOGUE---
Hints: Prologue (কাব্যের প্রস্তাবনামূলক অংশ; নাটকের শুরুতে পঠিত কবিতা)-এর বিপরীত শব্দ epilogue (সাহিত্যকর্মের সমাপ্তি অংশ; নাটক শেষে দর্শকের উদ্দেশ্যে অভিনেতার বিশেষ সংলাপ)। অন্যদিকে trilogy শব্দের অর্থ একের পর এক মঞ্চস্থ বা পাঠ করার জন্য লিখিত তিনটি নাটক; analogue শব্দের অর্থ অবিচ্ছিন্ন মান নিয়ে গঠিত সিস্টেম আর dialogue শব্দের অর্থ সংলাপ; কথোপকথন।
analogue
dialogue
epilogue
trilogy
342. What is the synonym of the word 'REPEAL?
Hints: Repeal অর্থ বাতিল করা, প্রত্যাহার করা, যার সমার্থক শব্দ cancel (বাদ দেওয়া, বাতিল করা)। অন্যদিকে sanction অর্থ অনুমোদন/মঞ্জুর করা, perpetuate অর্থ চিরস্থায়ী করা, pass অর্থ অতিক্রম করে যাওয়া, অগ্রসর হওয়া।
Sanction
Perpetuate
Pass
Cancel
343. What is the antonym of the word INDIGENOUS----
Hints: Indigenous (সহজাত; স্বদেশজাত) শব্দটির বিপরীত শব্দ হলো (অর্জিত)। অন্যদিকে unworthy শব্দের অর্থ অযোগ্য, terminal শব্দের অর্থ প্রান্তিক, আর raluridant শব্দের অর্থ প্রয়োজনাতিরিক্ত; বাড়তি।
unworthy
acquired
terminal
redundant
344. What is the antonym of the word REFULGENT---
Hints: Refulgent (জাজ্বল্যমান)-এর বিপরীত শব্দ lackluster যার অর্থ নিষ্প্রভ, দ্যুতিহীন।
lackluster
plodding
stiff
distant
345. Choose the synonymous words ACCUSE----
Hints: Accuse (অভিযুক্ত করা, দোষী করা)-এর সমার্থক শব্দ হলো impeach (প্রশ্ন তোলা, সন্দেহ উত্থাপন করা)। তাছাড়া absolte অর্থ মুক্তি দেয়া; exonerate অর্থ অভিযোগ থেকে দায় মুক্তি দেয়া আর vindicate অর্থ প্রমাণ বা প্রতিপাদন করা।
Absolve
Exonerate
Vindicate
Impeach
346. What is the antonym of the word LACONIC--
Hints: Laconic (অল্পকথায় প্রকাশিত)-এর বিপরীত শব্দ terinin (বাগাড়ম্বরপূর্ণ, শব্দাড়ম্বরপূর্ণ)। অন্যদিকে stylized অর্থ একটি বিশেষ রীতির অনুবর্তী, শৈলীকৃত; unedited অর্থ অসম্পাদিত আর insincere অর্থ আন্তরিকতাহীন।
stylized
unedited
verbose
Insincere
347. What is the antonym of the word REBUFF--
Hints: Rebuff অর্থ রূঢ়ভাবে প্রত্যাখ্যান করা আর welcome অর্থ সাদরে গ্রহণ করা। সুতরাং শব্দ দুটি পরস্পর বিপরীত শব্দ। অন্যদিকে tease অর্থ ঠাট্টা করা; বিরক্ত করা, defy অর্থ প্রকাশ্যে বিরোধিতা করা আর meille অর্থ হস্তক্ষেপ করা; অনধিকারচর্চা করা।
tease
dely
meddle
welcome
348. Choose the synonymous words RECOVER----
Hints: Recover (ফিরে পাওয়া, পুনরুদ্ধার করা)-এর সমার্থক শব্দ recoup (পুষিয়ে দেয়া/নেয়া)। তাছাড়া rezine অর্থ জ্ঞান ফিরিয়ে আনা, স্বাস্থ্যশক্তি পুনরুদ্ধার করা; heal অর্থ নিরাময় করা/ হওয়া আর return অর্থ ফিরে আসা।
Recoup
Revive
Heal
Return
349. What is the antonym of the word SUPPLICATE---
Hints: Supplicate (অনুনয় বিনয়/কাকুতি মিনতি করা)-এর বিপরীত শব্দ epade, যার অর্থ কৌশলে এড়ানো, কৌশলে পরিহার করা। অন্যদিকে misrepresent অর্থ ভুল ব্যাখ্যা দেয়া, demand অর্থ দাবি করা আর discourage অর্থ নিরুৎসাহিত করা।
misrepresent
demand
evade
discourage
350. What is the antonym of the word INFLATE---
Hints: Inflate শব্দের অর্থ ফোলানো; স্ফীত করা। এর বিপরীত শব্দ minimize, যার অর্থ ন্যূনতম পরিমাণ বা মাত্রায় পর্যবসিত করা। অন্যদিকে converge অর্থ একই বিন্দু অভিমুখী হওয়া; circulate অর্থ ছড়িয়ে দেয়া এবং separate অর্থ পৃথক করা; আলাদা করা।
converge
circulate
minimize
separate
351. The word 'slump' is the antonym
Hints: Slump শব্দের অর্থ বাণিজ্যিক কাজকর্ম ইত্যাদির সামগ্রিক মন্দাভাব বা ব্যবসা সংক্রান্ত মন্দা যার বিপরীত শব্দ growth (ক্রমবৃদ্ধি, বিকাশ, উন্নতি)। Option-এর বাকি তিনটি শব্দ recession, depression এবং decline যাদের অর্থ যথাক্রমে ব্যবসা ও শিল্পোৎপাদনে শ্লথগতি, মন্দা অবস্থা এবং পড়তি যা প্রদত্ত শব্দটির সমার্থক।
growth
recession
depression
decline
352. Choose the synonymous words INFREQUENT----
Hints: Infrequent (বিরল, অনিয়মিত)-এর most similar শব্দ হলো rare (দুর্লভ, অসাধারণ, যা সচরাচর দেখা যায় না বা ঘটে না)।
Never
Usual
Rare
Sometimes
353. The closest meaning of the word 'bizarre' in the sentence. The model's clothes were so bizarre that they created quite a sensation' is----
Hints: Bizarre (অদ্ভুত, বিচিত্র, উদ্ভট)-এর নিকটবর্তী সমার্থক শব্দ হলো juculiar (বিচিত্র বা স্বতন্ত্র, বৈশিষ্ট্যপূর্ণ)।
Beautiful
Ugly
Dull
peculiar
354. What is the antonym of the word 'VIOLENT?
Hints: Violent, (অত্যুগ্র, হিংস্র)-এর বিপরীত শব্দ gonile যার অর্থ অমায়িক, নম্র, শান্ত। অন্যদিকে humble অর্থ বিনয়ী, বিনীত, larmiiss অর্থ ক্ষতিকর নয় এমন, আর tonic অর্থ (ব্যক্তি) নির্জীব, অনুগত।
Humble
Harmless
Gentle
Tame
355. Find out the odd word:
Hints: Shrady (অটল, অনড়) শব্দটি গেionm-এর বাকি তিনটি থেকে আলাদা কারণ temporary, short-lived এবং transitory শব্দ তিনটির অর্থ স্বল্পকাল স্থায়ী।
Temporary
Short-lived
Transitory
Steady
356. What is the antonym of the word QUELL----
Hints: Quell শব্দের অর্থ (বিদ্রোহ, বিরোধিতা) দমন করা-এর বিপরীত শব্দ foment, যার অর্থ (বিশৃঙ্খলা, অসন্তোষ, বিদ্বেষ) উদ্দীপিত করা; ইন্ধন জোগানো। আর ditert শব্দের অর্থ গতিপথ পাল্টে দেয়া, confirm শব্দের অর্থ দৃঢ়ভাবে প্রতিপন্ন করা, আর conixke শব্দের অর্থ সভা আহবান করা।
foment
divert
confirm
convoke
357. What is the antonym of the word 'Rigid?
Hints: Rigal (অনমনীয়, বাঁকানো যাবে না এমন)-এর বিপরীত অর্থবোধক শব্দ হলো ficxগ্রীডং (নমনীয়, নমা)। অন্যদিকে hard অর্থ কঠোর, fuperiority অর্থ হীনমন্যতাবোধ আর short অর্থ ঘাটো, খর্ব।
Flexible
Hard
Inferiority
Short
358. Choose the opposite words IMPERMEABLE----
Hints: Impermotile অর্থ অপ্রবেশ্য (বিশেষত তরুণপদার্থ), অভেদ্য যার বিপরীত শব্দ হলো porous যার অর্থ তরল পদার্থ চলাচল করতে পারে এমন। তাছাড়া resilient অর্থ স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তনের সম্ভাবনাপূর্ণ স্থিতিস্থাপক, blunt অর্থ ভোঁতা আর hiky) অর্থ আঠালো।
resilient
blunt
sticky
porous
359. Choose the synonymous words DANK----
Hints: Dank (স্যাঁতসেতে)-এর একই অর্থবোধক শব্দ হলো damp (আর্দ্র, স্যাঁতসেঁতে, ভেজা)। অন্যদিকে dangerous অর্থ বিপজ্জনক, ugly অর্থ কুৎসিত আর plunder অর্থ-লুটপাট, লুটতরাজ।
Dangerous
Ugly
Plunder
Damp
360. What is the antonym of the word 'EVASIVE?
Hints: Enasive (অসরল, চাতুরী দ্বারা এড়িয়ে যায় এমন, চলনাপূর্ণ)-এর বিপরীত শব্দ ionist, যার অর্থ ন্যায়পর, সরল। অন্যদিকে for অর্থ স্বাধীন, বন্ধনমুক্ত, lilural অর্থ উদার, মুক্ত। আর frank: অর্থ অকপট, স্পষ্টভাষী।
Free
Honest
Liberal
Frank