Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Synonym and Antonyms MCQ
401. Choose the opposite words VOLUNTARY:
Hints: Voluntary (স্বেচ্ছাপ্রণোদিত, স্বেচ্ছাপ্রবৃত্ত)-এর বিপরীত শব্দ compulsory (বাধ্যতামূলক)।
Ordered
Alternative
Essential
Compulsory
402. He is extremely INTELLIGENT but proud.
Hints: Intelligent (বুদ্ধিমান; মেধাবী; বিচক্ষণ)-এর বিপরীত শব্দ dull (স্থলবুদ্ধি; নির্বোধ)। তাছাড়া arrogant অর্থ উদ্ধত, weak অর্থ দুর্বল
arrogant
weak
dull
ignorant
403. Choose the synonymous words Opulent-:
Hints: Opulent (ধনী; বিত্তবান, প্রবলভাবে বৃদ্ধিশীল)-এর সমার্থক শব্দ rich। এছাড়া hard- working অর্থ কঠোর পরিশ্রমী, obscure অর্থ অন্ধকারময়; গুপ্ত আর comfortable অর্থ আরামদায়ক।
hard-working
rich
obscure
comfortable
404. Choose the opposite words AFFLUENCE:
Hints: Affluence (প্রাচুর্য)-এর বিপরীত শব্দ poverty (দারিদ্র্য)। তাছাড়া continuance অর্থ স্থায়িত্বকাল, diffidence অর্থ আত্মপ্রত্যয়হীন, অবিশ্বাস আর Insurance অর্থ বিমা।
Poverty
Continuance
Diffidence
Insurance
405. The word 'Colossal' is synonymous with-
Hints: Colossal এবং marmous শব্দ দুটির অর্থ একই। এ শব্দ দুটির অর্থ বিশাল বা বৃহদাকার। অন্যদিকে overwhelming অর্থ নিমজ্জিত করে এমন, extraordinary অর্থ অসাধারণ আর twotulerful অর্থ চমৎকার।
Enormous
Overwhelming
extraordinary
wonderful
406. Choose the synonymous words STALEMATE-
Hints: Stalemate আর deadlock অর্থ- অচলাবস্থা। Degeneration অর্থ অধঃপতন, exhaustion অর্থ- নিঃশেষিত অবস্থা আর settlement অর্থ- নিষ্পত্তি।
Settlement
Degeneration
Deadlock
Exhaustion
407. Choose the opposite words Assent:
Hints: Assent অর্থ সম্মতি; সংসদে গৃহীত কোনো বিলের প্রতি রাষ্ট্রপতির অনুমোদন; প্রতিগ্রহ। আর dissent অর্থ ভিন্নমতের প্রকাশ; মতদ্বৈধ। অন্যদিকে separation অর্থ বিচ্ছেদ, self-interest অর্থ ব্যক্তি স্বার্থ আর confusion অর্থ দ্বিধা।
Confusion
Separation
Self-interest
Dissent
408. Choose the opposite words Evasive:
Hints: Evasive আর Explicit শব্দ দুটি পরস্পর বিপরীত কারণ mate অর্থ এড়িয়ে চলতে সচেষ্ট; ছলনাময়: ক্ষতিকর; সৎ নয় এমন আর explicit অর্থ পরিষ্কার ও পরিপূর্ণভাবে প্রকাশিত; সুনির্দিষ্ট।
Unclear
Explicit
Categorical
Indefinite
409. The word 'slump' is the antonym of-
Hints: Slump শব্দের অর্থ বাণিজ্যিক কাজকর্ম ইত্যাদির সামগ্রিক মন্দাভাব বা ব্যবসা সংক্রান্ত মন্দা যার বিপরীত শব্দ growth (ক্রমবৃদ্ধি, বিকাশ, উন্নতি)। Option-এর বাকি তিনটি শব্দ recession, depression এবং decline যাদের অর্থ যথাক্রমে ব্যবসা ও শিল্পোৎপাদনে শ্লথগতি, মন্দা অবস্থা এবং পড়তি যা প্রদত্ত শব্দটির সমার্থক।
growth
roession
depression
decline
410. Choose the opposite words Relentless:
Hints: Relentless (নির্মম; নির্দয় অবিশ্রান্ত)-এর বিপরীত শব্দ হলো yielding (একরোখা নয় এমন)
Kind
Yielding
Gentle
Sensitive
411. Choose the synonymous words BARBARIAN-
Hints: Barbarian (অসভ্য, অসংস্কৃত)-এর সমার্থক শব্দ হলো Lincitalized (অমার্জিত; অসভ্য)। তাছাড়া Unkind অর্থ নির্দয়; Unlikeness অর্থ অসাদৃশ্য আর impolite অর্থ অবিবেচক, অনীতিজ্ঞ।
Unkind
Unlikeness
Impolite
Uncivilized
412. Choose the synonymous words Transform---
Hints: Transform (রূপান্তরিত করা)-এর সমার্থক শব্দ change। অন্যদিকে transfer অর্থ বদলি করা; স্থানান্তর করা, continue অর্থ চালিয়ে যাওয়া এবং transact অর্থ পরিচালনা করা; লেনদেন করা।
continue
transact
transfer
change
413. Choose the synonymous words PERPETUAL-
Hints: Perpetual (দীর্ঘস্থায়ী)-এর সমার্থক শব্দ হলো never ending (যা কখনো শেষ হয় না)। অন্যদিকে perfect অর্থ- নিখুঁত, confused অর্থ বিভ্রান্ত আর seasonal অর্থ ঋতু-ভিত্তিক।
Never ending
Perfect
Confused
Seasonal
414. Choose the synonymous words ZEALOUS-
Hints: Zealous (উদ্দীপনাময়, আগ্রহোদ্দীপক)-এর সমার্থক শব্দ হলো ardent (অতিশয় Freedom আকুল বা উৎসাহী)। তাছাড়া (calous অর্থ ঈর্ষাকাতর, আর Impatient অর্থ- ধৈর্য নেই এমন।
Ardent
Jealous
Jeolus
Impatient
415. 'Cartel' is synonymous with-
Hints: Cartel (উৎপাদন, বিপণন, মূল্য ইত্যাদি নিয়ন্ত্রণ করতে ব্যবসায়ী, উৎপাদনকারী প্রভৃতির জোট)-এর সমার্থক শব্দ conglomerate (বহুসংখ্যক বাণিজ্য প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত বৃহৎ কর্পোরেশন)। অন্যদিকে conspiracy অর্থ ষড়যন্ত্র, merger অর্থ অন্য কিছুতে অন্তর্ভুক্ত আর association অর্থ সমিতি; সংসদ।
Conspiracy
merger
association
conglomerate
416. Choose the opposite words ACUTE:
Hints: Acute (তীক্ষ্ণ; কিপ্র; সৃক্ষ)-এর বিপরীত dull (স্কুল বুদ্ধি; নিবেধি)। তাছাড়া sharp অর্থ তীক্ষ্ণ, critical অর্থ জটিল আর sensitite অর্থ সংবেদনশীল, সুবেদী।
Sharp
Critical
Dull
Sensitive
417. Choose the synonymous words UNBEARABLE-
Hints: Unbearable (অসহ্য, অসহনীয়)-এর সমার্থক শব্দ unpleasant (অপ্রীতিকর)। Tolerable অর্থ সহনীয়, acceptable অর্থ-গ্রহণযোগ্য আর under feate অর্থ-অপরাজিত।
Tolerable
Acceptable
Undefeated
Unpleasant
418. Choose the opposite words :Virtue
Hints: Virtue (গুণ; সদগুণ) এর বিপরীত শব্দ waz যার অর্থ পাপ: দোষ: খুঁত; অনাচার। তাছাড়া option-এর বাকি তিনটি শব্দের অর্থ যথাক্রমে untrue অর্থ অসত্য, dejent অর্থ ত্রুটি আর fool অর্থ বোকা।
Fool
Untrue
Defeat
Vice
419. Choose the opposite words ORNERY:
Hints: Ornery অর্থ বশে আনা কঠিন এমন বা রগচটা আর easy অর্থ যন্ত্রণা, ঝঞ্ঝাট বা উদ্বেগ থেকে মুক্ত; শান্তিপূর্ণ। সুতরাং শব্দ দুটি বিপরীত অর্থবোধক।
Straight-Forward
Easy
Complex
Plain
420. Choose the opposite words Hostility:
Hints: Hostility (বৈরিতা, শত্রুতা, বিপক্ষতা) এর বিপরীত শব্দ friendship (বন্ধুত্ব, মৈত্রী)। তাছাড়া partnership ডঃ দৈারিত্ব, enmity অর্থ শত্রুতা আর relationship অর্থ আত্মীয়তা; অন্তরঙ্গতা।
Relationship
Partnership
Friendship
Enmity