Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Synonym and Antonyms MCQ
361. (Assertive) people are generally more decisive.
Hints: Assertive (দৃঢ়প্রত্যয়ী, দৃ্যপ্রত্যয়সূচক) শব্দটিকে প্রতিস্থাপিত করা যায় confident শব্দটি দ্বারা যার অর্থ আত্মবিশ্বাসী; আস্থাশীল। অন্যদিকে docile অর্থ সহজে বশ মানে এমন, articulate অর্থ ভাবনা ও অনুভূতিকে স্পষ্টভাবে রূপদানে সক্ষম আর complaint অর্থ নালিশ; অভিযোগ, অসুস্থতা।
Docile
Articulate
Confident
Compliant
362. the opposite words of INTIMATE---
Hints: Intimate (অন্তরঙ্গতা, ঘনিষ্ঠতা)-এর বিপরীত শব্দ distance (দূরত্ব)। এছাড়া option-এর declare অর্থ ঘোষণা করা, release অর্থ মুক্ত করা এবং close অর্থ ঘনিষ্ট।
declare
release
distance
close
363. the opposite words of AUTONOMOUS--
Hints: Autonomous (স্বশাসিত, স্বায়ত্তশাসিত, স্বাধীন)-এর বিপরীত শব্দ dependent (পরাধীন, নির্ভরশীল)। তাছাড়া separate অর্থ পৃথক, আলাদা; self directed অর্থ স্বপরিচালিত এবং absolute অর্থ অসীম, নিশ্চিত।
dependent
separate
self-directed
absolute
364. My mother takes the responsibility for running the household.
Hints: Run something অর্থ কোনো কিছু সংগঠন করা, ব্যবস্থা করা, চালানো। অন্যদিকে manage অর্থও সংগঠন করা, ব্যবস্থা করা। সুতরাং running শব্দটিকে mamaging দ্বারা replace করা যায়।
Moving quickly
going
managing
none of these
365. the opposite words of ABYSMAL----
eternal
immeasurable
superb
beneath
366. the opposite words of FERAL----
Hints: Feral (বন্য; পোষ মানানো যায়নি এমন)-এর বিপরীত শব্দ tame (পোষা)। তাছাড়া grim অর্থ কঠোর, ভয়ানক। Natural অর্থ প্রাকৃতিক, স্বাভাবিক এবং unyielding অর্থ অনমনীয়।
natural
tame
grim
unyielding
367. The supply of food and beverage for the program was (abundant).
Hints: Abundent (প্রচুর; অঢেল) শব্দটিকে plentiful (প্রচুর) শব্দটি দ্বারা replace করা যায়। তাছাড়া inadequate অর্থ অপর্যাপ্ত, substandard অর্থ নিম্নমানের আর excellent অর্থ চমৎকার।
inadequate
substandard
excellent
plentiful
368. The 19th century was the (hey-day) of the Renaissance in Bengal.
Hints: Hey-day অর্থ চূড়ান্ত শক্তি বা সমৃদ্ধির সময়, সোনালি সময়, স্বর্ণযুগ। অন্যদিকে time of uprise অর্থ উত্থানের সময়।
days of decline
peak-point
period of stagnation
time of up-rise
369. The synonym of Complacent-
Hints: Complacent (আত্মতুষ্ট, পরিতৃপ্ত)-এর সমার্থক শব্দ হলো satisfied। তাছাড়া recommend অর্থ সুপারিশ করা, twitty অর্থ রসিক আর confuse অর্থ গুলিয়ে ফেলা; বিশৃঙ্খলা করা।
recommend
satisfied
confuse
witty
370. His letter (fuelled) my doubts.
Hints: Fuell অর্থ বাড়িয়ে দেওয়া; ইন্ধন জোগানো, যার একই অর্থবোধক শব্দ হলো increase (বৃদ্ধি করা)। অন্যদিকে cnd অর্থ সমাপ্ত করা, cause অর্থ কোনো কিছুর কারণ হওয়া; ঘটানো আর reaffirm অর্থ পুনরায় নিশ্চিত করা, পুনর্ব্যক্ত করা।
increased
Caused
Reaffirmed
Ended
371. The word 'float' is the antonym of
Hints: Float শব্দটির অর্থ চালু করা; ছড়ানো, যার বিপরীত শব্দ হলো reject (ফেলে দেওয়া; বাতিল করা)। অন্যদিকে promote অর্থ সংগঠিত ও চালু করতে সাহায্য করা, propose অর্থ প্রস্তাব করা। আর গণি অর্থও প্রস্তাব করা।
Promote
propose
offer
reject
372. Which one is not the meaning of Tender?
Hints: Tender-এর অনেক গুলো অর্থ রয়েছে। Adjectine হিসেবে tender age নির্দেশ করলে অর্থ হবে young। এর আরেকটি অর্থ compassionate (স্নেহপরায়ণ)। Noun হিসেবে tender অর্থ দরপত্র অর্থাৎ a rate chart। কিন্তু right on properties (সম্পত্তির অধিকার) teruder শব্দটির অর্থ নয়।
right on properties
compassionate
a rate chart
young
374. the opposite words of ABSTINENCE----
Hints: Abstinence (সংযম, মিতাচার, নিবৃত্তি)-এর বিপরীত শব্দ হলো indulgence (অসংযম, প্রশ্রয়, আশকারা)। তাছাড়া self-denial আত্মবিসর্জন বা আত্মবলিদান, স্বীকৃতি afraid অর্থ ভীত আর devotion অর্থ ধার্মিকতা, আরাধনা।
self-denial
indulgence
afraid
devotion
375. Select the pair in the following options which is set in opposition:
Hints: Option-এ প্রদত্ত জোড়াগুলোর মধ্যে বিপরীত অর্থযুক্ত জোড়া হলো Divine- Infernal, যেখানে divine অর্থ ঐশ্বরিক, দেবসুলভ এবং infernal অর্থ নারকীয়, পৈশাচিক। অন্যান্য জোড়াশব্দগুলো পরস্পর সমার্থক।
Doggish -Canine
Divine- Infernal
Manly-Virile
Earthly-Terrestrial
376. The judge decided to exonerate the accused. The bold faced word means-
Hints: Bold করা word-টি হলো exonerate, যার অর্থ (অভিযোগাদি হতে) মুক্তি দেওয়া অর্থাৎacquit যার অর্থও নির্দোষ বলে রায় দেয়া; খালাস দেয়া; অভিযোগ থেকে অব্যাহতি দেয়া।
acquit
cross-examine
give bail
punish
377. The synonym of Recapitulation-
Hints: Recapitulation অর্থ মূল প্রসঙ্গগুলোর পুনরাবৃত্তি; সংক্ষিপ্তবৃত্তি। Recap হলো শব্দটির সংক্ষিপ্ত রূপ। আর recall অর্থ স্মরণ; স্মরণ করার সম্ভাবনা; প্রত্যাবর্তন সংকেত। Introduction অর্থ ভূমিকা; withdrawal অর্থ প্রত্যাহার আর capture অর্থ বন্দিকরন; করায়ত্তকরণ।
introduction
recall
withdrawal
capture
378. The presentation by Dr. Toha was very (illuminating).
Hints: Illuminating অর্থ আলোকিত; উদ্ভাসিত আর শব্দটিকে প্রতিস্থাপিত করা যায়enlightening শব্দ দ্বারা যার অর্থ জ্ঞানগর্ভ, উল্লসিত।
enlightening
bright
disheartening
boring
379. The synonym of Visceral-
Hints: Visceral অর্থ আন্ত্রিক; শারীরিক। সুতরাং সঠিক সমার্থক শব্দ হলো bodily।
cloudy
heavenly
bodily
intelligent
380. Salt has been used for centuries as a method of preserving foods.
Hints: Underline কৃত word preserving শব্দটির অর্থ সংরক্ষণ করা; ক্ষতির হাত থেকে বাঁচানো। শব্দটিকে amserting (সংরক্ষণ করা, ধাংস বা ভয় থেকে রক্ষা করা) জরা place করা যায়।
displaying
conserving
seasoning
cooking