Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Synonym and Antonyms MCQ
461. What is the meaning of the word 'supersede'?
Hints: Supersede শব্দের অর্থ কোনো ব্যক্তি বা বন্ধুর স্থান অধিকার করা অর্থাৎ to take the place of something or somebody
go faster
move very fast
to take the place of something or somebody
suppress
462. Which one is antonym for 'hate'?
Hints: Hate (ঘৃণা করা)- এর বিপরীত শব্দ admire (প্রশংসা করা)। অন্যদিকে abiair এবং loathe উভয়ের অর্থ ঘৃণা করা আর concern অর্থ উদ্বিগ্ন করা বা হওয়া।
admire
abhor
concem
loathe
463. Choose the Synonymous Words Emancipate:
Hints: Emancipate (মুক্তি দেয়া)-এর সমার্থক শব্দ হলো liberate। অপরদিকে complex অর্থ জটিল, coordinate অর্থ সহযোগিতা করা আর emulate অর্থ সমকক্ষ হতে চেষ্টা করা।
Coordinate
Emulate
Liberate
Complex
464. What is the synonym of 'competent'?
Hints: Competent শব্দটির অর্থ-দক্ষ/উপযুক্ত। অপশনগুলোর মধ্যে, discrete- বিযুক্ত, capable-সমর্থ, prudent- বিজ্ঞ, cautious-সতর্ক। সুতরাং competent ও capable শব্দদ্বয় অর্থের দিক থেকে কাছাকাছি।
discrete
capable
prudent
cautious
465. The synonym of 'incredible' is-
Hints: Incredible (অবিশ্বাস্য)- এর synonym হলো unbelievable (অবিশ্বাস্য)।
Unlikely
unthinkable
unbelievable
inconsistent
466. The antonym of the word 'theoretical' is-
Hints: Theoretical' শব্দের অর্থ 'তত্ত্বগত'। প্রদত্ত চারটি অপশন-এর মধ্যে Experimental অর্থ 'পরীক্ষামূলক', bookish অর্থ 'পুঁথিগত', Logical- যৌক্তিক, impractical- 'অব্যবহারিক'। সুতরাং experimental' শব্দটিই theoretical' শব্দের antonym
experimental
bookish
logical
impractical
467. Which of the following is the antonym of 'hybrid'?
Which of the following is the antonym of 'hybrid'? Mixed Productive Simple Pure bred Hints: Hybrid শব্দটির - দো-আঁশলা বা সঙ্করজাত। একাধিক জাত মিলে উন্নত যে জাত তৈরী তাকে irulril বলে। অন্যদিকে Pure bred হল কোন প্রকার সংকরায়ন ছাড়াই সরাসরি জন্ম দেয়া। সুতরাং অর্থগত দিক থেকে hybrid এবং Pure bred শব্দদ্বয় বিপরীতার্থক।
Mixed
Productive
Simple
Pure bred
468. Which one is a synonym for 'random'?
Hints: Random (এলোমেলো)-এর synonym হলো arbitrary ।
choosy
essential
specific
arbitrary
469. Choose the most likely antonym of the following word: Ambiguous
Hints: Ambiguous অর্থ অনিশ্চিত, obscure-অস্পষ্ট, opaque- অস্বচ্ছ, equivocal- সন্দেহজনক, difinite- নিশ্চিত। সুতরাং ambiguinas এর antonym হলো definite)
obscure
opaque
equivocal
definite
470. Choose the Synonymous Words Flout:
Hints: Flout অর্থ তাচ্ছিল্য করা, অবজ্ঞার সাথে উড়িয়ে দেয়া। আর disobey অর্থ অগ্রাহ্য করা। সুতরাং শব্দ দুটি একে অপরের সমার্থক শব্দ। অন্য দিকে crucial-অত্যন্ত গুরুত্বপূর্ণ, diminish হ্রাস করা এবং flatter- তোষামোদ করা।
Crucial
Disobey
Diminish
Flatter
471. The antonym of the word 'smooth' is-
Hints: Smooth (মসৃণ)-এর বিপরীত শব্দ হলো rough (এবড়ো থেবড়ো, অমসৃণ)। অপরদিকে hard কঠোর; slarp অর্থ ধারালো এবং plain অর্থ সমতল।
hard
rough
sharp
plain
472. Antonym of 'enormous'.
Hints: Enormous অর্থ-সংখ্যা বা আকারে বৃহৎ। অপশনগুলোর মধ্যে tiny-ছোট, soft কোমল, weak- দুর্বল, fragile-ভঙ্গুর। সুতরাং enormous ও tiny শব্দল্লী antonymous বা বিপরীতার্থক।
soft
weak
fragile
tiny
473. The antonym of extract is-
Hints: Extract শব্দের অর্থ বের করে আনা। (ক) quest অর্থ অনুসন্ধান, (খ) select অর্থ বাছাই করা, (গ) insert অর্থ প্রবেশ করানো এবং (ঘ) collect অর্থ সংগ্রহ করা। সুতরাং Extract-এর antonym insert/
quest
select
insert
collect
474. The antonym of 'belittle' is-
Hints: Belittle (ছোট করা)- এর বিপরীত শব্দ হলো glorify (মহিমান্বিত করা)। অপশনের অন্যান্য শব্দের অর্থগুলো যথাক্রমে despise অবজ্ঞা করা, pacify-শান্ত করা এবং undermine সুড়ঙ্গ খোড়া।
despise
pacify
undermine
glorify
475. The synonym of ambition is-
Hints: Ambition শব্দের অর্থ উচ্চাকাঙ্ক্ষা। (ক) indifference অর্থ উদাসিন্য, (খ) desire-আকাঙ্ক্ষা, (গ) aimlessness অর্থ লক্ষাহীনতা এবং (ঘ) purposelessness অর্থ উদ্দেশ্যহীনতা, সুতরাং ambition এবং desire শব্দদ্বয় সমার্থক বা synonymous।
indifference
desire
aimlessness
purposelessness
476. Choose the Synonymous Words Rage:
Hints: Rage অর্থ ক্রোধ যার একই অর্থবোধক শব্দ হলো Anger (ক্রোধ)।
Anger
Style
Heavy
Humid
477. Choose the Synonymous Words Impediment:
Hints: Impediment (প্রতিবন্ধকতা)-এর সমার্থক শব্দ হলো barrier (বাধ্য, প্রতিবন্ধকতা)। Anarchy, Distort এবং Ominous শব্দের অর্থ যথাক্রমে অরাজকতা, বিকৃত এবং অশুভ।
Anarchy
Dislort
Ominous
Barrier
478. The word 'precedence' means-
Hints: Precedence- প্রাধান্য/অগ্রগণ্যতা। Example- উদাহরণ/দৃষ্টান্ত; Priority- অগ্রাধিকার, প্রাধান্য; Elderly- বৃদ্ধ বা প্রবীণ; Case- ঘটনা, মামলা, পরিস্থিতি। সুতরাং precedence এবং priority শব্দ দুটি সমার্থক।
example
priority
elderly
case
479. The synonym of 'eccentric' is-
Hints: Eccentric অর্থ অদ্ভুত, talkative-বাঁচাল, reticent- স্বল্পভাষী, coherent- সংগতিপূর্ণ, peculiar- অদ্ভুত। সুতরাং অর্থ অনুযায়ী eccentric এবং peculiar পরস্পর সমার্থক শব্দ।
talkative
reticent
coherent
peculiar
480. Which of the following is the synonym of 'benefit?
Hints: Benefit অর্থ লাভ বা সুবিধা। Option গুলোর মধ্যে Basement ভিত্তি, Drawback-ত্রুটি, Injury-আঘাত, Facour- সুবিধা, আনুকূল্য। সুতরাং Benefit Sfavour শব্দদ্বয় সমার্থক।
Basement
Favour
Drawback
Injury