Hints: Emancipate (মুক্তি দেয়া)-এর সমার্থক শব্দ হলো liberate। অপরদিকে complex অর্থ জটিল, coordinate অর্থ সহযোগিতা করা আর emulate অর্থ সমকক্ষ হতে চেষ্টা করা।
Hints: Theoretical' শব্দের অর্থ 'তত্ত্বগত'। প্রদত্ত চারটি অপশন-এর মধ্যে Experimental অর্থ 'পরীক্ষামূলক', bookish অর্থ 'পুঁথিগত', Logical- যৌক্তিক, impractical- 'অব্যবহারিক'। সুতরাং experimental' শব্দটিই theoretical' শব্দের antonym
467. Which of the following is the antonym of 'hybrid'?
Which of the following is the antonym of 'hybrid'?
Mixed
Productive
Simple
Pure bred
Hints: Hybrid শব্দটির - দো-আঁশলা বা সঙ্করজাত। একাধিক জাত মিলে উন্নত যে জাত তৈরী তাকে irulril বলে। অন্যদিকে Pure bred হল কোন প্রকার সংকরায়ন ছাড়াই সরাসরি জন্ম দেয়া। সুতরাং অর্থগত দিক থেকে hybrid এবং Pure bred শব্দদ্বয় বিপরীতার্থক।
Hints: Flout অর্থ তাচ্ছিল্য করা, অবজ্ঞার সাথে উড়িয়ে দেয়া। আর disobey অর্থ অগ্রাহ্য করা। সুতরাং শব্দ দুটি একে অপরের সমার্থক শব্দ। অন্য দিকে crucial-অত্যন্ত গুরুত্বপূর্ণ, diminish হ্রাস করা এবং flatter- তোষামোদ করা।
Hints: Enormous অর্থ-সংখ্যা বা আকারে বৃহৎ। অপশনগুলোর মধ্যে tiny-ছোট, soft কোমল, weak- দুর্বল, fragile-ভঙ্গুর। সুতরাং enormous ও tiny শব্দল্লী antonymous বা বিপরীতার্থক।
Hints: Extract শব্দের অর্থ বের করে আনা। (ক) quest অর্থ অনুসন্ধান, (খ) select অর্থ বাছাই করা, (গ) insert অর্থ প্রবেশ করানো এবং (ঘ) collect অর্থ সংগ্রহ করা। সুতরাং Extract-এর antonym insert/
Hints: Belittle (ছোট করা)- এর বিপরীত শব্দ হলো glorify (মহিমান্বিত করা)। অপশনের অন্যান্য শব্দের অর্থগুলো যথাক্রমে despise অবজ্ঞা করা, pacify-শান্ত করা এবং undermine সুড়ঙ্গ খোড়া।
Hints: Ambition শব্দের অর্থ উচ্চাকাঙ্ক্ষা। (ক) indifference অর্থ উদাসিন্য, (খ) desire-আকাঙ্ক্ষা, (গ) aimlessness অর্থ লক্ষাহীনতা এবং (ঘ) purposelessness অর্থ উদ্দেশ্যহীনতা, সুতরাং ambition এবং desire শব্দদ্বয় সমার্থক বা synonymous।
Hints: Impediment (প্রতিবন্ধকতা)-এর সমার্থক শব্দ হলো barrier (বাধ্য, প্রতিবন্ধকতা)। Anarchy, Distort এবং Ominous শব্দের অর্থ যথাক্রমে অরাজকতা, বিকৃত এবং অশুভ।