Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Synonym and Antonyms MCQ
61. "The history of Bangladesh is the history of a people who have repeatedly made their highways (crimson) with their blood"-here the underlined word means.
Hints: Underlined word 'crimson'-এর বাংলা হলো গাঢ় লাল; টকটকে লাল অর্থাৎ a deep red।
a deep red
achromatic
bluish-grey
grayish
62. Which word is closest in meaning to 'abettor?
Hints: Abettor (দুষ্কর্মে সাহায্যকারী)-এর একই অর্থবোধক শব্দ হলো accomplice। Encourager অর্থ উৎসাহ দানকারী, gambler অর্থ জুয়াড়ি এবং aggressive অর্থ আক্রমণাত্বক।
encourager
gambler
aggressive
accomplice
63. Which of the following can be a synonym for ' unreadable'?
Hints: Unreadable' শব্দের অর্থ অপাঠ্য; দুষ্পাঠ্য। এর synonym illegible" (দুষ্পাঠ্য)। Illusion শব্দের অর্থ বিভ্রান্তি; অলীকতা। Illimitable শব্দের অর্থ অন্তত; অসীম আর illiterate শব্দের অর্থ নিরক্ষর; অক্ষরজ্ঞানহীন।
illusion
illimitable
illegible
illiterate
64. Which one is the correct antonym of 'supercilious'?
Hints: Supercilious শব্দের সঠিক antonym হলো affable কেননা supercilious শব্দের অর্থ ঔদাসীন্যপূর্ণ; সব কিছুকে ঘৃণা করে এমন এবং affable শব্দের অর্থ ভদ্র; সদালাপী। Lavish অর্থ অপব্যয় করা, occidental অর্থ পাশ্চাত্য এবং belligerent অর্থ যুদ্ধবাজ।
Lavish
Affable
Belligerent
Occidental
65. Find the synonym of 'baffle'.
Hints: Baffle (বানচাল করা)-এর সমার্থক শব্দ (balk) (বানচাল করা)। Tight- শক্ত করা, encourage উৎসাহিত করা, enlighten- আলোকিত করা।
tight
encourage
balk
enlighten
66. The antonym of the word 'repulsive' is-.
Hints: "Repulsive' অর্থ বিরক্তিকর, ঘৃণ্য যার বিপরীত শব্দ alluring (মুগ্ধকর; জাদুকরী)। Rafulgent অর্থ দেদীপ্যমান, ffulgent অর্থ দীপ্তিমান আর meek: অর্থ নম্র ও ধৈর্যশীল; অপ্রতিবাদী।
Refulgent
Effulgent
alluring
meek
67. Find the antonym of 'earnest
Hints: Earnest (আন্তরিক)-এর বিপরীতার্থক শব্দ flippant (বৃষ্টতাপূর্ণ)। Ardent- অতিশয় আবুল বা উৎসাহী, serious- গুরুত্বপূর্ণ, sincere- আন্তরিক।
ardent
serious
flippant
sincere
68. The antonym of the word 'somber' is-.
Hints: Somber (অন্ধকারময়; বিষণ্ণ; নিরানন্দ)-এর বিপরীত শব্দ brigist (উজ্জ্বল; প্রফুল্ল)। Gloomy (বিষণ্ণ), dismal (নিরানন্দ) এবং dark (অন্ধকারময়) হলো sontber-এর সমর্থক শব্দ।
bright
dismal
gloomy
dark
69. The antonym of REPEL is:
Hints: Repel (বিকর্ষণ করা)-এর বিপরীত শব্দ হলো attract (আকর্ষণ করা)।
ATTEND
CONCRETE
CONTINUE
ATTRACT
70. Choose the correct synonym of the word 'Authentic
Correct
Genuine
Exact
Real
71. Which of the following can be an antonym for 'public'?
Hints: Public (সর্বজনবিদিত; প্রকাশ)-এর antonym হলো secluded (নিজর্জন; নিরালা; নিভৃত)। তাছাড়া scade অর্থ খারিজ করা, seclusion (n) নিজনিতা আর secular অর্থ পার্থিব, লোকায়ত। Noun হিসেবে public অর্থ জনসাধারণ তাই antonym হিসেবে Seclusion গ্রহণযোগ্য নয়। .
secede
seclusion
secular
secluded
72. The synonym of the word 'disperse' is-.
[Note: Disperse (ছত্রভঙ্গ হওয়া; সবদিকে ছড়িয়ে দেয়া)-এর Synonym option-এ দেয়া নেই। Antonym চাওয়া হলে সঠিক উত্তর হতো master যার অর্থ সংগ্রহ করা বা জড়ো করা। তাছাড়া enumerate অর্থ গণনা করা; এক এক করে নাম উল্লেখ করা, sonorous অর্থ মনোরম; স্বাতন্ত্র্যময় আর uproarious অর্থ হৈহুল্লোড়পূর্ণ।
Enumerate
sonorous
uproarious
muster
73. What is the meaning of OBNOXIOUS?
very dangerous
very pleasant
very unpleasant
very ugly
74. The antonym of 'Take to Task' is
Hints: Take to task (তিরস্কার করা)-এর বিপরীতার্থক শব্দ, allow (সম্মতি দেয়া)। Attack-- আক্রমণ করা, Abuse- অপব্যবহার করা, Asperme- অপবাদ দেয়া।
Attack
Abuse
Asperse
Allow
75. The antonym of PERCISE is:
[Note: Percise-এর স্থলে শব্দটি precise (যথাযথ; নির্ভুল) হলে এর antonym হতো incorrect (ভুল)। Indecent অর্থ অশিষ্ট; অশ্লীল, vague অর্থ অস্পষ্ট; ভাসাভাসা এবং indistinct অর্থ অস্পষ্ট, অব্যক্ত।।
INDECENT
VAGUE
INCORRECT
INDISTINCT
76. Which one is the antonym of 'Hirsute'?
Hints: Hirsute (লোমশ)-এর বিপরীতার্থক শব্দ bald (লোমহীন)। Shaggy- (লোমশ), crudite পণ্ডিত, glorious- প্রসিদ্ধ।
bald
Shaggy
erudite
glorious
77. Which is the antonym of 'Animosity'?
Hints: Animosity (হিংসা)-এর বিপরীতার্থক শব্দ love ভালোবাসা। Odium-ঘৃণা, pretention-বানানটি ভুল। এর সঠিক বানান pretension দাম্ভিকতা, affectation-ভান বা অস্বাভাবিক আচরণ।
Pretention
Odium
Love
Affectation
78. The synonym of Indignant is-
Hints: Indignant (অবজ্ঞাপূর্ণ, ক্ষুব্ধ)-এর সমার্থক শব্দ pungent (বিদ্রপপূর্ণ) (Strident অর্থ কড়া; কঠোর, soundless অর্থ শব্দবিহীন আর deviant অর্থ স্বাভাবিক মান থেকে ভিন্ন।
Strident
Deviant
Pungent
Soundless
79. The synonym of STRINGENT is:
Hints: Stringent (কঠোর; কড়া)-এর synonym হলো rigorous (কঠোর; প্রচণ্ড)। অন্যদিকে dry অর্থ শুক, strained অর্থ প্রসারিত; টানটান এবং slirill অর্থ তীক্ষ্ণ, কর্কশ।
DRY
STRAINED
RIGOROUS
SHRILL
80. Which one of the following does not mean a 'road"?
Hints: Alley (সরু গলি), boulevard (প্রশস্ত প্রধান সড়ক) এবং track (যানবাহন, মানুষ অথবা পশুর চলাচলের ফলে সৃষ্ট পথচিহ্ন বা দুর্গম পথ) সড়ক বা পথকে নির্দেশ করে। কিন্তু lagoon অর্থ উপহ্রদ বা অগভীর হ্রদ যা পথ বোঝায় না।
alley
boulevard
track
lagoon