Hints: Intimidate (ভীতিপ্রদর্শন করা)-এর একই অর্থবোধক শব্দ হলো frighten Conflate অর্থ একত্র করা, integrate অর্থ সমগ্রতাসাধন করা আর disintegrate অর্থ নানা অংশে বিভক্ত করা।
Hints: Intricate (জটিল; দুর্বোধ্য)-এর বিপরীত শব্দ হলো simple (সরল)। Option-এর বাকি তিনটি শব্দ complicated, opaque এবং sophisticated হলো intricate-এর সমার্থক শব্দ।
Hints: Homogeneous শব্দের অর্থ সমপ্রকৃতির অংশসমূহ নিয়ে গঠিত; সমজাতীয়, যার বিপরীত শব্দ diversified। Diversified-এর অর্থ বিভিন্ন প্রকৃতির অংশসমূহ নিয়ে গঠিত; বিচিত্র। অন্যদিকে unattainable অর্থ অবনি করা যায় না এমন, Disequiones অর্থ চাটুকার এবং glorious অর্থ মহিমান্বিত।
Hints: Tedious (ক্লান্তিকর, অনাকর্ষণীয়)-এর বিপরীত শব্দ হলো refreshing (সতেজ করে এমন, তরতাজা)। অন্যদিকে Boring, Tiresome এবং Dull অর্থ বিরক্তিকর, অনাকর্ষণীয় যা প্রদত্ত শব্দের সমার্থক।
Hints: Articulate শব্দের অর্থ স্পষ্টভাবে উচ্চারণ করা, যার (অস্পষ্টভাবে কথা বলা)। Friendship বন্ধুত্ব, clearly-স্পষ্টভাবে এবং enunciate- বিপরীত শব্দ mumble স্পষ্টভাবে উচ্চারণ করা।
Hints: August (সুমহান)-এর একই অর্থবোধক শব্দ হলো dignified (মহান; মহামহিম)। অন্যদিকে common অর্থ সাধারণ, ridiculous অর্থ হাস্যকর এবং petty অর্থ ক্ষুদ্র: তুচ্ছ।
Hints: Disseminate অর্থ ধারণা, তত্ত্ব ইত্যাদি প্রচার করা যার সমার্থক শব্দ circulate / Decorate অর্থ সজ্জিত করা, delicated অর্থ সুকুমার; কোমল এবং eliminate অর্থ বর্জন করা।
Hints: Hybrid (সংকর বা দোআঁশলা)-এর সমার্থক অর্থ প্রকাশ করে Crossbred (সংকর, সংকরজাত)। তাছাড়া Unusual অর্থ অস্বাভাবিক, Hackneyed অর্থ গতানুগতিক আর Pedigreed অর্থ কুলপরিচয়সম্পন্ন।
Hints: Honorary অবৈতনিক)-এর বিপরীত শব্দ হলো Salaried (বেতনভুক্ত)। তাছাড়া official অর্থ আনুষ্ঠানিক কর্তৃত্বপ্রসূত, honorable অর্থ সম্মানিত আর literary অর্থ সাহিত্যবিষয়ক।
Hints: Obscure (অস্পষ্ট, আবছা)-এর বিপরীত শব্দ হলো Explicit (পরিষ্কারভাবে প্রকাশিত, সুনির্দিষ্ট)। তাছাড়া Implicit অর্থ অন্তর্নিহিত, Obnoxious অর্থ নোংরা বা অত্যন্ত আপত্তিকর আর Pedantic অর্থ পণ্ডিত মনোভাবসুলভ।
Hints: Elegant (রুচিশীল; অভিজাত)-এর বিপরীত শব্দ হলো awkward (বিব্রতকর; নাজুক; বেঢপ)। Eulogy শব্দের অর্থ উচ্চপ্রশংসা; Pendant শব্দের অর্থ কর্ণকুণ্ডল বা দুল এবং Egotistical শব্দের অর্থ আত্মশ্লাঘাপূর্ণ বা আত্মজ্ঞবি।