Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
41. He will explain it to you when he - back.
When দ্বারা যুক্ত দুটি clause-এর একটি future tense-এ থাকলে অন্য clause টি present indefinite tense-এ হবে। সুতরাং, সঠিক verb form হলো comes.
comes
came
will have come
would come
42. Choose the correct pair to fill in the blanks : What they - here - to plagiarism.
have done; amount
have done; amounts
did; had amounted
have done; have amounted
43. Please - photocopies of copyrighted material without the permission of the publisher.
Please-এর পর negative imperative বাক্যে গঠন করতে don't + verb-এর base form যুক্ত অংশ লাগবে। Don't make যোগে বাক্যটির বাংলা দয়া করে প্রকাশকের অনুমতি ব্যতীত গ্রন্থস্বত্ব সম্বলিত অনুলিপি তৈরি করো না।
no make
don't make
not make
not to make
44. 'People lauded Mandela's humnity, kindness and dignity'. In this sentence, the present form of the bold-faced word is -
Underline-কৃত শব্দ lauded-এর present form হলো laud যার অর্থ প্রশংসা করা; গুণকীর্তন করা।
laude
led
lead
laud
45. He lives in a remote colony since August 1989.
কোনো বাক্যে since + point of time (August 1989) উল্লেখ থাকলে বাক্যের verb টি present perfect continuous tense এ হয়। প্রশ্নোক্ত বাক্যে lives এর পরিবর্তে has been living হবে।
has been living
is living
has lived
continues to live
46. Before the Angles and the Saxons - to England, the Iberians had lived there.
Before দ্বারা দুটি clause যুক্ত হলে before পরবর্তী clause টি past indefinite tense এ হয় আর অন্য clauseটি past perfect tense-এ হয়। সুতরাং past indefinite tense অনুযায়ী সঠিক option হলো came.
comming
come
came
did come
47. Where to spend your holidays next summer?
Interrogative বাক্যে auxiliary verb টি sub-এর পূর্বে বসে। সুতরাং একমাত্র সঠিক option হলো are you going I
you are going
are you going
you will go
you going
48. Fill in the blank with appropriate word: An ideal teacher - well with all.
প্রদত্ত বাক্যের sub হলো an ideal teacher যা singular। সুতরাং বাক্যটি present indefinite tense-এ রূপান্তরের ক্ষেত্রে verb-এর শেষে s বা es যোগ করে বাক্যটি সম্পূর্ণ করতে হয়। সুতরাং সঠিক verb হলো behaves.
behaves
behave
behaving
behavior
49. Ancient people believed that with a sun and a moon rotating around it.
প্রাচীন মানুষের ধারণাটি চিরসত্য না হওয়ায় that পরবর্তী clause টি past tense-এ হবে। কারণ that পূর্ববর্তী clause টি past tense এ ব্যবহৃত হয়েছে। সুতরাং সঠিক clause টি হলো the earth was the center of the universe .
the earth was the center of the universe
the earth is the center of the universe
the center of the universe is eart
the universe has earth at the center
50. My sister had lived in France for two years and my niece - there.
মানুষের জন্ম সাধারণত past indefinite passive voice-এ হয়। Bear-এর past participle হলো born । সুতরাং সঠিক শব্দাংশ হলো was born ।
borned
born
was borned
was born
51. The present form of 'Lost' is -
Lost-এর present form হলো lose (হারানো)। অন্যদিকে loose অর্থ ঢিলা বা আলগা করা, loss (ক্ষতি) হলো lose-এর noun form.
Loose
Loss
Lost
Lose
52. - to Barishal by bus yesterday?
Yes অথবা no question-এর ক্ষেত্রে yesterday থাকায় past indefinite tense-এর structure হলো : Did + sub + verb-এর base form + extension + question mark I সুতরাং শূন্যস্থানের Did Jashim go হলো সঠিক expression |
Did Jashim went
Had Jashim go
Was Jashim go
Did Jashim go
53. Choose the correct form of verb. I-him only one
Up to now অর্থ এখনো পর্যন্ত। Phraseটি বাক্যে থাকাতে বাক্যটি present perfect tense-এ হবে। কারণ recently, already, yet, up to now ইত্যাদি থাকলে বাক্যটি present perfect tense-এ হবে।
sent
had sent
have sent
send
54. A decade - since the discovery of Icprosy vaccine. The right option for the gap is :
Since-এর পর নির্দিষ্ট সময় থাকলে বাক্যটি present perfect tense-এ হয় আর A ( decade-এর পর singular verb গ্রহণ করে। সুতরাং সঠিক expression হলো has passed.
passed
has passed
have passed
had passed
55. It is important that the Admission office - your registration.
বাক্যটিতে Subjunctive verb হবে, কারণ important, advised, necessary, imperative, obligatory- ইউনিট A (সেট-২ এর পরবর্তী clause- এ verb-এর base form নিয়ে আসে। সুতরাং সঠিক verb form হলো confirm |
confirm
confirms
should confirm
must confirm
56. The book - is not in the library.
বাক্যটি যেহেতু present tense-এ আছে। সুতরাং অন্য clause টিও presnt tense- এ হবে। সুতরাং sub relative pronoun ইত্যাদি দিক বিবেচনা করে সঠিক expression হলো I need. I need যোগে বাক্যটির বাংলা: আমার যে বইটা প্রয়োজন সেটি লাইব্রেরিতে নেই।
that are needed
I am needed
which I needed
I need
57. His father - tomorrow morning.
Operate on somebody অর্থ কারো উপর অস্ত্রোপচার করা/অপারেশন করা। তার বাবা যেহেতু ডাক্তার নয় আর operate on যেহেতু transitive verb, সুতরাং বাক্যটি passive voice-এ হবে। সুতরাং tense অনুযায়ী সঠিক expression হলো will be operated on .
operates on
will operate on
will be operated on
being operated
58. Fill in the blank with suitable phrase/words: She thought that she - to be a leader of oppressed people.
Be born to be অর্থ কোনো কিছুর জন্য উপযুক্ত বা নিয়তি দ্বারা নির্ধারিত। Was born যোগে বাক্যটির বাংলা: তিনি মনে করতেন যে অত্যাচারিত মানুষের নেতা হওয়ার জন্য তিনি জন্মেছেন।
have
was born
there
have to
59. He said that he (go) home the next day. (Use the right form of verb)
প্রদত্ত বাক্যে that পূর্ববর্তী clauseটি past tense-এ থাকায় এবং next day থাকায় that পরবর্তী clause টি future in the past এ হবে। সুতরাং ৪০-এর স্থলে would go হবে সঠিক option.
will go
goes
has go
would go
60. Onion prices have - too much this month.
বাক্যটি Present Perfect Tense । সুতরাং have-এর পর rise-এর past participle 'risen' ব্যবহৃত হয়েছে। আর rise হলো intransitive verb অর্থাৎ এর পর object বসে না।
raised
risen
rise
none of these