Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
61. Which one is present perfect tense?
Present perfect tense এর গঠন subject + have/has + verb + বাকি অংশ (Read এর past participle form -read)।
I am reading
I have read
I read
I have been reading
62. The stranger - in through the window last night.
বাক্যে Past tense indicator last night থাকায় বাক্যটি Past indefinite tense এ হবে আর Past indefinite tense structure অনুযায়ী verb-এর past form প্রয়োজন। Base form creep-এর past form হলো crept ।
creeping
crept
creeps
creep
63. He went to bed after -
Past Perfect tense-এ দুটি কাজের উল্লেখ থাকে এবং before অথবা after ব্যবহৃত হয়। Before-এর আগে Past Perfect অর্থাৎ sub + had + v₃ এবং পরে Past Indefinite অর্থাৎ Sub + v₂ ব্যবহৃত হয়। আর after থাকলে নিয়মটি সম্পূর্ণ উল্টে যাবে অর্থাৎ প্রথমে Past Indefinite এবং পরে Past Perfect tense হবে।
he will learn his lessons.
he would learn his lessons
he learns his lessons.
he had learnt his lessons.
64. The example of present progressive is -
Present progressive বা present continuous tense এর উদাহরণ হলো (ঘ) They are gossiping / Present progressive-এর structure হলো sub + am/is/are + verb + ing |
Walking is a good exercise
He was reading a novel
You have had your meal
They are gossiping
65. I- Shakespeare when I was 15 years old.
When দ্বারা যুক্ত একটি clause past tense-এ হলে অপর clauseটিও past tense- এ হবে। 'Had been read' past tense-এ থাকলেও passive structure অনুসরণ করায় ভুল। সুতরাং সঠিক শব্দ read বা past form .
had been read
have read
have been reading
read
66. I-call you back, when I get free.
বাক্যাংশটি দ্বারা সাধারণ ভবিষ্যৎ ঘটনা বুঝাচ্ছে। সুতরাং এখানে সঠিক উত্তর (ঘ)।
would
might
will be
will
67. We shall return before the sun - .
Universal truth (চিরন্তন সত্য), habitual fact (অভ্যাসগত কর্ম) বোঝাতে present indefinite tense এবং Subject যদি 3rd person singular number হয় তাহলে verb এর শেষে s/es যুক্ত হয়।
set
will set
is set
sets
68. The river has - its banks.
বাক্যটি Present perfect tense-এর উদাহরণ। Subject + has/have + verb এর past participle | Structure অনুযায়ী শূন্যস্থানে overflowed হবে।
overflown
overflowed
overflew
overloaded
69. Fill in the blank with the correct choice: 'How much did you- the book?
প্রদত্ত প্রশ্নের শূন্যস্থানে pay for হবে। মূল্য পরিশোধ করা বোঝাতেpay-এর পরে for বসে।
pay
paid
pay for
pay on
70. Choose the past participle form of the verb 'telecast'.
Telecast-এর Past participle form Telecasten
telecasted
telecast
telecastted
Telecasten
71. I shall - the work before I leave my office.
ভবিষ্যতে দুটি কাজ সম্পন্ন হবে এবং একটি কাজের আগে অন্যটি সম্পন্ন হবে এরূপ বুঝালে যে কাজটি আগে সম্পন্ন হবে সেটি future perfect (sub + shall havefwill have + D3 + others) এবং যে কাজটি পরে হবে সেটি future/present indefinite হবে। আবার before-এর আগে এবং after-এর পরে perfect অংশটি বসে এবং অন্য অংশে indefinite অংশ বসে। প্রদত্ত বাক্যটি future indifinite।
finish
have finished
finished
be finishing
72. Fill in the gap with appropriate word : I hoped he - arrived safely.
কোনো কিছু হয়ে থাকবে বোঝাতে বা আশা ব্যক্ত করতে বাক্যটি past perfect tense-এ হবে কেননা hoped, past tense-এ আছে। সুতরাং শূন্যস্থানে had বসবে।
has
had
is
would have
73. They - living here since 2000.
Since + নির্দিষ্ট সময় উল্লেখ থাকায় বাক্যটি Present perfect continuous tense এ হবে। Present perfect continuous tense এর structure হলো Sub + have/has + been + verb + ing + since/for + time। সুতরাং শূন্যস্থানে have been বসবে।
are
have been
are still
will be
74. The past participle of 'Spit' :
Spit অর্থ থুতু ফেলা যার past form এবং past participle form হলো spat। কিন্তু North American English spit-এর past ও past participle form হিসেবে spit ব্যবহৃত হয়।
spite
spitten
spat
spate
75. People (talk) his courage even after his death.
Talk of sb/sth- কারও বা কোনোকিছু সম্পর্কে কথা বলা। People সর্বদা Plural number তাই talk-এর সাথে s বা es যুক্ত হবে না।
talk of
talk
will talk
talks of
76. I shall ring you up as soon as - .
As soon as-এর পূর্বের clause টি future tense-এ হলে-এর পরের clause টি present indefinite tense এ হবে। সুতরাং সঠিক clause টি হলো I arrive |
I will arrive
I shall arrive
I arrive
I shall be arriving
77. Have you - the letter?
বাক্যটি Present perfect tense-এর একটি উদাহরণ। তাই নিয়মানুযায়ী have you এর পর verb-এর Past participle form হয়।
written
write
wrote
to write
78. We waited until the plane
Until যুক্ত দুটি clause-এর ক্ষেত্রে until-এর পূর্বের clause টি past indefinite tense-এ হলে পরের clause টিও past perfect tense-এ হবে। সুতরাং সঠিক উত্তর had taken off আর take off phrase টির বাংলা হলো স্থল বা ভূমি ত্যাগ করা।
did not take off.
took off.
had not taken off.
had taken off.
79. The past participle of 'Spit' is-
Spit অর্থ থুতু ফেলা যার past form এবং past participle form হলো spat। কিন্তু North American English এ spit-এর past ও past participle form হিসেবে spit ব্যবহৃত হয়।
spite
spite ten
spat
spate
80. Which of the following sentences is in past indefinite tense?
Past indefinite tense-এর structure হলো sub + verb এর past form + extension। সুতরাং প্রদত্ত option গুলোতে past indefinite যুক্ত বাক্য হলো Shohail had a car .
Raihan was sleeping.
It was raining.
It has been raining.
Shohail had a car.