'Lie down' অর্থ শুয়ে পড়া। শুয়ে পড়া অর্থে lie-এর past form হলো lay আর past participle হলো lain। Lie-এর present participle রূপ lying। সুতরাং প্রথম বাক্যে sub-এর পর lain-এর ব্যবহার ভুল। দ্বিতীয় বাক্যে laid-এর স্থলে lain হলে বাক্য সঠিক হতো। চতুর্থ বাক্যটিতে will lay ব্যবহার ভুল। তাই সঠিক বাক্য (গ)।
Javed was so exhausted that he lain down for a sleep.
Javed was so exhausted that he had laid down for a sleep.
Javed was so exhausted that he was lying down for a sleep.
Javed was so exhausted that he will lay down for a sleep.
126. According to the conditions of my scholarship, after finishing my degree -.
কোনো clause-এর পূর্বে Preposition + V. ing + object থাকলে কিংবা V.ing + object যুক্ত Phrase থাকলে কমার পর মূল clause-এর Subject হিসেবে কেবল ঐ নির্দিষ্ট ব্যক্তিসত্তাকেই ব্যবহার করতে হবে। Finishing-এর পরে my থাকায় I কে Subject হিসেবে নিতে হবে। তবে of-এর পরিবর্তে by ব্যবহৃত হবে।
130. Which one of the following is the -ing form of the verb 'singe'?
সাধারণ কোনো verb-এর শেষে e থাকলে ing যুক্ত করতে তুলে দিতে হয়। কিন্তু singe (হালকাভাবে পোড়ানো) verbটির সাথে ing যুক্ত করতে e letter টি অবিকৃত থাকবে। সুতরাং word টি সঠিক ing form হলো singeing |
131. Choose the correct option: Even as harvesting was going on-
বাক্যে Principle clause এবং subordinate clause একই tense-এর হওয়া বাঞ্ছনীয়। এক্ষেত্রে (খ)-তে passive form হলেও verbটি ভুল, তা begun হওয়া উচিত ছিল। (গ) তে had-এর পর begun হওয়া আবশ্যক। ঘ-তে present tense ব্যবহার করা হয়েছে।
Since + নির্দিষ্ট সময় যুক্ত বাক্যটি present perfect continuous tense এ হবে। Present perfect tense যুক্ত বাক্যটির structure : sub + have/has + been + verb + ing / সুতরাং সঠিক expression হলো have been living |
রবীন্দ্রনাথের নিজেই গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদ Song Offerings লিখেছেন। আইরিশ কবি W.B Yeats শুধুমাত্র Song Offerings গ্রন্থের পরিচিতি (Introduction) অংশ লিখেছেন। প্রকৃতপক্ষে গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদক রবীন্দ্রনাথের নিজেই।
138. Fill in the gap with the right tense: When water - it turns into ice.
When দ্বারা যুক্ত দুটি clause-এর result clauseটি present indefinite tense-এ হলে when clauseটিও present indefinite tense-এ হবে। সুতরাং শূন্যস্থানে freezes হবে।