ইঞ্জিনিয়ারিং মেকানিক্স MCQ
122. ১০০ ওয়াটের একটি মোটর ১ মিনিট চললে সেটি কী পরিমাণ কাজ করবে?
দেওয়া আছে,
P=100W
I= 1min = 60sec
W=?
আমরা জানি,
P= W/I
Or, W = Px1
=100x60
6000J
123. সুষম ষড়ভুজের প্রত্যেকটি কোণ বরাবর একটি করে বল একটি বিন্দু হতে বা একটি কোণ হতে কাজ করলে প্রত্যেকটির মধ্যে কত ডিগ্রি কোণ বিদ্যমান?
124. দশ মিটার উপর থেকে পড়ে কোনো বস্তুর মাটিতে আঘাত করার বেগ হচ্ছে-
এখানে, h = 10m
u = 0
g = 9.81 m/s²
v = ?
আমরা জানি,
v² = u² +2gh
⇒ v= √2x9.81x10
∴v=14m/s
125. সাধারণ হারমোনিক মোশরে চলাচলকারী বস্তুকণার যে. কোনো মুহূর্তের গতিবেগের সূত্র কোনটি?
126. ব্যাসার্ধ নিয়ে গোলাকার বস্তু rad/sec বেগে ঘূর্ণায়নশীল বস্তুর রৈখিক বেগ-
127. সরল লিভারে প্রযুক্ত বলের বাহু এবং লোডের বাহুর অনুপাতকে কী বলে?
128. সম্পাদিত কাজের (W) ফর্মুলা কোনটি?
129. লোড উত্তোলনের জন্য ক্রু জ্যাক ব্যবহৃত হয়-
130. ১০০ কেজি ভরের উপর কত বল প্রয়োগ করলে ৫ মি/সে² ত্বরণ সৃষ্টি করবে?
দেওয়া আছে,
m=100kg
F= ?
g = 5m/s²
আমরা জানি,
F=mg
= 100x5
= 500N
132. বল 10kg ও এর ফলে সরণ im হলে, কাজ =?
দেওয়া আছে,
F=10kg
S = 1m
W = ?
আমরা জানি,
W = FS
= 10x1
= 10kg-m
133. আনুভূমিক তলে প্রজেকক্টাইলের সর্বোচ্চ উচ্চতা সূত্র কোনটি?
134. একটি N (rpm)-এ ঘূর্ণায়মান বস্তুর কৌণিক বেগ-
135. কোনটিকে বিনষ্ট করা যায় না?
136. মনে করি, একটি m kg ভরের বস্তু Aবিন্দুতে y/2 উচ্চতায় আছে, বস্তুটি যদি y উচ্চতায় B বিন্দুতে যায় তবে A→B তে বস্তুটির ওজনের জন্য কী পরিমাণ কাজ হবে।
137. স্পাইরাল গিয়ারের সর্বোচ্চ দক্ষতা হলো-
sin (θ+ϕ)+1 / Cos (θ+ϕ)+1
138. একটি পাথরের খণ্ডকে ২০ মি. উঁচু ছাদের উপর থেকে ফেললে এটি কত পরে ভূমিকে আঘাত করবে?
দেওয়া আছে,
h = 20m
I =?
u =0 m/s
আমরা জানি,
h= ut + 1/2gI²
Or. 20 +1/2 x 9.81 x I²
∴I = 2sec
140. একটি 30kg ভরের বস্তুকে ভূমি থেকে 5cm উচ্চতায় উঠানো হলে কৃত কাজ কত হবে?
দেওয়া আছে,
m = 30kg
h= 5cm = 0.05m
W = ?
আমরা জানি,
W = mh
= 30x0.05
= 1.5kg-m