184. একটি পাইপের বাহিরের ব্যাস ও ভিতরের ব্যাস এ হলে মোমেন্ট অব ইনার্শিয়া X-অক্ষের সাপেক্ষে নিচের কোনটি?
পাইপের ক্ষেত্রের মোমেন্ট অব ইনার্শিয়া (Moment of inertia of a circle) '' r ব্যাসার্ধের একটি পাইপ, যার – x – x’ এবং y - y' অক্ষন্ধ্যা বৃত্তটির কেন্দ্র O বিন্দু দিয়ে অতিক্রম করেছে। এখন O বিন্দু হতে x দূরে dx পুরুত্বের একটি রিং বিবেচনা করি।
যার ক্ষেত্রফল, d= 2 πx.dx
এখন x-x' এবং y-y ‘অক্ষের সাপেক্ষে মোমেন্ট অব ইনার্শিয়া নির্ণয় করতে হবে। কিন্তু বৃত্তের কেন্দ্র বা লম্ব অক্ষ সাপেক্ষে রিং-এর মোমেন্ট অব ইনার্শিয়া,
185. যদি কোনো বল কোনো বস্তুকে একটি নির্দিষ্ট স্থান হতে লম্ব দূরত্বে ঘুরায় বা ঘুরাতে চায় তবে ঐ ঘুরানোর প্রবণতাকে কী বলে?
বলের মোমেন্ট: একটি বল যদি কোনো বন্ধুকে ১৪ একটি নির্দিষ্ট স্থান হতে লম্ব দূরত্বে ঘুরায় বা ১২ ঘুরাতে চায়, তাহলে ঐ ঘুরানোর প্রবণতাকে উক্ত ১৬ বলের মোমেন্ট বলে। গাণিতিকভাবে, মোমেন্ট = বল লম্ব দূরত্ব।
ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট: একটি ক্ষেত্রফলের ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফল এবং যে-কোনো অক্ষ হতে এদের দূরত্বের বর্ণের গুণফলের সমষ্টিকে উক্ত ক্ষেত্রফলের জড়তার মোমেন্ট বা ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট বলে।
195. একটি ক্ষেত্রে মোমেন্ট অব ইনার্শিয়া-এর একক হলো-
ক্ষেত্রফলের এককের উপর নির্ভর করে মোমেন্ট অব ইনার্শিয়ার একক নিম্নরূপ-
(ক) ক্ষেত্রফল বর্গমিটার এবং দূরত্ব মিটার হলে মোমেন্ট অব ইনার্শিয়ার একক = (মিটার)^4 বা m^4
(খ) ক্ষেত্রফল বর্গ সেমি এবং দূরত্ব সেমি হলে মোমেন্ট অব ইনার্শিয়ার একক = (সেমি) ^4 বা cm^4
(গ) ক্ষেত্রফল বর্গ মিমি এবং দূরত্ব মিমি হলে মোমেন্ট অব ইনার্শিয়ার একক (মিমি)^4 বা nan^4
(ঘ) ক্ষেত্রফল বর্গ ফিট এবং দূরত্ব ফিট হলে মোমেন্ট অব ইনার্শিয়ার একক (ফিট)^4 বা ft^4
সমান্তরাল অক্ষীয় উপপাদ্য দুটি:
(1) Mass Moment of Inertia, 1, Mass of Body i = 1+ m² (এখানে, m = Mass of Body
(ii) Area Mament of Inertia. I+ Ad ^2 [এখানে, A = Area of Shape