জড়তার ভ্রামক ক্ষেত্রের তল অনুসারে দু' প্রকার, যথা-
১। আয়তনিক জড়তা" ভ্রামক (Rectangular moment of inertia)
২। পোলার জড়তা ভ্রামক (Polar moment of inertia) i
একটি বল যদি কোনো বস্তুকে একটি নির্দিষ্ট স্থান হতে লম্ব দূরত্বে ঘুরায় বা ঘুরাতে চায়, তাহলে ঐ ঘুরানোর প্রবণতাকে উক্ত বলের মোমেন্ট বলে। গাণিতিকভাবে, মোমেন্ট = বল X লম্ব দূরত্ব। কাপলে লব্ধি বলের মান শুন্য। কাপল শুধুমাত্র Rotational motion উৎপন্ন করে।
214. যদি কোনো স্থানে (Gravitational acceleration) দ্বিগুণ করা হয় তবে সেখানে বস্তুর ওজন-
আমরা জানি, ধরি,
ওজন, W = m x g g’ = 2 g
আবার,
ওজন, W = m x g’
= m x 2g = 2mg
সুতরাং ওজন বৃদ্ধি = 2mg – mg = mg যেহেতু বস্তুর ভর ধ্রুবক; সুতরাং, Gravitional acceleration দ্বিগুণ করা হলে বস্তুর ওজন গুণ বৃদ্ধি পাবে।