142. কোনো প্রজেকষ্টাইলের অনুভূমিক পাল্লা (R) সমান কত?
আমরা জানি, উৎক্ষেপণ বিন্দু হতে আনুভূমিক তলের যে বিন্দুতে প্রক্ষেপকটি পতিত হয়, এ দুই বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে আনুভূমিক পাল্লা বা পাল্লা (Range) বলে। এটি ২ দ্বারা সূচিত করা হয়।
আমরা জানি,
প্রক্ষেপকের আনুভূমিক বেগ = ucosα
এবং প্রক্ষেপকটির বিচরণকাল,t = R = u^2sinα/g
যেহেতু, আনুভূমিক পাল্লা, R আনুভূমিকা গতিবেগ x বিচরণকাল
R = u cosα x 1= u cosα x 2usinα/g
=2u^2 sinα cosα/g
= u^2sin2α/g
নোট: গিয়ার তৈরিতে সাধারণত কাস্ট আয়রন (Cast iron), স্টিল (Steel), ব্রাস (এ), ব্রোঞ্জ (Bronze) ও প্লাস্টিক (Plastic) ব্যবহার করা হয়। সেই হিসাবে (ক) ও (খ) দুটিই উত্তর হবে।
145. টুথের দাঁতের সংখ্যা ও পিচ সারকেল ডায়ামিটার মিলিমিটারের অনুপাতকে কী বলে?
ডারামেট্রাল পিচ (Diametral pitch) : পিচ ডায়ামিটারের একক দৈর্ঘ্যে দাঁতের সংখ্যাকে ডায়ামেট্রাল পিচ বলে। একে সংক্ষেপে Pd যারা নির্দেশ করা হয়। এটি একটি আনুপাতিক পূর্ণ সংখ্যা। গিয়ারের পরিচয় প্রায়ই এ সংখ্যা দ্বারা দেওয়া হয়ে থাকে। যেমন- '12 পিচ বা '12Pd গিয়ারের এ কথা ওরা এমন একটি গিয়ারকে বুঝায়, যার ডায়ামেট্রাল পিচ=12।
ডায়ামেট্রাল পিচ = দাঁতের সংখ্যা/ পিচ সার্কেলের ব্যাস
P d=T/d
অথবা, P d = π / সার্কুলার নিচ = π/P
150. সমান্তরাল ও একই সমতলে অবস্থিত দুটি শ্যাফটের একটি হতে অন্যটিতে শক্তি পরিবহনের জন্য যে গিয়ার ব্যবহার করা হয়, তাকে কী গিয়ার বলে?
স্পাইরাল গিয়ার (Spiral gear) : অক্ষময় পরস্পর সমান্তরাল নয় এবং একই বিন্দুতে ছেদ করে না (Non-parallel and non-intersecting) এরূপ দুটি শ্যাফটের মধ্যে শক্তি পরিবহন ক করতে স্পাইরাল বা স্কিউ (Skew) গিয়ার ব্যবহার করা হয়। স্পাইরাল গিয়ার অল্প শক্তি পরিবহনের উপযোগী। কারণ দাঁতগুলো লাইন কনটাক্ট না হয়ে পয়েন্টে কনটাক্ট হয়।
152. গিয়ারের এডেন্ডাম ও ডিভেন্ডাম-এর মধ্যে ফাঁকা স্থানকে বলে-
ক্লিয়ারেন্স (Clearance) বা হাড়। দুটি গিয়ার যখন পরস্পর মিলিত হয় তখন একটি গিয়ারের ডিডেন্ডাম এবং অপর গিয়াদের এজেন্ডাম এ দুয়ের মধ্যে যে পরিমাণ শূন্যস্থান বা ফাঁক (Gap) থাকে তাকে বুঝায়। দাঁতের পূর্ণ গভীরতা হতে দাঁতের কার্যকরী গভীরতা নিয়োগ করে এর মান নির্ণয় করা হয়।
154. পরস্পরের সাথে সংযুক্ত দুটি গিয়ারের মাঝে যদি একটি সোজা গিয়ার থাকে, তাকে কী গিয়ার বলে?
র্যাক এবং পিনিয়ন (Rack and pinion) পরস্পরের সাথে সংযুক্ত দুটি গিয়ারের মধ্যে একটি সরলাকার (Straight) এবং অপরটি বৃত্তাকার (Circidar) হয় তবে তাকে র্যাক এবং পিনিয়ন বলে। সরলাকার গিয়ারকে র্যাক (Rack) এবং বৃত্তাকার গিয়ারকে পিনিয়ন (Pinion) বলে।