Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

ইঞ্জিনিয়ারিং মেকানিক্স MCQ
223. ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে?
ঘর্ষণের দিকে
ঘর্ষণের বিপরীতে
সবদিকে
কোনোটিই নয়
224. ঘর্ষণ সহগ কয় প্রকার?
ঘর্ষণের প্রকারভেদ (Types of friction) : ঘর্ষণ মূলত দু প্রকার, যথা- ১। স্থির ঘর্ষণ (Static friction) ২। চল ঘর্ষণ (Dynamic friction)
৩ প্রকার
২ প্রকার
৫ প্রকার
৪ প্রকার
225. কোনো বস্তু 3ms^-2 ত্বরণে চলছে, এখানে ঘর্ষণ সহগ কোনটি ব্যবহার হবে?
μ
μs
μk
কোনোটিই নয়
226. একটি অমসৃণ আনুভূমিক তল অভিমুখে W ওজনের একটি বস্তুকে সরানোর অন্য প্রয়োজনীয় ন্যূনতম বল-
Wsinθ
Wcosθ
Wtanθ
Wcotθ
228. একটি বস্তু কোনো চালু তলে তখনই চলতে শুরু করবে, যখন ঢালু কোণ ঘর্ষণ কোণের-
সমান হবে
কম হবে
বেশি হবে
শূন্য হবে
229. টি বল 130° কোণে কাজ করছে। বৃহত্তম বলের মান 400 kN এবং লব্ধি ক্ষুদ্রতম বলের সাথে 90° কোণে রয়েছে। ক্ষুদ্রতম বলের মান কত?
250 kN
257.11 kN
2.67 kN
350 kN
230. চলন্ত বস্তুর ঘর্ষণ বাধাকে বলে-
ঘর্ষণ বল প্রধানত দুপ্রকার, যথা- (ক) স্থির ঘর্ষণ, (খ) গতি বা চল ঘর্ষণ। গতি বা চল ঘর্ষণ বল আবার দু'প্রকার, যথা- ১। পড়ানো ঘর্ষণ (Rolling friction) বল, ২। আবর্তন ঘর্ষণ (Sliding friction) বল গতি ঘর্ষণ: যখন একটি বস্তু অপর একটি বস্তুর সংস্পর্শে থেকে চলতে থাকে, তখন এদের সংস্পর্শ তল বরাবর গতির বিপরীত দিকে যে বাধা প্রদানকারী বলের সৃষ্টি হয়, তাকে গতি ঘর্ষণ বল বলে।
চল ঘর্ষণ
স্থির ঘর্ষণ
প্রবাহী ঘর্ষণ
কোনোটিই নয়
233. গতিশীল অবস্থায় বস্তুর উপর প্রযুক্ত ঘর্ষণকে বলে-
রোলিং ঘর্ষণ (Rolling friction) : ঘর্ষণ বল কমানোর জন্য যখন বস্তুদ্বয়ের মধ্যবর্তী সংস্পর্শ তলে বল (Ball) বা রোলার (Roller) ব্যবহার করা হয় তখন যে ঘর্ষণ বল উৎপন্ন হয়, তাকে রোলিং ঘর্ষণ বলে। ডাইনামিক ঘর্ষণ (Dynamic friction): যখন একটি বস্তু অপর একটি বস্তুর সংস্পর্শে থেকে চলতে থাকে বা গতিশীল অবস্থায় থাকে বা গতিশীল অবস্থায় থাকে, তখন এদের সংস্পর্শ তলে গতির বিপরীত দিকে যে ঘর্ষণ বল সৃষ্টি হয়। তাকে গতি বা ডাইনামিক ঘর্ষণ বলে। লিমিটিং ঘর্ষণ (Limiting friction): যে পরিমাণ বল প্রয়োগে। পরস্পরের সংস্পর্শে অবস্থিত দুটি বস্তুর একটি অপরটির উপর দিয়ে কেবলমাত্র গতিশীল হতে শুরু করে, এরূপ গতিশীল হওয়ার পূর্বমুহূর্তে বাধাদানকারী ঘর্ষণ বলের পরিমাণকে সীমিত ঘর্ষণ (Limiting friction) বলে। ঘর্ষণ সহগ (Co-efficient of friction): দু'টি বস্তুর মধ্যকার সীমিত ঘর্ষণ বল এবং অভিলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতকে ঘর্ষণ সহগ বলে।
রোলিং ঘর্ষণ
ডাইনামিক ঘর্ষণ
লিমিটিং ঘর্ষণ
ঘর্ষণ সহগ
234. 300 kg ওজনের একটি কাঠের ব্লক 30° কোণে হেলানো তলের উপর দিয়ে 10m টেনে নিয়ে কী পরিমাণ কাজ সম্পন্ন হবে, বের কর।
W = Fs sin30 = 300 x 10 x sin30 = 1500kg-m
3000kg-m
1500kg-m
700kg-m
2598.08kg-m
236. কোনো একটি বস্তুর উপর প্রয়োগকৃত বলগুলোকে বিশ্লেষণের মাধ্যমে দেখা গেল যে উৎপন্ন ঘর্ষণ বল, স্থির রাখার জন্য প্রয়োজনীয় বল থেকে বেশি- এক্ষেত্রে কী ঘটাবে?
বস্তুটি চলবে
চলার উপক্রম হবে।
স্থির থাকবে
কোনোটিই নয়
237. একটি ঢালু তলের কোণ যেখানে বস্তু নিচের দিকে গড়িয়ে পড়তে আরম্ভ করে, ঐ কোণকে বলা হয়-
ঘর্ষণ কোণ
রিপোজ কোণ
প্রজেকশন কোণ
কোনোটিই নয়
239. স্থির রাখার জন্য প্রয়োজনীয় বল অপেক্ষা ঘর্ষণ বল কম হলে বস্তুর অবস্থা সাম্যাবস্থা হবে কি?
হবে
হবে না
240. সর্বোচ্চ ঘর্ষণ বল সংঘটিত হয় যখন কোনো বস্তুর তলের উপর অপর একটি বস্তু চলতে আরম্ভ করে, তাকে বলে-
স্থির ঘর্ষণ
চল ঘর্ষণ
লিমিটিং ফ্রিকশন
কো-ইফিসিয়েন্ট অব ক্রিকশন