148. কোনো প্রজেকষ্টাইলের অনুভূমিক পাল্লা (R) সমান কত?
আমরা জানি, উৎক্ষেপণ বিন্দু হতে আনুভূমিক তলের যে বিন্দুতে প্রক্ষেপকটি পতিত হয়, এ দুই বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে আনুভূমিক পাল্লা বা পাল্লা (Range) বলে। এটি ২ দ্বারা সূচিত করা হয়।
আমরা জানি,
প্রক্ষেপকের আনুভূমিক বেগ = ucosα
এবং প্রক্ষেপকটির বিচরণকাল,t = R = u^2sinα/g
যেহেতু, আনুভূমিক পাল্লা, R আনুভূমিকা গতিবেগ x বিচরণকাল
R = u cosα x 1= u cosα x 2usinα/g
=2u^2 sinα cosα/g
= u^2sin2α/g