182. একটি পাইপের বাহিরের ব্যাস ও ভিতরের ব্যাস এ হলে মোমেন্ট অব ইনার্শিয়া X-অক্ষের সাপেক্ষে নিচের কোনটি?
পাইপের ক্ষেত্রের মোমেন্ট অব ইনার্শিয়া (Moment of inertia of a circle) '' r ব্যাসার্ধের একটি পাইপ, যার – x – x’ এবং y - y' অক্ষন্ধ্যা বৃত্তটির কেন্দ্র O বিন্দু দিয়ে অতিক্রম করেছে। এখন O বিন্দু হতে x দূরে dx পুরুত্বের একটি রিং বিবেচনা করি।
যার ক্ষেত্রফল, d= 2 πx.dx
এখন x-x' এবং y-y ‘অক্ষের সাপেক্ষে মোমেন্ট অব ইনার্শিয়া নির্ণয় করতে হবে। কিন্তু বৃত্তের কেন্দ্র বা লম্ব অক্ষ সাপেক্ষে রিং-এর মোমেন্ট অব ইনার্শিয়া,