226. চলন্ত বস্তুর ঘর্ষণ বাধাকে বলে-
ঘর্ষণ বল প্রধানত দুপ্রকার, যথা- (ক) স্থির ঘর্ষণ, (খ) গতি বা চল ঘর্ষণ।
গতি বা চল ঘর্ষণ বল আবার দু'প্রকার, যথা-
১। পড়ানো ঘর্ষণ (Rolling friction) বল,
২। আবর্তন ঘর্ষণ (Sliding friction) বল
গতি ঘর্ষণ: যখন একটি বস্তু অপর একটি বস্তুর সংস্পর্শে থেকে চলতে থাকে, তখন এদের সংস্পর্শ তল বরাবর গতির বিপরীত দিকে যে বাধা প্রদানকারী বলের সৃষ্টি হয়, তাকে গতি ঘর্ষণ বল বলে।