243. একাধিক বলের ক্রিয়াফলকে এফ বলে প্রতিস্থাপন করলে যে বল পাওয়া যায়, তাকে কী বলে?
লব্ধি বল (Resultant force) : দু বা ততোধিক বল যদি একই সময়ে একটি স্থির বস্তুর উপর ক্রিয়াশীল হয় এবং যদি এমন একটি বল নির্ণয় করা হয়, যার ক্রিয়াফল ঐ বন্ধুর উপর নির্দিষ্ট বলগুলোর মিলিত ক্রিয়াফলের সমান হয়, তাহলে ঐ একক বলকে বস্তুর উপর ক্রিয়াশীল বলগুলোর লভি বল অথবা, একাধিক বলের ক্রিয়াফলকে এক বলে প্রতিস্থাপন করলে যে বল পাওয়া যায়, তাকে লব্ধি বল বলে।