278. একটি বস্তুর সাম্যাবস্থার শর্ত হলো -
একটি বস্তুর সাম্যাবস্থার শর্তসমূহ হলো-
১ । বলগুলোর অনুভূমিক উপাংশের বীজগাণিতিক যোগফল শূন্য হবে। অর্থাৎ, ΣH = ΣH =0
২। বলগুলোর উন্নত্বিক উপাংশের বীজগাণিতিক যোগফল শূন্য হবে। অর্থাৎ, ΣV= ΣF = 0
৩। কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষের সাপেক্ষে বলগুলোর মোমেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য হবে। অর্থাৎ, ΣM=0