ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস MCQ
221. ১.৫ কেজি বালির FM = ২.২ এবং ৫০০ গ্রাম বালির FM = ২.০০। মিশ্রিত অবস্থায় বালির FM কত? [DM-19]
[Note: FM= (F1M1+F2M2)/ (M+ M2)
ব্যাখ্যা: FM = (1500 ×2.2 + 500 x2 )/( 1500+500)=2.15
222. The most powerful explosive used in blasting is-
223. বালির ২টি নমুনার FM (সূক্ষ্মতা গুণাঙ্ক) যথাক্রমে ২.৫০ ও ২.২৫। সমান অনুপাতে ৬৩ ঘ এই দুই ধরনের বালির মিশ্রণের Combined FM কত? [LGED-19]
ব্যাখ্যা: বালির ২টি অনুপাত
Combined FM = (২.৫০×১ + ২.২৫×১)/(১+১) .:
= ২.৩৭
224. নিচের কোন উপাদানটি কাচের স্বচ্ছতা বৃদ্ধি করে? [BBA-20]
ব্যাখ্যা: কাচ প্রধানত সিলিকন ডাই-অক্সাইডের সাথে সোডিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড মিশিয়ে তৈরি করা হয়। এ ধরনের কাচের প্রধান বৈশিষ্ট্য হলো স্বচ্ছতা এবং ভঙ্গুরতা।
225. The silicious sand stone which has been subjected to metamorphic action, is called-
226. Brick construction-এর জন্য lime-sand mortar- এর অনুপাত কত হয়?[MOCA-19]
ব্যাখ্যা: ব্রিক কনস্ট্রাকশনে চুন এবং বালির মশলার অনুপাত 1:2 ধরা হয়। অর্থাৎ,। অনুপাত চুন এবং 2 অনুপাত বালি।
227. ভালো ইট তৈরির মাটিতে ক্লে ও সিল্ট-এর পরিমাণ কমপক্ষে শতকরা কত হওয়া উচিত?[MOLE-19]
ব্যাখ্যা: ভালো ইট তৈরিতে মাটির মধ্যে কাদা এবং পলির (silt) পরিমাণ শতকরা ২৫ ভাগ থাকতে হবে।
228. The specific gravity of sand stone is---
229. Brick-এর উপর Frog-এর মূল উদ্দেশ্য কী?[MOCA-19]
ব্যাখ্যা: Brick-এর উপর Frog-এর মূল উদ্দেশ্য হলো Mortar bonding ভালো হওয়া বা ইটের জোড়ায় মশলা রাখা ও সংযুক্তিতে সহায়তা করা। তবে নির্মাণকারী প্রতিষ্ঠানের নামের সাক্ষ্য বহন, ধরার সুবিধা দান করা ও সৌন্দর্য বৃদ্ধির জন্যেও ইটে সিলমোহর করা হয়।
Brick-এর ওজন যাতে বেশি হয়
230. ইটের উপাদানে সিলিকার পরিমাণ কত? [R&H-06; MODMR-06; BGDCL-17: DM-19]
ব্যাখ্যা: ইটের কাদায় প্রয়োজনীয় উপাদানগুলো হলো-
(i) সিলিকা-55%
(ii) অ্যালুমিনা-30%
(iii) আয়রন অক্সাইড-৪%
(iv) ম্যাগনেশিয়া-5%
(v) লাইম-1%
(vi) জৈব পদার্থ-1%/
231. একটি মিশ্রিত বালির FM ২.৬ এবং A ও B-এর FM যথাক্রমে ২.৮৫ এবং ২.৫ হলে A:B কত? [MOLE-19]
Note:R=(Fa-Fcom)?(Fcom-Fb)=(2.85-2.6)/(2.6-2.5)=2.5
or, R:1=2.5:1. So, A;b=2.5:1
232. The crushing strength of a stone depends upon its
233. কোনটি Standard sieve?[LGED-19]
ব্যাখ্যা: Standard sieve size গুলো হলো- #4, #8, # 16, #30, # 50, #100
234. ১.২৫ FM এবং ২.৭৫ FM-এর বালি একত্রে মিশ্রিত করে ১.৭৫ FM-এর বালি পেতে হলে কী অনুপাতে মোটা দানার বালির সাথে মিহি দানার বালি মিশাতে হবে?[R&H-06, MOEF-19]
ব্যাখ্যা: R = (F1-Fcom)/(Fcom-F2)=(1.25-1.75)/(1.75-2.75)=0.5=1/2
235. সর্বোচ্চ ৭২% লোহা থাকে---- রডে। [PPA-20]
ব্যাখ্যা: ম্যাগনেটাইট একটি শিলা খনিজ এবং প্রধান আয়রন আকরিকগুলোর মধ্যে একটি, এর রাসায়নিক সংকেত FejO,। এটি আয়রনের একটি অক্সাইড।
236. Steel-এর unit weight কত? [R&H-01; BBA-20]
ব্যাখ্যা: Steel-এর Unit weight 7850kg/m³ বা, 78.5 kN/m² অথবা, 490pound/fr.
237. পুরুত্বে ৫ সেমি ও প্রশস্তে ১০ সেমিবিশিষ্ট কাঠকে বলে--- [PPA-20]
238. কাস্ট আয়রন- প্রক্রিয়ায় উৎপাদিত হয়। [PPA-20]
239. ১ম শ্রেণির ইটের Crushing strength সর্বনিম্ন কত?[HED-19]
ব্যাখ্যা: ১ম শ্রেণির ইটের Crushing strength-105 kg/cm²
২য় শ্রেণির ইটের Crushing strength-70 kg/cm²
৩য় শ্রেণির ইটের Common building bricks crushing strength-35 kg/cm²
Sun dried brick crushing strength-15 kg/cm²
Fly ash brick crushing strength-90-100 kg/cm²
240. ২৫ গ্রাম ও ৩০ গ্রাম এর দুইটি বালুর FM যথাক্রমে ১.৫ ও ২.০ হলে মিশ্রিত বালুর FM- --[MOCA-19]
FM=)25*1.5+30*2)/(25+30)=1.77
Showing
221
to
240
of
562
results
Test Mode
Reading Mode