ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস MCQ
161. সুন্দরী কাঠের উচ্ছিষ্ট থেকে তৈরি বোর্ডের নাম কী?
162. চেরাই প্রক্রিয়া প্রধানত কত প্রকার?
163. টিম্বার চেরাইয়ে করাতে গুঁড়ার জন্য অপচয়ের পরিমাণ কত?
164. কাঠের নানা আকৃতির টুকরাকে কী বলা হয়?
165. কাঠে হাইড্রোজেনের পরিমাণ কত?
166. বছরের কোন সময় গাছ কাটা উত্তম?
167. টিম্বারের জলীয়াংশের পরিমাণ কত হলে কাঠ পচন ছত্রাক টিম্বারের বিনাশ ঘটায়?
ব্যাখ্যা: টিম্বারের জলীয়াংশের পরিমাণ 20%-25% হলে পচন ছত্রাক টিম্বারে বিনাশ ঘটায়।
168. নিচের কোনটি চিরহরিৎ বৃক্ষ?
ব্যাখ্যা: চিরহরিৎ বৃক্ষঃ আম, জাম, কাঁঠাল, তাল, সুপারি।
169. টিম্বার পরিশুষ্ককরণকালে টিম্বার সংকোচন সৃষ্টি হয় কী কারণে?
তাপে আন্তঃপীড়ন সৃষ্টি হওয়ার জন্য
170. পোর্টল্যান্ড সিমেন্টে লাইম কত? [BGDCL-17)
ব্যাখ্যা: পোর্টল্যান্ড সিমেন্টে লাইম বা ক্যালসিয়াম অক্সাইড (CaO) থাকে ৬৩%।
171. নিচের কোনটি উদ্বায়ী পদার্থ?
172. টিম্বার বৃক্ষের বেড় ন্যূনতম কত মিটার হবে?
ব্যাখ্যা: প্রকৌশল কাজে সাধারণত ন্যূনতম (0.6m) বা,
1.5ft বেড়ের গাছ হতে প্রাপ্ত কাঠকে টিম্বার বলে।
173. নিচের কোন সামগ্রীটি পেইন্টের দ্রাবক?
ব্যাখ্যা: পেইন্টের দ্রাবক-
(i) তারপিন তেল
(ii) ন্যাপথা
(iii) পেট্রোলিয়াম।
174. নিচের কোনটি সিমেন্টের উপাদান নয়? [RAJUK-17]
ব্যাখ্যা: সিস্টেমের উপাদানগুলো হচ্ছে- CaO, SiO₂, MgO, Al2O3, SO3, Fe2O3
175. টিম্বারের পচন কত প্রকার?
176. টিম্বার চেরাইয়ে বাকলের জন্য অপচয়ের পরিমাণ কত?
ব্যাখ্যা: (i) টিম্বার চেরাইয়ে অপচয়ের পরিমাণ-৫%
(ii) জলীয় কণা-৫%
(iii) পার্শ্ব চেরাই ও পার্টিশন ১৮%
(iv) করাতের গুঁড়া- ১৮%
177. কাঠ কত ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা হয়?
178. কাটা গাছকে কী ধরনের টিম্বার বলা হয়?
ব্যাখ্যা:
জীবিত গাছকে স্ট্যান্ডিং টিম্বার (Standing
timber) বলে।
কাটা গাছকে রাফ টিম্বার (Rough timber) বলে।
• টিম্বারকে নির্দিষ্ট অংশে খণ্ড করা বাকল ছড়ানো অংশকে লগ টিম্বার বলে।
• লগকে বিভিন্ন আকৃতিতে চেরাই করা কাঠকে
কনভার্ট টিম্বার বলে।
179. বাংলাদেশে প্রচলিত ইটের ওজন কত?[PPA-18: RAJUK-17)
ব্যাখ্যা: বাংলাদেশের প্রমাণ সাইজ ইটের আকার ৯.৫" x ৪.৫" x ২.৭৫" এবং ওজন ৩.১২৫ কেজি।
180. নিচের কোনটি কাঠ সাদৃশ্য সামগ্রী?
Showing
161
to
180
of
562
results
Test Mode
Reading Mode