ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস MCQ
101. নিচের কোনটি পারমাণবিক জ্বালানির উৎস?
102. ইটের প্রধান দুটি উপাদান হচ্ছে--[R&H-03]
103. ইট মৃত্তিকার প্রধান উপাদান হচ্ছে- [R&H-01: PWD-04]
104. Lime concrete এবং Cement concrete-এর Curing time যথাক্রমে- [R&H-01]
ব্যাখ্যা: কংক্রিট ঢালাইয়ের ৬-২৪ ঘণ্টা পর থেকে কিউরিং করা দরকার। কমপক্ষে ৭ দিন কিউরিং করা উচিত। তবে ১৪-২৮ দিন পর্যন্ত কিউরিং করা উত্তম।
105. পোর্টল্যান্ড সিমেন্ট তৈরিতে প্রধান উপাদান কোনটি? [R&H-03]
ব্যাখ্যা: ১। ক্যালসিয়াম অক্সাইড (CaO).............63%
২। ম্যাগনেশিয়াম অক্সাইড (MgO)........2%
৩। সিলিকা (SiO2).......22%
৪। অ্যালুমিনা (Al2O3)....7%
৫। আয়রন অক্সাইড (Fe2O3).....3%
৬। সালফার ট্রাই-অক্সাইড (SO₂)......2%
৭। ক্ষারকীয় পদার্থ........1%
Total---100%
106. বোর্ডের পিঠে হট প্রেসিং পদ্ধতিতে ফরমিকা লাগাতে কত ডিগ্রি তাপমাত্রার দরকার?
107. Cast iron-এর Percentage reduction-
108. Timber seasoning করা হয় কেন? [R&H-03]
Timber-এর ওজন বৃদ্ধি করার জন্য
Timber-এর Strength বৃদ্ধির জন্য
109. Ferro cement-একপ্রকার- (PWD-04]
ব্যাখ্যা: Ferro cement একপ্রকার কম্পোজিট ম্যাটেরিয়াল, যা মর্টার ও তারজালির সমন্বয়ে গঠিত।
110. শ্লেট কোন শ্রেণির পাথর?
ব্যাখ্যাঃ কাদা পাথর বা শেল রূপান্তরিত হয়ে শ্লেট পাথরে পরিণত হয়।
111. বালুর আপেক্ষিক গুরুত্বের সবচেয়ে নিকটতম মান হলো-
ব্যাখ্যা: বালির আপেক্ষিক গুরুত্ব- (i) পলিযুক্ত বালি : 2.6-2.70
(ii) সাধারণ বালি: 2.65-2.67.
112. সাধারণ পোর্টল্যান্ড সিমেন্টের Unit weight হচ্ছে- (PWD-04)
113. Vicat's apparatus ব্যবহার করা হয়-[PWD-2000, 04]
প্রারম্ভিক জমাটবাঁধার সময় নির্ণয়ের জন্য
চূড়ান্ত জমাটবাঁধার সময় নির্ণয়ের জন্য
Normal consistancy নির্ণয়ের জন্য
114. এমআইটি শ্রেণিবিন্যাস (MIT Classification) অনুসারে সর্বোচ্চ কত মাপের মাটিকে বালি হিসাবে ধরা হয়?
ব্যাখ্যা: MIT Classification অনুযায়ী Grain size (mm)
(i) গ্র্যাভেলঃ> 2mm.
( ii) বালি: 2min থেকে 0.06mm
(iii) পলি: 0.06 থেকে 0.002mm
(iv) কাদাঃ <0.002mm.
115. বাংলাদেশে কোন গ্যাস ক্ষেত্রে সর্বাধিক গ্যাস মজুদ আছে
116. All purpose wood নামে আখ্যায়িত- [R&11-01]
117. সস্তা ও সহজতর হবার কারণে Brick masonry ও Stone masonry কাজে যে ধরনের Pointing works বহুলভাবে ব্যবহৃত হয়, তা হলো-
118. Wall face-এর লম্বভাবে যে ইট গাঁথা হয়, তাকে বলা হয়-
ব্যাখ্যা: Wall face-এর লম্বভাবে ও সমান্তরালভাবে যে ইট গাঁথা হয়,
তাদের যথাক্রমে Header ও Stretcher বলে।
119. সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট তৈরিতে Clinker-এর সাথে জিপসাম সংমিশ্রণের কারণ- (PWD-04)
সিমেন্টের মূল্য হ্রাস করা
120. সিমেন্টের কোন পরীক্ষায় Vicat's Apparatus ব্যবহার করা হয়? [R&H-03]