41. A good quality of stone absorbs water less than- (একটি ভালো মানের পাথর... এর কম পানি শোষন করবে)
Explained: ওভেন ড্রাইড, ঠান্ডা নমুনা পাথর কক্ষ তাপমাত্রায় ২৪ ঘন্টা ভিজিয়ে রাখা হয়। একটি ভালো মানের নির্মাণ পাথর একদিন পানিতে নিমজ্জিত করলে তার নিজস্ব ওজনের ৫% এর বেশি পানি শোষন করবে না।
উত্তর সহ কয়েকটি অনুরুপ শুরুত্বপূর্ণ প্রশ্ন
1. Pick up the correct statement in case of water supply.-Pipes laid in trenches and pipes fixed to walls are measured separately. Cutting through walls and floors are included with the item. Pipes are classified according to their sizes and quality
2. Pick up the correct statement from the following: The quality of water governs the strength of concrete, 10% cxcess of water reduces the strength of concrete by 15%, 30% cxcess of water reduces the Strength of encritte by 30%
3. The strength and quality of concrete, depend upon:- Grading of aggregaten, Surface area of Agregates, Shape of aggregates
4. Quality of water is said to be good if it is-Fret from suspended matter. Colourless, Frez from pathogente ergmiom
5. The factor to be considered for the source of city water supply, is Quantity and quality of the available water, Elevation of the source of water, General terrain intervening the area
42. ইট প্রস্তুতের মাটিতে সবচেয়ে বেশী প্রয়োজনীয় উপাদান দুটি হলো?
Explained: সিলিকা কাঁচা ইটের ফাটল, সংকোচন ও দুমড়ানো মুচকানো প্রতিরোধ করে। অপরদিকে, এলুমিনা কাঁচা ইটের জোড়ক পদার্থ হিসাবে কাজ করে।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1.'ইটে ফাটল, বক্রতা ও সংকোচন রোধ করে কোনটি- সিলিকা।
2.ইটকে শক্তি ও উচ্চ তাপ প্রতিরোধ ক্ষমতা দান করে কোনটি- সিলিকা।
3.ইটে সিলিকার পরিমাণ কত -55%.
4. ইটে অ্যালুমিনার পরিমাণ কত 30%.
5. ইটে আয়রন অক্সাইডের পরিমাণ কত- 8%,
6. ইটে ম্যাগনেসিয়াম পরিমাণ কত- 5%.
Explained: উত্তম রুপে পোড়ানো সুষম আকার ও সমবর্ণ বিশিষ্ট ইটকে এক নম্বর ইট-(First Class Brick) বলে। এর রং গাঢ় লাল ও তলগুলো তুলনামুলকভাবে মসৃণ হয় এবং কোথাও কোন চিড়, ফাট বা বৃষ্টির দাগ থাকে না। এতে নক দিয়ে আঁচড় কাটা যায় না।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. একটি উত্তম ইট পানিতে ভিজিয়ে রাখলে তার ওজনের কত অংশ পানি শোষণ করে ১/৬.
2.বাংলাদেশে প্রচলিত ইটের ওজন -3.125 Kg.
3. প্রচলিত ইটের আকার 9.5"x4.5"×2.75",
4. ইটে পানি শোষনের পরিমাণ 20%
5. ১ম শ্রেণির ইটের বিচুর্ণন শক্তি হবে 400 to 700 ton/m2.
6. ইটে লবণের পরিমাণ সর্বোচ্চ কত হবে- 2.5%
7. সাধারণত ইট কত ঘন্টা ভিজিয়ে রাখা হয়- 24.
8. সিমেন্টের গুণাগুণ নির্ণয়ের পরীক্ষা কয়টি-৫
9. সিমেন্টে ফাইনাল সেটিং টাইম কত ঘন্টা- ১০
Explained: প্রমাণ সাইজের ইটের মাপ, মসলা বিহীন = 9.5" x4.5” x 2.75"=
24.2 cm x11.4 cm x 7 cm"
মসলাসহ ইটের মাপ = 10"×5"×3"
25.4 cm x 12.7 cm x 7.6 cm
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. PWD অনুসারে হাতে তৈরি ইটের সাইজ কত- 9.5"x4.5"x2.75".
2. প্রথম শ্রেণির ইট পানিতে ভিজিয়ে রাখলে তা নিজস্ব ওজনের সর্বোচ্চ কত আশ পানি শোষণ করে 1/6,
3. ইট সাধারণত কত ঘণ্টা পানিতে ডুবিয়ে রাখা হয়- ২৪
4. ১ম শ্রেণির ইটের বিচূর্ণন শক্তি হবে 400-700 ton/m^2.
5. ইটে লবণের পরিমাণ সর্বোচ্চ কত হবে- ২.৫%।
6. একটি ১ম শ্রেণির ইটের ওজন সাধারণত কত হয়- ৩,১২৫ কেজি।
7. ১ম শ্রেণির ইটের মাপ -240mmx112mmx70mm/ 9.5"x4.5"x2.75".
৪. সাধারণত কত উচ্চতা থেকে ইটকে টি আকারে ছেড়ে দেওয়া হয়- 1.5 m
46. সিমেন্ট গুদামজাত করলে স্কুপের উচ্চতা নিচের কোন পরিমাপের অধিক হওয়া উচিত নয়?
নোট:- গুদামজাত করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সিমেন্টের ব্যাগ সরাসরি মাটির উপর না রেখে শুষ্ক জায়গায় (সাধারণত মাটি থেকে ৬ ইঞ্চি উপরে) রাখতে হবে যাতে খুব সহজে পানির সংস্পর্শে না আসতে পারে এবং পাশের ব্যাগের সাথে একেবারে লাগিয়ে পরের ব্যাগগুলো রাখতে হবে যেন দুই ব্যাগের মাঝের পথ দিয়ে কোনভাবে বায়ু চলাচল না করতে পারে।
47. In brick field, pugmill is used for- (ইটের ক্ষেত্রে, পর্ণমিল। ব্যবহৃত হয়-)
Explained: পারমিল একটি গোলাকার লোহার পাত্র বিশেষ। এর আকৃতি তলাবিহিন বালতির ন্যায়। বর্তমানে বিভিন্ন আকৃতির পাগমিল পাওয়া যায়। ইটের মাটিতে প্লাস্টিসিটি প্রদানের লক্ষে যে প্রক্রিয়া অবলম্বন করা হয় তাকে টেম্পারিং বলে যা পরবর্তী প্রক্রিয়ার জন্য মাটিতে উপযুক্ত করে। এটি সাধারণত পাণ মিলে করা হয়। এই হিসাবে সঠিক উত্তর হতে পারে Temperign brick earth। কিন্তু প্রদত্ব অপশনে এটা অনুপস্থিত।
49. জাদুঘর, মসজিদ, হাসপাতাল ইত্যাদি কোন ধরনের ট্র্যাফিক সাইন?
ব্যাখ্যা: তথ্যমূলক (পথপ্রদর্শক চিহ্ন): কোনো বিশেষ স্থান বা তথ্য সম্পর্কে চালককে জানানোর জন্য
এই চিহ্ন ব্যবহৃত হয়। চিড়িয়াখানা, জাদুঘর, পার্ক, মসজিদ, হাসপাতাল ইত্যাদি গুরুত্বপূর্ণ স্থান যাতে সহজেই খুঁজে পাওয়া যায় তাই তথ্যমূলক/পথপ্রদর্শক চিহ্ন ব্যবহার করা হয়।
51. নিচের কোন আকৃতির Soil particle কে Fine Aggregate বলে?
Explained: এমিগেটের আকার ASTM অনুযায়ী মূলত ব্রিটিশ স্টান্ডার্ড চালুনি দ্বারা পরিমাপ করা হয়। এই সকল চালুনি দ্বারা এগ্রিগেটের এফ এম নির্ণয় করা হয়।75 mm-4.75 mm পর্যন্ত coarse Aggregate এবং 4.75mm -0.15 mm পর্যন্ত Fine Aggregate হিসাবে বিবেচনা করে এর এফ এম নির্ণয় করা হয়। অর্থাৎ ফাইন এগ্রিগেটের সর্বোচ্চ আকার 4.75 mm.
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1.CBR test এ Soil particle এর maximum size -20 mm.
2.Pycnometer System এ Soil Particle এর size maximum -2 mm.
3. Soil particle এর effective size এর notation কী- D10.
Explained: কাঠের কোষ ও কোষ প্রাচীরে অবস্থিত পলরস ও জলীয়কণা যে প্রক্রিয়ায় অপসারণ করে তাকে কাঠের সিজনিং বা ঋতু সংকরণ বলে। সিজনিং বিভিন্ন উপায়ে অর্জন করা যেতে পারে, তবে লক্ষ্য হল শুকানোর সময় (সিজনিং ডিগ্রেড) কাঠের ক্ষতি রোধ করার জন্য টুকরোটির মাধ্যমে সমান হারে (uniform rate) জল অপসারণ করা।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. A steel plate db is sandwiched rigidly between two timber joists each Dx B/2 in section. The steel will be (where Young's modulus of steel is m times that of the timber).-BL3+ mb-13)/61]
2. If S and H are strength and hardness index of a timber at 12% moisture content, the composite sleeper index, is- (S+10H)/20
3. in which of the following directions, the strength of timber is maximum? - Farallel to grains
4. The horizontal timber piece provided at the apex of a roof truss which supports the common rafter is called Ridge board
Explained: যে কোন উন্নয়নমূলক প্রকল্প, পরিকল্পনা ও প্রোগ্রাম পরিবেশ ও আর্থসামাজিকতার উপর ক্ষতিকর বা উপকারী প্রভাব ফেলে। এই সমস্ত বিষয়গুলো ধারাবাহিক ভাবে চিহ্নিত করাকে পরিবেশগত প্রভাব নিরুপন বা environment Impact assessment (EIA) বলে। UNEP এনভাইরনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (ইআইএ) কে সংঙ্গায়িত করে একটি টুল হিসাবে যা সিদ্ধান্ত নেওয়ার আগে একটি প্রকল্পের পরিবেশগত, সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব সনাক্ত করতে ব্যবহৃত হয়।
উত্তর সহ কয়েকটি অনুরূল শুরুত্বপূর্ণ প্রশ্ন
ASTM এর পূর্ণরূপ কী- American Society for testing and materials.
ACI means- American Concrete Institute.
AASHO means- American Association of State Higway Officials.
AREA means- American Railway Engineering Association.
BNBC means- Bangladesh National Building Code.
BCI-British Concrete Institute.
WSD means- Working Stress Design.
USD means- Ultimate Strength Design.
Explained: জিপসাম সিমেন্টের জমাট বাধার সময় নিয়ন্ত্রন করে। জিপসাম সিমেন্টের সেটিং এ্যাকশন এর গতিকে রোধ করে সেটিং টাইম বৃদ্ধি করে। জিপসাম সিমেন্টের Flash Sensing রোধ করে।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. হাতে মিশ্রন পদ্ধতিতে সিমেন্ট বেশি লাগে- 10%
2. সিমেন্ট প্লাস্টারের পুরুত্ব-6-25 mm
3. সিমেন্ট মসলা দ্বারা গাঁধুনির কাজ প্রতিদিন কত উচ্চতার বেশি করা
উচিত নয়?- 1.5 m
Explained: কাঠের সিজনিং করার কারণ :
increase durability (স্থায়ীত্বতা বৃদ্ধি)
Increase Stiffness(অনমনীয়তা বৃদ্ধি)
Increase in weight (ওজন হ্রাস)
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. কাঠের সিজনিং করার কারণ -Decreasing Moisture.
কাঠের Seasoning এর উদ্দেশ্য কী জলীয় বাষ্প হ্রাস করা, ছত্রাকের আক্রমণ প্রতিহত করা, কাঠের আয়ুষ্কাল বৃদ্ধি করা।
3. ভেজা কাঠে সাধারণত শতকরা কত অংশ পানি থাকে -40% to 60%.
৫. কাঠের সিজনিং করে সাধারণত শতকরা কত অংশ পানি রাখা হয়- ৮% থেকে ১৪%।
৬. টিম্বারের আর্দ্রতা 5% হলে এর শক্তি কতগুণ বৃদ্ধি পায় - ৩ গুণ।
58. সিমেন্টের উপাদানে রাসায়নিক পদার্থ জিপসাম (CaSO4.2H₂O) কী কাজে ব্যবহৃত হয়?
ব্যাখ্যা: সিমেন্টে জিপসামের পরিমাণ যত কম হবে এটি
তত দ্রুত জমাটবদ্ধ হবে, তাই সিমেন্ট জমাটবদ্ধতা গতি মন্থরের জন্য জিপসাম ব্যবহার করা হয়। সিমেন্টের Setting action মন্থর করে Setting time বৃদ্ধি করা এর প্রধান কাজ।