ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস MCQ
61. যমুনা সেতু নির্মাণে বাংলাদেশের কোন অঞ্চলের বালি ব্যবহৃত হয়েছে?
ব্যাখ্যা: সিলেটের বালি= 2.50-2.60 FM.
62. বাংলাদেশের আদর্শ প্রচলিত ইটের মাপ কত?
২৪০ মিমি × ১১২ মিমি × ৭০ মিমি
২৫০ মিমি × ১২৫ মিমি × ৭৫ মিমি
২৪০ মিমি × ১১২ মিমি × ৭৫ মিমি
২৫০ মিমি × ১২৫ মিমি × ৭০ মিমি
63. কারুকার্যে কোন পাথর ব্যবহৃত হয়?
ব্যাখ্যা: গ্রানাইট- কারুকার্যে, রেলপথের ব্যালাস্ট, রাস্তার খোয়া, স্মৃতিস্তম্ভ, সেতুর পায়ার, নদী ও সমুদ্রের তীরে বাঁধ
হিসেবে ব্যবহৃত হয়।
64. মাত্রাতিরিক্ত সিলিকা ইটকে কী করে?
ব্যাখ্যা: সিলিকার জন্য ইট শক্ত, দীর্ঘস্থায়ী ও তাপ প্রতিরোধী ক্ষমতাসম্পন্ন হয়। অন্যদিকে, পোড়ানোর সময় সংকোচন ও প্রসারণ প্রতিহত করে। কিন্তু সিলিকার পরিমাণ মাত্রাতিক্ত হলে ইট দুর্বল ও ভঙ্গুর হয়।
মৌল্ডিং-এ সুবিধা প্রধান করে
স্থায়িত্বশীলতা বৃদ্ধি করে
65. ইটের কাদায় ম্যাগনেশিয়ামের কাজ কী?
ব্যাধ্যা: ম্যাগনেশিয়াম ইটের সংকোচন প্রতিহত করে ও হলুদ বর্ণ সৃষ্টি করে।
অপ্রবেশ্যতার পরিমাণ বৃদ্ধি করে
66. উত্তম ইট প্রতি বর্গমিটার কত টনি চাপে ভাঙে?
67. ইট পোড়ানো হয় কত তাপমাত্রায়? [ΒΕΡΖΑ-23]
ব্যাখ্যা: ইট ১০০০°C থেকে ১২০০ °Cপর্যন্ত তাপমাত্রায় পোড়ানো হয়ে থাকে। এর বেশি হলে ইটের গুণাগুণ নষ্ট হয়।
68. মেট্রিক ইটের আকার বা সাইজ কত?
১৯০ মিমি × ৯০ মিমি × ৯০ মিমি
১৯০ মিমি × ৯০ মিমি × ৮০ মিমি
১৮০ মিমি × ৯০ মিমি x ৯০ মিমি
২০০ মিমি × ১০০০ মিমি × ৯০ মিমি
69. সিলিকা ইটের তাপ সহ্য ক্ষমতা কত?
70. কোন পদ্ধতিতে কাটা ইটের সিলমোহর থাকে না?
ব্যাখ্যা: (i) যন্ত্রে কাটা ইটে সিলমোহর থাকে না।
(ii) হাতে তৈরি ইটে এ সিলমোহর থাকে।
71. ইট তৈরির ধাপ কয়টি?
ব্যাখ্যা: ইট তৈরির ধাপ ৫টি, যথা-
(i) ইটের কাদার মাটি নির্বাচন
(ii) ইটের কাদা প্রস্তুতকরণ
(iii) ইট কাটা
(iv) ইট শুকানো
(v) ইট পোড়ানো।
72. Manufacture of fire bricks কত প্রকার?
ব্যাখ্যা: Manufacture of fire bricks তিন প্রকার- (i) Acidic fire bricks (ii) Basic fire bricks
(iii) Neutral fire bricks.
73. মার্বেল কোন শ্রেণির পাথর?
ব্যাখ্যা: চুনাপাথর বা ডোলোসাইট শিলা রূপান্তরিত হয়ে মার্বেল পাথরের সৃষ্টি হয়।
74. ইটের সিলমোহর নিচে হয় কখন?
ব্যাখ্যা: নির্মাণকারী প্রতিষ্ঠানের নামের সাক্ষ্য বহন, ইটের জোড়ায় মসলা রাখা ও সংযুক্তিতে সহায়তা করা, ধরার সুবিধা দান করা ও সৌন্দর্য বৃদ্ধির জন্য ইটে সিলমোহর বা শনাক্তকরণ চিহ্ন রাখা হয়।
উন্মুক্ত দেয়ালে সর্বোপরি ইট
আর্দ্রতারোধী স্তরের নিচের ইটের স্তরে
75. বিশুদ্ধ কোয়ার্টজের রং কোনটি?
ব্যাখ্যা: কোয়ার্টজ: কোয়ার্টজ হচ্ছে সিলিকন ডাই-অক্সাইড বা বিশুদ্ধ বালি। এর আপেক্ষিক গুরুত্ব 2.5 থেকে 2.71
76. খেলনা ও সিরামিক দ্রব্য প্রস্তুতে কোন পাথর ব্যবহৃত হয়?
77. পাগমিলের ব্যাস কত?
ব্যাখ্যা: পাগমিল একটি গোলাকার পাত্র বিশেষ। এর আকৃতি কিছুটা তলাবিহীন বালতির মতো। পাগমিলের ব্যাস ১ থেকে ০.৭
(উপরে ও নিচে)।
১ থেকে ০.৭৫ মিটার (উপরে ও নিচে)
১ থেকে ০.৫০ মিটার (উপরে ও নিচে)
১ থেকে ০.২৫ মিটার (উপরে ও নিচে)
১ থেকে ১.০০ মিটার (উপরে ও নিচে)
78. সিলেটের বালির FM কত?
ব্যাখ্যা: সিলেটের বালি= 2.50-2.60 FM.
79. ইট কাটা পদ্ধতি প্রধানত কয়টি?
ব্যাখ্যা: ইট কাটা পদ্ধতি ২টি, যথা- (i) যন্ত্রে কাটা; (ii) হাতে তৈরি।
80. নিচের কোনটি রূপান্তরিত শিলা?
ব্যাখ্যাঃ কাদা পাথর বা শেল রূপান্তরিত হয়ে শ্লেট পাথরে পরিণত হয়।
Showing
61
to
80
of
562
results
Test Mode
Reading Mode