ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস MCQ
141. বৃক্ষের কোন অংশ থেকে সংগৃহীত কাঠ সর্বোত্তম?
142. ক্লে সিমেন্ট কোন ধরনের নির্মাণকাজে ব্যবহৃত হয়? [BGDCL-17]
ব্যাখ্যা: ক্লে সিমেন্ট দ্রুত জমাট বাঁধতে সাহায্য করে। সমুদ্র এলাকায় অনেক সময় পানির নিচে কংক্রিট স্থাপন করতে হয়। ঢালাই শক্ত হওয়ার জন্য বা কংক্রিটকে দ্রুত জমাট বাঁধতে Clay cement সহায়তা করে।
143. দেশীয় কাঠের মধ্যে সর্বোত্তম কাঠ কোনটি?
144. নিচের কোনটিতে বিটুমিন সম্পূর্ণরূপে দ্রবণীয়?
145. অক্সিজেন জারিত অ্যাসফাল্টের বাণিজ্যিক নাম কোনটি?
146. নৌকার কাজে সর্বাধিক ব্যবহৃত কাঠ পরিশুষ্ককরণ পদ্ধতি কোনটি?
147. নিচের কোনটি আর্দ্রতারোধী স্তরে ব্যবহৃত হয়?
148. নিচের কোনটি উন্নত মানের কাঠ?
ব্যাখ্যা: উত্তম টিম্বারের বৈশিষ্ট্য:
(i) শক্তি ও স্থায়িত্ব (
ii) রঙের সাম্যতা
(iii) সারাংশ
(iv) চেরাই
(v) গন্ধ
(vi) শব্দ
(vii) স্থিতিস্থাপকতা ইত্যাদি।
149. ইটের লবণাক্ততা পরীক্ষার জন্য ইটকে কত সময় পরিমাণমতো পানিতে ভিজিয়ে রাখতে হয়? [MODMR-06]
150. ভালো ইটের চাপশক্তির পরিমাণ সাধারণত কত? [R&H-06]
ব্যাখ্যা: ভালো ইটের গড় চাপশক্তি 100 kg/cm²-এর কম নয় এবং 125 kg/cm²-এর বেশি নয়।
151. নিচের কোনটি পুনর্নির্মিত কাঠ?
152. সিমেন্টের প্রাথমিক সেটিং টাইমে ব্যবহৃত সুচের আকার কোনটি? [R&H-06, MODMR-06)
153. সিমেন্টের ফাইনাল সেটিং টাইম কত সময়ের বেশি হওয়া উচিত নয়? [R&H-03, 06; MODRM-05, 06]
154. কাচ তৈরিতে ব্যবহৃত প্রধান কাঁচামালের নাম উত্তর কী? [BGDCL-17]
ব্যাখ্যা: কাচ তৈরিতে তিনটি উপাদানের প্রয়োজন হয়। যেমন- সিলিকা, সোডা এবং চুন। তবে কাচ তৈরির প্রধান উপাদান হচ্ছে বালি বা সিলিকা।
155. বিটুমিনজাত সামগ্রীর বর্ণ কীরূপ?
156. চেরাই করা কাঠকে কী ধরনের টিম্বার বলা হয়?
ব্যাখ্যা:
• জীবিত গাছকে স্ট্যান্ডিং টিম্বার (Standing timber) বলে।
• কাটা গাছকে রাফ টিম্বার (Rough timber) বলে।
• টিম্বারকে নির্দিষ্ট অংশে খণ্ড করা বাকল ছড়ানো অংশকে লগ টিম্বার বলে।
• লগকে বিভিন্ন আকৃতিতে চেরাই করা কাঠকে কনভার্ট টিম্বার বলে।
157. ১ ব্যাগ সিমেন্টে কত গ্যালন পানি লাগে? [RAJUK-17]
ব্যাখ্যা: পানি-সিমেন্ট অনুপাত ০.৮ হলে ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ৯ গ্যালন।
০.৮ = পানি/১১২
পানি = ০.৮×১১২/১ ০ = ৯ গ্যালন।
158. নিচের কোন বৃক্ষটি অন্তঃবর্ধক বৃক্ষ?
159. কাঠে কার্বনের পরিমাণ কত? [BGDCL-17]
ব্যাখ্যা: কাঠে বিভিন্ন প্রকার রাসায়নিক উপাদান থাকে। এতে ৪৯% কার্বন, ৪৪% অক্সিজেন, ৬%
হাইড্রোজেন ও ১% ভস্ম থাকে।
160. সাধারণ পোর্টল্যান্ড সিমেন্টে জিপসামের পরিমাণ কত? [R&H-06, MODMR-06)
Showing
141
to
160
of
562
results
Test Mode
Reading Mode