ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস MCQ
81. ইটের উপাদানে অ্যালুমিনার পরিমাণ কত?
ব্যাখ্যা: উৎকৃষ্ট মানের ইটে উপাদানের পরিমাণ-
(1) সিলিকা (SIO₂) 55%
(ii ) অ্যালুমিনা (Al2O3) 30%
( iii) আয়রন অক্সাইড (Fe2O3) 8%
(iv) ম্যাগনেশিয়া (MgO) 5%
( v) লাইম (CaO) 1%
(vi) জৈব পদার্থ 1%
মোট = 100%
82. উত্তম ইট তৈরির প্রভাব বিস্তারকারী বিষয় কয়টি?
ব্যাখ্যা: উত্তম ইট তৈরির প্রভাব বিস্তারকারী বিষয় ৫টি, যথা-
(i) ইটে ব্যবহৃত কাদার রাসায়নিক ধর্মের উপর
(ii) ইটের কাদা প্রস্তুতকরণের উপর
( iii) শুকনো পদ্ধতির উপর
( iv) পোড়ানোর সময়ের তাপমাত্রার উপর
(v) পোড়ানোর সময় চুল্লিতে বায়ু প্রবেশের পরিমাণের উপর
83. নির্মাণ ব্যবস্থাপনার প্রধান কাজ হলো- হলো- [PWD-2000]
84. নিচের কোন সিমেন্ট ফোমিং এজেন্ট হিসাবে কাজ করে?
85. ইটে ক্ষার থাকলে তা বাতাস হতে পানি শোষণ করে এবং- [PWD-2000]
ইটের ছিদ্রময়তা (Porosity) বৃদ্ধি করে
86. শোষ্যতা পরিমাণ পাথরে আয়তনের (%)-
87. সিমেন্টের Setting time যে জন্য অতি গুরুত্বপূর্ণ তা হলো- [PWD-2000]
88. প্রকৌশল সামগ্রীর রাসায়নিক ধর্ম কোনটি?
ব্যাখ্যা: রাসায়নিক ধর্মঃ ক্ষয়রোধিতা, অম্লত্ব, ক্ষারত্ব, রাসায়নিক গঠন।
89. Ordinary pordland cement-এর ফাইননেস মডুলাস কত? [ΒΕΡΖΑ-23]
90. সুরকি কোন ধরনের অ্যাডমিক্সচার?
91. সর্বোচ্চ মজবুতির জন্য প্রতি ব্যাগ সিমেন্টের জন্য পানির প্রয়োজন- [R&H-01]
ব্যাখ্যা: ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে 9 গ্যালন কিন্তু সর্বোচ্চ মজবুতির জন্য পানি লাগে 4.5 গ্যালন।
92. Portland cement-এর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান- [R&H-01]
ব্যাখ্যা: Portland cement-এ ব্যবহৃত উপাদানের পরিমাণ-
ট্রাই-ক্যালসিয়াম সিলিকেট-50%
ডাই-ক্যালসিয়াম সিলিকেট-25%
ট্রাই-ক্যালসিয়াম অ্যালুমিনেট-10%
টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইট-10%
ক্যালসিয়াম সালফেট-3%
অন্যান্য যৌগ-2%
93. Fineness modulus নির্ণয়ে সবচেয়ে সূক্ষ্ম যে চালুনি ব্যবহার হয়, তা হলো- [PWD-2000]
ব্যাখ্যা: চালুনি নাম্বারগুলো হলো- #4, #8, #16, #30, #50, #100
94. সাধারণভাবে ব্যবহৃত কাঠের মধ্যে সব থেকে বেশি ভারী- [R&H-01]
95. ভালো পাথর আর্দ্রতামুক্ত করার জন্য নির্মাণকাজের কত মাস আগে খোলা বাতাসে রাখতে হয়?
96. প্রকৌশল সামগ্রীর যান্ত্রিক ধর্ম কোনটি
ব্যাখ্যা: যান্ত্রিক ধর্মাবলি: শক্তি, স্থিতিস্থাপকতা, নম্যতা, অনম্যতা, প্রসার্যতা, ভঙ্গুরতা, কাঠিন্য, ঘাতসহতা, মন্থর বিকৃতি।
97. চারটি Sand samples A, B, C ও D-এর FM (Fineness modulus) যথাক্রমে ০.৪ 1.2, 1.8 এবং 2.3 হলে, সবচেয়ে মোটা (coarse) sand-হবে- [R&H-01]
ব্যাখ্যা: Sand samples-এর FM যত বেশি হবে নমুনা বালি তত মোটা হবে।
98. পাথরে সচ্ছিদ্রতা ও শোষ্যতা পরীক্ষায় মোট পানি শোষ্যতার পরিমাণ-
99. ইমারত, সেতু ও কালভার্ট নির্মাণে আমরা সাধারণত ব্যবহার করি- [R&H-01]
ব্যাখ্যা: পোর্টল্যান্ড সিমেন্ট গুরুত্বপূর্ণ শক্তিশালী নির্মাণকাজে ব্যবহৃত হয়, যেমন- ইমারত, সেতু, কালভার্ট, পায়ার, লাইট হাউজ, সুউচ্চ টাওয়ার।
100. কোন পাথর থেকে মার্বেল পাথর তৈরি হয়?
ব্যাখ্যা: চুনাপাথর বা ডোলোসাইট শিলা রূপান্তরিত হয়ে মার্বেল পাথরের সৃষ্টি হয়।
Showing
81
to
100
of
562
results
Test Mode
Reading Mode