184. Quick Setting Cement-এর Setting time হলো- [PPA-18]
ব্যাখ্যা: র্যাপিড হার্ডেনিং পোর্টল্যান্ড সিমেন্ট গ্রাইন্ডিং কালে এর সাথে ক্যালসিয়াম ক্লোরাইড (CaCl₂) মিশিয়ে কুইক সেটিং পোর্টল্যান্ড সিমেন্ট তৈরি করা হয়। এ সিমেন্টের প্রাথমিক জমাটবদ্ধতার সময় ৫ মিনিট এবং ৩০ মিনিটে চূড়ান্ত জমাটবদ্ধতা শেষ হয়। স্রোতস্বিনী বা পানির নিচের কাজে এ সিমেন্ট বিশেষভাবে ব্যবহার করা হয়।
ব্যাখ্যা: আমাদের দেশে তিসির তেল পেইন্টের বাহন হিসেবে ব্যবহৃত হয়। এ ছাড়াও বাদাম তেল, গর্জন তেল, কাস্টার তেল, সয়াবিন তেল, কটনসিড তেল, মাছের তেল ইত্যাদি পেইন্টের বাহন হিসাবে ব্যবহৃত হয়।
ব্যাখ্যা: ACI = American Concrete Institute.
AASHO American Association of State Highway Officials. AREA = American Railway Engineering Association. BNBC Bangladesh National Building Code.
ব্যাখ্যা: পেইন্টের শুষ্কীকরণ উপাদান-
(i) তিসির তেলে দ্রবণীয় শুদ্ধীকর
(ii) পেস্ট শুষ্কীকর ও
(iii) তরল শুদ্ধীকর।
তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় লেড মনোক্সাইড। এ ছাড়াও লেড অ্যাসিটেড, ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড, জিংক সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট ইত্যাদি শুষ্কীকরণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়।
193. হালকা পুরুত্বের কাঠের পাতকে কী বলা হয়? [PPA-18]
ব্যাখ্যা: ভিনিয়ার মূলত কাঠের খুব পাতলা টুকরাবিশেষ, যা অন্য যে-কোনো কাঠজাত সামগ্রীর উপর আটকানো যায়। ভিনিয়ার প্রায়শই ক্যাবিনেট, আসবাবপত্র
এবং মেঝেতে ব্যবহার করা হয়ে থাকে।
ব্যাখ্যা: যে পাথর প্রাকৃতিকভাবে তৈরি না হয়ে বিভিন্ন উপাদানের মিশ্রণে তৈরি হয়, তাকে কৃত্রিম পাথর বলে। মোজাইক সাধারণত মেঝে ও দেয়ালের সৌন্দর্যবর্ধন কাজে ব্যবহার করা হয়।