Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস MCQ
201. নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান নয়? {DM-19}
ব্যাখ্যা: সিমেন্টের মূল উপাদানগুলো হচ্ছে- (i) ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, (ii) ডাই ক্যালসিয়াম সিলিকেট, (iii) ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, (iv) টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইট, (v) ক্যালসিয়াম সালফেট।
Fly ash
Di-Calcium Silicate
Tri-Calcium Silicate
Tri-Calcium Aluminate
202. Fine aggregate-এর সর্বনিম্ন Particle size কত? (MOCA-19)
0.75mm
0.0075mm
0.075mm
1mm
203. Sunshade-এর নিচে পানি গড়ানো ঠেকাতে সিমেন্টের যে ব্যান্ড দেয়া হয়, তার নাম- (MD-19)
ব্যাখ্যা: রোদ বা বৃষ্টির পানি যাতে দরজা বা জানালার মধ্য দিয়ে ঘরের ভেতর প্রবেশ করতে না পারে, তার জন্য দরজা-জানালার উপরে তাক-এর ন্যায় দেয়াল হতে ১'-১.৫′ পর্যন্ত RCC দ্বারা বর্ধিত রাখা হয়, একেই সানশেড বলে। আর সানশেডের নিচে পানি গড়ানো বন্ধ করতে ডিপ ফোর্স-এর ব্যান্ড বা আস্তরণ দেয়া হয়।
Drop Course
Water Course
Rain Course
Dip Course
204. পোর্টল্যান্ড সিমেন্টের প্রধান দুটি উপাদান কী কী?[PWD-2000; PPA-18, MOLE-19]
ব্যাখ্যা : সিমেন্টে প্রায় ৬৩% চুন থাকে। চুনের সঠিক পরিমাণের উপর সিমেন্টের শক্তি এবং জমাটবদ্ধতার সময়ের তারতম্য নির্ভর করে এবং সিমেন্টে প্রায় ২২% সিলিকা থাকে। এটা চুনের উপস্থিতিতে ডাই-ক্যালসিয়াম সিলিকেট ও ট্রাই-ক্যালসিয়াম সিলিকেটে রূপান্তরিত হয়। এটা সিমেন্টের শক্তি বৃদ্ধি করে।
লাইম ও সিলিকা
লাইম ও আয়রন অক্সাইড
সিলিকা ও অ্যালুমিনা
লাইম ও অ্যালুমিনা
205. বিটুমিন সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়- --(DM-19)
ব্যাখ্যা: বিটুমিন কালো বা বাদামি বর্ণের বান্ধনীসম্পন্ন জৈব রাসায়নিক যৌগ বিশেষ। বিটুমিন বা বিটুমিনজাত সামগ্রী স্পিট তেলে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়।
Tarpene
Water
Spirit
Alcohol
206. এক ঘনমিটার চুনের ওজন--- [BBA-19; BSCIC-19]
৬৪০ কেজি
৬৯০ কেজি
৭০০ কেজি
৬৮০ কেজি
207. কাঠের Seasoning-এর উদ্দেশ্য কী? [PWD-04; DM-19; MOEF-19]
ব্যাখ্যা: কাঠের সিজনিং করার কারণগুলো হচ্ছে- (i) টিম্বারের আয়ুষ্কাল এবং স্থায়িত্ব বৃদ্ধি করা। (ii) ছত্রাকের আক্রমণ হতে রক্ষা করা। (iii) কাঠকে সংকোচন ও প্রসারণ হতে রক্ষা করা। (iv) টিম্বারের শক্তি বৃদ্ধি করা।
জলীয় বাষ্প হ্রাস করা
ছত্রাকের আক্রমণ প্রতিহত করা
কাঠের আয়ুষ্কাল বৃদ্ধি করা
সবগুলো
208. সিমেন্ট কী?
জোড়ক পদার্থ
উন্নতমানের জোড়ক পদার্থ
কাদাজাতীয় পদার্থ
কোনোটিই নয়
209. ASTM No.-4 sieve-এর Opening কত? (MOCA-19)
ব্যাখ্যা: ASTM sieve-এর Opening # 4(4.75mm), # 8(2.36mm) #16(1.18min) ইত্যাদি।
2mm
3.25mm
4.75mm
0.475mm
210. নিচের কোন উপাদান কাচের স্বচ্ছতা বৃদ্ধি করে? (DM-19)
ব্যাখ্যা: কাচ তৈরির প্রধান উপাদান হচ্ছে সিলিকা বা বালি। সিলিকা কাচের স্বচ্ছতা বা উজ্জ্বলতা বৃদ্ধি করে।
Silica
Sodium
Magnesium
Alumina
211. Vicat's apparatus cement কোন test করার কাজে ব্যবহৃত হয়? [MOCA-19)
ব্যাখ্যা: Vicat's apparatus সাধারণত Consistency test এবং সিমেন্টের Initial setting time এবং Finial setting time test-এ ব্যবহৃত হয়।
Fineness test
Soundness test
Consistency test
Compressive strength test
212. নিচের কোন Test সিমেন্ট-এর জন্য প্রযোজ্য নয়? [MOCA-19]
ব্যাখ্যা: কংক্রিটের কার্যক্ষমতা ও আর্দ্রতা পরিমাপের জন্য Slump test করা হয়।
Compressive strength
Slump
Setting time
Fineness
213. নিচের কোন সামগ্রীটি পেইন্টের মূল উপাদান?
ব্যাখ্যা: পেইন্টের মূল উপাদান হোয়াইট লেড [2PbСО₃, Pb (ОН₂)] জিংক হোয়াইট, লেড আয়রন অক্সাইড, গ্রাফাইট, লিথোফোন অ্যান্টিমনি হোয়াইট এবং টাইটানিয়াম অক্সাইড।
হোয়াইট লেড
তিষির তেল
জিঙ্ক সালফেট
তারপিন তেল
214. GI Sheet চওড়া- [MOCA-19]
ব্যাখ্যা: The two most common widths are 26" and 36". Other standard widths include 24 "and 39''
২'-৩"
২-৬"
২'-৮"
৩'-০"
215. সিমেন্টে কোন উপাদান থাকার ফলে Setting ধীরে হয়?[MOCA-19]
ব্যাখ্যা: সিমেন্টে প্রায় 63% লাইম (Lime) বা চুন থাকে। সিমেন্টে লাইমের পরিমাণ কম হলে সিমেন্টের শক্তি হ্রাস পায় এবং জমাটবদ্ধ (Setting) দ্রুত হয়।
Silica
Alumina
Lime
Iron oxide
216. সিমেন্টের কী পরীক্ষার জন্য. Vicat's apparatus ব্যবহৃত হয়? [MOLE-19]
Fineness
Setting time
Specific gravity
Compressive strength
217. Length Comparator যন্ত্রটি সিমেন্টের কোন test-এর জন্য ব্যবহৃত হয়?[LGED-19]
ব্যাখ্যা: (1) Length comparator- fineness test, (ii) Vicat apparatus ---consistensy for a, d setting test, (iii) Le chattelier ---Soundness test.
Normal consistency test
Soundness test
Setting time test
Fineness test
218. Oil Paint-এর কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান? [HED-19]
Thinner
Pigment
Vehicle
সবগুলো
219. Fine aggregate-এর সর্বোচ্চ Particle size কত?(MOCA-19)
ব্যাখ্যা: Fine aggregate-এর সর্বোচ্চ Particle size 4.75mm এবংসর্বনিম্ন Particle size 0.075mm
2.75mm
6.5mm
4.75mm
1.25mm
220. উল্লিখিত পরীক্ষাসমূহের মধ্যে কোনটি বিটুমিন পরীক্ষায় ব্যবহৃত হয় না? (LGED-19)
ব্যাখ্যা: বিটুমিনজাত সামগ্রীর নিম্নলিখিত পরীক্ষাগুলো করা হয়ে থাকে- (i) Penetration test, (ii) Viscosity test, (iii) Specific gravity test, (iv) Float test, (v) Ductility test, (vi) Softening point test.
Penetration Test
Viscosity Test
Compressive Strength Test
Specific Gravity Test