203. Sunshade-এর নিচে পানি গড়ানো ঠেকাতে সিমেন্টের যে ব্যান্ড দেয়া হয়, তার নাম- (MD-19)
ব্যাখ্যা: রোদ বা বৃষ্টির পানি যাতে দরজা বা জানালার মধ্য দিয়ে ঘরের
ভেতর প্রবেশ করতে না পারে, তার জন্য দরজা-জানালার উপরে তাক-এর ন্যায় দেয়াল হতে ১'-১.৫′ পর্যন্ত RCC দ্বারা বর্ধিত রাখা হয়, একেই সানশেড বলে। আর সানশেডের নিচে পানি গড়ানো বন্ধ করতে ডিপ ফোর্স-এর ব্যান্ড বা আস্তরণ দেয়া হয়।
204. পোর্টল্যান্ড সিমেন্টের প্রধান দুটি উপাদান কী কী?[PWD-2000; PPA-18, MOLE-19]
ব্যাখ্যা
: সিমেন্টে প্রায় ৬৩% চুন থাকে। চুনের সঠিক পরিমাণের উপর সিমেন্টের শক্তি এবং জমাটবদ্ধতার সময়ের তারতম্য নির্ভর করে এবং সিমেন্টে প্রায় ২২% সিলিকা থাকে। এটা চুনের উপস্থিতিতে ডাই-ক্যালসিয়াম সিলিকেট ও ট্রাই-ক্যালসিয়াম সিলিকেটে রূপান্তরিত হয়। এটা সিমেন্টের শক্তি বৃদ্ধি করে।
207. কাঠের Seasoning-এর উদ্দেশ্য কী? [PWD-04; DM-19; MOEF-19]
ব্যাখ্যা: কাঠের সিজনিং করার কারণগুলো হচ্ছে-
(i) টিম্বারের আয়ুষ্কাল এবং স্থায়িত্ব বৃদ্ধি করা।
(ii) ছত্রাকের আক্রমণ হতে রক্ষা করা।
(iii) কাঠকে সংকোচন ও প্রসারণ হতে রক্ষা করা।
(iv) টিম্বারের শক্তি বৃদ্ধি করা।