Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস MCQ
121. সিমেন্ট-চুনের শতকরা পরিমাণ- /R&H-06, MODMR-05]
৪০-৫০%
৫০-৬০%
৬০-৬৭%
৭০-৭৫%
122. নিচের কোনটি শব্দশোষক সামগ্রী?
আন্তর করা ইটের দেয়াল
নিশ্চিদ্র দেয়াল
উড পার্টিক্যাল বোর্ড
ধাতুর পাতের প্রতিবন্ধক
123. নিচের কোনটি শব্দ অন্তরক সামগ্রী?
নিশ্চিদ্র দেয়াল
নরম কাঠের পার্টিশন
গ্লাস উলের টালি
কোনোটিই সঠিক নয়
124. শব্দশোষক সামগ্রীর প্রধান বৈশিষ্ট্য কোনটি?
অগ্নিরোধিতা
ছিদ্রময়তা
নিশ্চিদ্রতা
সৌন্দর্য
125. Los Angeles Abrasion Test-এর জন্য কত গ্রাম sample নিতে হয়?
ব্যাখ্যা: এগ্রিগেটের কাঠিন্যতা, ক্ষয়রোধীতা, ডিগ্রেডেশন পরিমাপের জন্য ASTM C-131 অনুযায়ী 5kg স্যাম্পল নেওয়া হয়।
৩০০০ গ্রাম
৫০০০ গ্রাম
৪০০০ গ্রাম
৬০০০ গ্রাম
126. তাপ ও শব্দ অন্তরক হিসাবে কোন বোর্ড ব্যবহৃত হয়?
সানবোর্ড
হার্ডবোর্ড
কর্কবোর্ড
লেমিনেটেড বোর্ড
127. Galvanizing-এ কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? [PWD-0]
নিকেল
জিঙ্ক
অ্যালুমিনিয়াম
আয়রন
128. কোনটি থার্মোপ্লাস্টিক নয়?
এক্রিলিক
নাইলন
অ্যালকালি
পলিস্টারিন
129. ২৮ দিন কিউরিং-এর ফলে সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট কংক্রিট কত % শক্তি অর্জন করে? [R&H-06]
ব্যাখ্যা: ২৮ দিনের কিউরিং-এ কংক্রিট ৯৫% থেকে ৯৯% শক্তি অর্জন করে।
৫০%
৬০%
৭০%
১০০%
130. টারকে পাতন করে যে তলানি পাওয়া যায় তার নাম কী?
ব্যাখ্যা: পিচ প্রাপ্তির প্রক্রিয়া হলো- কয়লা ->কোক ওভেন ->কোল টার -->কোল টার পিচ।
অ্যামালশন
পিচ
অ্যালকোহল
অ্যাসফাল্ট
131. ইমালশন ও রং তৈরিতে ব্যবহৃত অ্যাসফাল্টের নাম কী?
কাটবেক অ্যাসফাল্ট
সুপ্রবাহী অ্যাসফাল্ট
তলানি অ্যাসফাল্ট
অক্সিজেন জারিত অ্যাসফাল্ট
132. নিচের কোনটি Toxic গুণসম্পন্ন?
ব্যাখ্যা: কয়েকটি বিষাক্ত () পদার্থ হলো- Asbestos, Heavy Metals, Hexane, Lead, Organotins, NMP & NPEg
অ্যাসফাল্ট
পিচ
টার
কোনোটিই নয়
133. নিচের কোনটি ডিপিং-এর মাধ্যমে করা হয়?
দস্তামুণ্ডন
নিকেল লেপন
ঝালাইকরণ
রংকরণ
134. নিচের কোনটি পাটখড়ি থেকে তৈরি?
পারটেক্স
জুটেক্স
সানবোর্ড
লেমিনেটেড বোর্ড
135. থার্মোপ্লাস্টিক কত ডিগ্রির বেশি তাপ সহ্য করতে পারে না?
১০০° সেঃ
২০০° সেঃ
১৫০°সেঃ
২৫০০সেঃ
136. Terracotta তৈরির মূল উপাদান হচ্ছে- [PWD-20]
সিমেন্ট
মাটি
মাটি ও সিমেন্ট
আয়রন
137. Paint-এর thinner হিসেবে সাধারণত ব্যবহৃত হয়- [R&H-03: MODMR-06]
পানি
তারপিন
টার
অ্যালকোহল
138. ছাদের পানি চুয়ানো বন্ধের জন্য কী দিয়ে আবৃত করা হয়?
জিওটেক্সটাইল
বিটুমিন
উপরের দুটি
কোনোটিই নয়
139. কোনটি থার্মোসেটিং প্লাস্টিক?
অ্যালকাইড
নাইলন
মেলামাইন ফরমালডিহাইড
ইউরিয়া ফরমালডিহাইড
140. ভাইকাটস অ্যাপারেটাসে সিমেন্ট টেস্টের জন্য ব্যবহৃত প্লাজারের ব্যাস- [R&H-06]
১০ মিমি
১৫ মিমি
২০ মিমি
২৫ মিমি