ব্যাখ্যা: ক্যালসিয়াম অক্সাইড সাধারণত চুন বা কুইক লাইম নামে পরিচিত। এটি নির্মাণসামগ্রী যেমন- সিমেন্টের সাথে মিশ্রিত করলে কোনোরূপ বিক্রিয়া করে না, এজন্য একে ফ্রি লাইমও বলা হয়।
384. রডে কার্বনের পরিমাণ বেশি হলে-(MOCA-19, BBA-20, BB-21]
ব্যাখ্যা: রডে কার্বনের পরিমাণ 3-4% বা সঠিক পরিমাণ হলে টানের ফলে রডের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে কিন্তু কার্বনের পরিমাণ বেশি হলে
নির্দিষ্ট দৈর্ঘ্য বৃদ্ধির পূর্বেই রডটি ভেঙে যাবে।
399. কংক্রিটের ইনিশিয়াল সেট দ্রুতকরণের জন্য নিচের কোন অ্যাড মিক্সচারটি ব্যবহার করা হয়? [BGFCL-21]
ব্যাখ্যা: ক্যালসিয়াম সালফেট (CaSO, 2H₂) এটি Setting Action মন্থর
করে সেটিং টাইম বৃদ্ধি করে। পক্ষান্তরে, ক্যালসিয়াম ক্লোরাইড এবং আলুমিনা পানির সাথে বিক্রিয়া করে জমাটবদ্ধতা ত্বরান্বিত করে।