401. বিল্ডিং স্টোন-এর সর্বোচ্চ পানি শোষণ মাত্রা............ [BGFCL-21]
ব্যাখ্যা: বিল্ডিং স্টোন ৫% এর অধিক পানি শোষণ ক্ষমতা থাকা উচিত নয়। যদি কোনো ক্ষেত্রে কোনো স্টোনের পানি শোষণ ক্ষমতা ১০% হয়, তবে তা গ্রহণযোগ্য নয়। ক্ষেত্রবিশেষ পানি শোষণ ক্ষমতা ৩% এর অধিক গ্রহণযোগ্য নয়।
402. ২৩। সিমেন্ট মশলায় ইট ব্যবহারের পূর্বে ইটকে পরিষ্কার পানিতে কত ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। [BGFCL-21]
ব্যাখ্যা: গাঁথুনির কাজ শুরু করার পূর্বে ইটগুলোকে অন্তত ৬ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং ভালোভাবে পরিষ্কার করা উচিত। ভেজা ইটে গাঁথুনি ভালো হয়। ফাটল ধরার সম্ভাবনা কম থাকে। এ ছাড়া ভালোভাবে না ভিজলে প্লাস্টার ভালোভাবে করা যায় না।
ব্যাখ্যা: গ্রানাইট কোনো খনিজ পদার্থ নয়, কারণ এটিকে একটি নির্দিষ্ট রাসায়নিক সংকেতে প্রকাশ করা যায় না। এটি অনেকগুলো পদার্থের সমন্বয়ে গঠিত। ডায়ানাইটকে কোনো নির্দিষ্ট সংকেতে লেখা যায় না। এটির কোনো নির্দিষ্ট স্ফটিক কাঠামো নেই। কোয়াটার্জ হচ্ছে একটি প্রাকৃতিকভাবে সৃষ্ট অজৈব কঠিন পদার্থ। এর নির্দিষ্ট গঠন ও সংকেত আছে এবং নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা আছে। সুতরাং, এটি একটি খনিজ পদার্থ।