ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস MCQ
441. সাধারণত কয়টি ধাপে নিট সিমেন্ট ফিনিশিং কাজ সম্পন্ন করা হয়?
442. একটি ইটের গুণাগুন প্রভাবিত হয়-
443. সিমেন্টের চূড়ান্ত জমাটবদ্ধতার সময় কত এর বেশি হওয়া উচিত নয়-
444. কং ক্রিটের সংকোচন শক্তি এবং প্রসারণ শক্তি- এর অনুপাত সাধারণত-
445. সিমেন্টের গুণাগুণ নির্ণয়ে কয়টি পরীক্ষা করা হয়?
446. সবচেয়ে মোটা দানাদার বালি কোনটি-
447. ইটের গাঁথুনী শেষ হবার কত দিন পরে প্লাস্টার করা উচিৎ?
448. একটি ইটের গুণাগুণ প্রভাবিত হয়- [BREB-23]
ব্যাখ্যা: ইটের গুণাবলি নির্ভর করে ইটে ব্যবহৃত কাদার রাসায়নিক ধর্ম, কাদা প্রস্তুতকরণ, ইট শুকানো পদ্ধতি, পোড়ানোর তাপমাত্রা ও ইট পোড়ানোর সময় চুল্লিতে বায়ুপ্রবেশের পরিমাণের উপর।
449. নিচের কোন ক্ষেত্রে নিট সিমেন্ট ফিনিশিং করা হয় না ?
450. সিমেন্টের প্রান্তিক সেটিং টাইম পরীক্ষায় ব্যবহৃত সুই-এর প্রস্থচ্ছেদী ক্ষেত্রফল হবে-
451. ইটের স্থায়িত্বশীলতার মাত্রা বৃদ্ধিতে নিচের কোন উপাদান অপরিহার্য?
ব্যাখ্যা: ম্যাগনেশিয়াম ইটের স্থায়িত্বশীলতা বৃদ্ধি করে এবং পোড়ানোর সময় হলুদ বর্ণ দান করে।
452. নিম্নলিখিত গুলোর মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল কংক্রিট?
453. ক্লোজার সাধারণত কত প্রকার হয়ে থাকে?
454. পোর্টল্যান্ড সিমেন্টের প্রাথমিক জমাটবদ্ধতার সময়... এর কম হওয়া উচিৎ না।
455. যে Footing দুটি Column -কে Support করে তা-
456. শুকনা বালির স্থিরতা কোণ কত?
457. নিচের কোনটি সিমেন্টের উপাদান নয়?
458. ১ ব্যাগ সিমেন্টে কত গ্যালন পানি প্রয়োজন হয়?
459. বাংলাদেশে প্রচলিত ইটের দৈর্ঘ্য সাধারণত হয়?
460. PWD-এর মতে হাতে তৈরি ইটের সাইজ কত? [R&H-01; R&H-06; RAJUK-17; DM-19, SGCL-23)
ব্যাখ্যা: PWD-এর মতানুসারে Standard ইটের সাইজ 9.5"×4.5"x
2.7" (মশলা ছাড়া) এবং 10"×5"×3" (মশলাসহ)