Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস MCQ
481. What should be the initial setting time of Ordinary Portland Cement [সাধারন পোর্টল্যান্ড সিমেন্টের প্রাথমিক সেটিং টাইম কত হওয়া উচিত?
< 30 min
< 34 min
< 40 min
< 50 min
483. সমুদ্র এলাকায় নির্মাণ কাজে কোন সিমেন্ট ব্যবহৃত হয়?
ক্লে সিমেন্ট
ফেরো সিমেন্ট
হোয়াইট সিমেন্ট
আকিজ সিমেন্ট
485. ১ ব্যাগ সিমেন্ট কত গ্যালন পানি লাগে?
৯ গ্যালন (প্রায়)
১৯ গ্যালন (প্রায়)
১০ গ্যালন (প্রায়)
১৪ গ্যালন (প্রায়)
487. সিমেন্টের সব থেকে প্রয়োজনীয় টেস্ট কোনটি-
তথ্য: সিমেন্টের যেকোন property নির্ণয় করার জন্য করা প্রথম পরীক্ষাটি consistency test যা ২৭ থেকে ২৯ এর মধ্যে থাকে। সিমেন্টের সব থেকে প্রয়োজনীয় টেস্ট হলো setting time Compressive strength। কনক্রিন্ট এবং মার্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট। Tensile strength হলো রডের সবচেয়ে প্রয়োজনীয় টেস্ট। সঠিক উত্তর: (d)
Tensile strength
Fineness.
Compressive strength
setting time
488. Manufactuer of fire bricks কত প্রকার?
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
৬ প্রকার
489. নিম্নের কোন পরীক্ষাটি কনক্রিটের শক্তি সমন্ধে তথ্য দেয়
Ans. Schmidt hammer test
Slump test
Initial setting time test
Schmidt hammer test
Flow test
491. Ordinary Portland cement এর initial setting time কত?
৩০মিনিট
৪০ মিনিট
৫০মিনিট
৬০ মিনিট
492. লাইম কনক্রিট ও সিমেন্ট কনক্রিট এর কিউরিং সময় যথাক্রমে-
১ সপ্তাহ / ২ সপ্তাহ
২ সপ্তাহ / ৪ সপ্তাহ
৩ সপ্তাহ / ৩ সপ্তাহ
৪ সপ্তাহ / ৪ সপ্তাহ
493. A first class brick should not absorb water more than (প্রথম শ্রেণির ইট...এর অধিক পানি শোষণ করিবে না)
তথ্য: প্রথম শ্রেণির ইট 20% এর অধিক পানি শোষণ করিবে না।
10%
20%
30%
40%
494. Slump test - এ কনক্রিট এর প্রতিটি স্তরকে কীভাবে Compact করা হয়-
তথ্য: Slump test এ স্টিলের স্ল্যাম্প কোন একটি শক্ত, অভেদ্য, স্তরের ভিত্তির উপর স্থাপন করা হয় এবং তিনটি সমান স্তওে সদ্য তৈরি ফ্রেস কংক্রিট দিয়ে ভরা হয়। কম্প্যাকশন নিশ্চিত করার জন্য প্রতিটি স্তর ২৫ বার রড দ্বারা কম্প্যাক্ট করা হয়। সঠিক উত্তর: (c)
5/8 inch dia রড দিয়ে ২০ বার
3/4 inch dia রড দিয়ে ২০ বার
5/8 inch dia রড দিয়ে ২৫ বার
5/8 inch dia রড দিয়ে ৩০ বার
495. 21 fit লম্বা একটি বীমের আকার 10"× 21"। বীমাটিতে 1:1.5:3 অনুপাতে কত ব্যাগ সিমেন্ট লাগবে।
7 ব্যাগ
9 ব্যাগ
11 ব্যাগ
10 ব্যাগ
497. ইট প্রস্তুত করার মাটিতে যার পরিমান সর্বাধিক থাকা আবশ্যক
Iron oxide
Alumia
silica
Lime
499. Which one is not the main constituent of portland cement..
Main constituent of portland cement.. i. Di-calcium silicate, C₂S ii. Tri- calcium silicate C₂S iii. Tri-calcium aluminate CA iv. Tera-calcium aluminate ferrite, CAF
Fly ash
Di-calcium silicate
Tri- calcium silicate
Tri-calcium aluminate
500. How many litre of water is required with 1 bag of cement for a water-cement ratio (by weight)of 0.45? 10.45 পানি-সিমেন্ট অনুপাত (ওজন অনুযায়ী ১ ব্যাগ সিমেন্টের জন্য কত লিটার পানির প্রয়োজন?
20
20.5
22.5
27.5