ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস MCQ
421. The maximum particle size of fine aggregate is-
ব্যাখ্যা: The range of 4.75 mm to 150mm/0.075mm is called fine aggregate.
422. নিচের কোন আকৃতির Soil particle-কে Fine aggregaet বলা হয়? [BPSC-22]
ব্যাখ্যা: Fine aggregate-এর Sieve size যথাক্রমে ৪.৭৫ মিমি,
২.৩৬ মিমি, ১.১৮ মিমি, ৬০০ মাইক্রোন, ৩০০ মাইক্রোন,
১৫০ মাইক্রোন।
423. ১:২:৪ অনুপাতের ১০০ ঘনফুট কংক্রিটে কত ব্যাগ সিমেন্ট প্রয়োজন?
ব্যাখ্যা: সিমেন্ট প্রয়োজন =১৫০/৭×১×০,৮ = ১৭.১৪ = ১৮ ব্যাগ।
424. ১২ মিমি ব্যাসের Reinforcement bar- এর প্রতি মিটারের ওজন কত? [BPSC-22]
ব্যাখ্যা: ওজন =12^2 /162.2
= 0.888 kg/m
425. Ordinary Portland Cement-এর Initial setting time কত? [R&H-03: MODMR-04: PWD-04; HED-19; MOEF-19, SGCL-231
ব্যাখ্যা: Final setting বলতে জমাটবাঁধার জন্য সর্বোচ্চ সময় বুঝায়।
Final setting হতে ১০ ঘণ্টা সময় লাগে এবং Initial setting time 30 মিনিটের কম নয়।
426. Concrete-এর Water-cement ration 0.5 হলে 10 ব্যাগ Cement-এর জন্য কতটুকু পানি প্রয়োজন?[BPSC-22]
ব্যাখ্যা: W/C Ratio =Water/ Cement
→0.5 = Water/10 x50
→Water = 250 litre.
427. নিচের কোন ধরনের Soil-এর Plasticity-এর মান শূন্য? [BPSC-22]
Sand-0, Silt-<7, Silt clay-7-17, Clay-> 17
428. ইট কোন দেশের প্রধান নির্মাণ উপকরণ?[BPSC-22]
429. The aggregate of-----shape have minimum voids.
(i) Rounded -32 to 33%
(ii) Irregular -35 to 37%
(iii) Angular - 38 to 45%
430. The sum of percentages of all deleterious materials in the aggregate shall not exceed--
431. The resistance of an aggregate to wear is known as-
432. The maximum particle size of coarse aggregate is-
ব্যাখ্যা: The maximum size of coarse aggregate, is 75 mm and minimum is 4.75 mm.
433. The resistance of an aggregate to b compressive force is known as-
434. The resistance of an aggregate to the effect of hydration weather is called- of cement and weather is called-
435. সিমেন্ট গুদামজাত করলে স্তুপের উচ্চতা নিচের কোন পরিমাপের অধিক হওয়া উচিত নয়?[BPSC-22]
436. ১ মিমি পুরু ১০০ বর্গমিটার এমএস প্লেইন শিটের ওজন কত?[BPSC-22]
ব্যাখ্যা: এমএস প্লেইন শিটের আয়তন, V = 100 × 1/1000 = 0.1m³
.: ওজন, W = 0.1 x 7850 = 785 kg.
437. The minimum particle size of coarse aggregate is-
438. The minimum particle size of fine aggregate is-
439. M35 গ্রেডের কংক্রিটের Water-cement ratio-এর আদর্শ মান কত?[BPSC-22]
ব্যাখ্যা: M35 হলো এক ধরনের কংক্রিট, যা 5075 psi চাপশক্তি বহন করতে পারে। এর সর্বোচ্চ W/C Ratio হবে 0.4.5.
440. কাঠ সিজনিং কেন করা হয়? [BPSC-22]
ব্যাখ্যা: উপরের সবগুলোই সঠিক উত্তর। কাঠের শক্তি বৃদ্ধি, অতিরিক্ত ওজন হ্রাস, কার্যোপযোগিতা বৃদ্ধি, স্থায়িত্ব বৃদ্ধি, ফাটল রোধের জন্য সিজনিং করা হয়।