46. কোন অংশকে ডি-হিউমিডিফায়ার সিস্টেমের হৃৎপিণ্ড বলা হয়?
কম্প্রেসরকে ডিহিউমিডিফায়ার সিস্টেমের হৃৎপিণ্ড বলে। কারণ একটি সিস্টেমের মধ্যে হিমায়ক পরিক্রম করা এবং হিমায়ক কর্তৃক বাহিত তাপ কন্ডেন্সারের মাধ্যমে বর্জন করতে সাহায্য করে।
48. ডি-হিউমিডিফায়ারে ইভাপোরেটরের পরিবর্তে কী ব্যবহৃত হয়?
ডিহিউমিডিফায়ারে একটি সম্পূর্ণ হারমেটিক্যাল শীতল ব্যবস্থা যা Cooling system থাকে। এর কন্ডেন্সার এবং ইভাপোরেটরটি একই প্রকোষ্ঠে বা চেম্বারে স্থাপিত থাকে। যদিও ইভাপোরেটর 'কুলিং কয়েল' নামে পরিচিত।