Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
101. লিনেন কাপড় ইস্ত্রি করতে কমপক্ষে আয়রনের তাপমাত্রা কত থাকতে হয়?
লিনেন কাপড় ইস্ত্রি করতে কমপক্ষে তাপমাত্রা 500 F হতে হয়।
500°F
400°F
200°F
150°F
102. বৈদ্যুতিক আয়রন প্রধানত কত প্রকার?
ইলেকট্রিক আয়রন সাধারণত তিন প্রকার। যথা- (i) সাধারণ আয়রন, (ii) স্বয়ক্রিয় আয়রন, (iii) স্টিম আয়রন।
8
103. ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের Voltage কত?
ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ভোল্টেজ = 230V, 50Hz
440V
230V
120V
200V
104. কিচেন অ্যাপ্লায়েন্স কোনটি?
Kitchen appliances: Microwave oven, Diswasher.
মাইক্রোওয়েভ ওভেন
ওয়াশিং মেশিন
হেয়ার ড্রায়ার
ভ্যাকুয়াম ক্লিনার
105. রুম হিটারের হিটিং এলিমেন্ট কীসের তৈরি?
রুম হিটারে হিটিং এলিমেন্ট হিসেবে পোর্সিলিন অথবা চায়না ক্লে'র তৈরি ইনসুলেটর রড একটি বা দুটি ব্যবহৃত হয়। এই রডের উপর নাইক্রোম তারের তৈরি রেজিস্ট্যান্স ওয়্যার পেঁচানো থাকে।
নিকেল
স্টিল
নাইক্রোম
লোহা
106. ইলেকট্রনিক ফ্যান রেগুলেটরের প্রধান অসুবিধা হলো-
ইলেকট্রনিক ফ্যান রেগুলেটরের প্রধান অসুবিধা হলো এতে খুব বেশি পাওয়ার অপচয় হয় এবং হিট উৎপন্ন হয়, যার কারণে ফ্যান-এর স্পিড কমে যায়।
এটি খুব দামি
এটি সহজেই বেশি গরম হয়ে যায়
এতে বেশি শক্তি অপচয় হয়
এটি ইলেকট্রো-ম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স তৈরি করে
107. ইস্ত্রিতে থার্মোস্ট্যাটের বাইমেটালিক স্ট্রিপ কত তাপমাত্রায় বন্ধ হয়?
160°F
170°F
180°F
200°F
108. ইস্ত্রির “থার্মোস্ট্যাট” কী পদার্থের তৈরি?
থার্মোস্ট্যাটের দুটি ধাতু- স্টিল ও সিলভারের তৈরি।
স্টিল
সিলভার
লোহা
ক ও খ
109. তাপনীতির উপর ভিত্তি করে যে অ্যাপ্লায়েন্স কাজ করে-
তাপনীতির উপর ভিত্তি করে অ্যাপ্লায়েন্সের নাম: ১। বৈদ্যুতিক ইস্ত্রি ৫। ইলেকট্রিক ওভেন ২। ইলেকট্রিক কেটলি ৬। ইলেকট্রিক টোস্টার ৩। ইলেকট্রিক হিটার ৪। ইলেকট্রিক হট প্লেট ৭। ইলেকট্রিক রুম হিটার ৮। ইলেকট্রিক সোল্ডারিং আয়রন।
বৈদ্যুতিক ইস্ত্রি
ইলেকট্রিক ফ্যান
ব্লোয়ার
ওয়াশিং মেশিন
110. রুম হিটারে কী প্রক্রিয়ায় উৎপন্ন তাপ বাতাসে ছড়িয়ে পড়ে?
রুম হিটারে উৎপন্ন তাপ পরিবহন ও বিকিরণ প্রক্রিয়ায় বাতাসে ছড়িয়ে পড়ে।
পরিবহন
বিকিরণ
পরিচলন
ক ও খ
111. ক্লিনিং অ্যাপ্লায়েন্স কোনটি?
Cleaning appliances: Washing Machine, Vaccum cleaner.
ওয়াশিং মেশিন
ইলেকট্রিক শেভার
রাইস কুকার
ক এবং খ
112. হোম অ্যাপ্লায়েন্স কত প্রকার?
Home appliances ৮ প্রকার। যথা- Refrigeration, Air conditioner, cleaning, kitchen, heating, cosmetic, Audio-visual, other appliances.
৮ প্রকার
৯ প্রকার
১০ প্রকার
১১ প্রকার
113. বৈদ্যুতিক ইস্ত্রির মাইকা শিট কী হিসাবে কাজ করে?
মাইকা শিট তাপ পরিবাহী কিন্তু বিদ্যুৎ অপরিবাহী। এটি বৈদ্যুতিক ইস্ত্রিতে সোলপ্লেট এবং হিটিং এলিমেন্টের মাঝে অপরিবাহী হিসেবে কাজ করে।
পরিবাহী
অর্ধপরিবাহী
অপরবাহী
কওখ
114. নাইক্রোম তার কীসের তৈরি?
নাইক্রোম তার নিকেল, ক্রোমিয়াম এবং লোহার সমন্বয়ে তৈরি।
নিকেলের
ক্রোমিয়ামের
লোহার
সবগুলো
115. বৈদ্যুতিক ইস্ত্রির তাপমাত্রা কন্ট্রোল করে কোনটি?
ইলেকট্রিক আয়রনে থার্মোস্ট্যাটের কাজ হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা।
ইনসুলেটিং
হিটিং এলিমেন্ট
ইন্ডিকেটর ল্যাম্প
থার্মোস্ট্যাট
116. কসমেটিক কেয়ার অ্যাপ্লায়েন্স কোনটি?
Cosmetic care appliances: হেয়ার ড্রায়ার, ইলেকট্রিক শেভার।
হেয়ার ড্রায়ার
ইলেকট্রিক শেভার
ওয়াশিং মেশিন
ক এবং খ
117. একটি সিলিং ফ্যানে ক্যাপাসিটর বসানো হয়-
স্টার্টিং ওয়াইন্ডিং এবং রানিং ওয়াইন্ডিং-এর মধ্যে ফেজ ডিফারেন্স সৃষ্টি করে প্রারম্ভিক টর্ক বৃদ্ধি করার জন্য সিলিং ফ্যানে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। ক্যাপাসিটরটিকে Auxiliary ওয়াইন্ডিং বা সহায়ক কুণ্ডলীতে স্থাপন করা হয়ে থাকে।
মূল কুণ্ডলীতে
সহায়ক কুণ্ডলীতে
উভয় কুণ্ডলীতে
লাইন ও নিউট্রালের মাঝে
118. বৈদ্যুতিক ইস্ত্রির হিটিং এলিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়-
বৈদ্যুতিক ইস্ত্রির হিটিং এলিমেন্ট 'নাইক্রোম' তারের তৈরি। স্টিম আয়রনে ধাতব পাইপ আকৃতির হিটিং এলিমেন্ট ব্যবহার করা হয়।
টাংস্টেন তার
নাইক্রোম তার
ইউরেকা তার
কার্বন তার
119. ইঞ্জিতে থার্মোস্ট্যাটের বাইমেটালিক স্ট্রিপ কত তাপমাত্রায় খোলে?
থার্মোস্ট্যাটের বাইমেটালিক স্ট্রিপ 200°F -এ ওপেন হয় এবং 180 °F -এ বন্ধ থাকে।
160°F
170°F
180°F
200°F
120. ইন্ডিকেটর ল্যাম্পটি কত ভোল্টের হয়?
ইন্ডিকেটর ল্যাম্প সাধারণত, 1.5V হতে 3V হয়।
IV থেকে 1.5V
1.5V থেকে 3V
2V থেকে 4V
3V থেকে 4.5V