রুম হিটারে হিটিং এলিমেন্ট হিসেবে পোর্সিলিন অথবা চায়না ক্লে'র তৈরি ইনসুলেটর রড একটি বা দুটি ব্যবহৃত হয়। এই রডের উপর নাইক্রোম তারের তৈরি রেজিস্ট্যান্স ওয়্যার পেঁচানো থাকে।
স্টার্টিং ওয়াইন্ডিং এবং রানিং ওয়াইন্ডিং-এর মধ্যে ফেজ ডিফারেন্স সৃষ্টি করে প্রারম্ভিক টর্ক বৃদ্ধি করার জন্য সিলিং ফ্যানে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। ক্যাপাসিটরটিকে Auxiliary ওয়াইন্ডিং বা সহায়ক কুণ্ডলীতে স্থাপন করা হয়ে থাকে।