95. রুম হিটারের গার্ডওয়্যার কীসের তৈরি?
গার্ড ওয়্যার মোটা তার বা ধাতব পদার্থের নেট বা জালি। এ গার্ড ওয়্যার হিটিং এলিমেন্টকে ধাতব রিফ্লেক্টরের সরাসরি কন্ট্যাক্ট হতে রক্ষা করে। গার্ড ওয়্যার নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়। এটি সব সময় ধাতব, স্টিল বা লোহার তৈরি হতে হয়। প্লাস্টিক, এবোনাইট বা অন্য কোনো পদার্থ, যা তাপমাত্রায় গলে বা ফেটে বা পুড়ে যায়, তা ব্যবহার করা যায় না।