স্টার্টিং ওয়াইন্ডিং এবং রানিং ওয়াইন্ডিং-এর মধ্যে ফেজ ডিফারেন্স সৃষ্টি করে প্রারম্ভিক টর্ক বৃদ্ধি করার জন্য সিলিং ফ্যানে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। ক্যাপাসিটরটিকে Auxiliary ওয়াইন্ডিং বা সহায়ক কুণ্ডলীতে স্থাপন করা হয়ে থাকে।
2190. ২২০ ভোল্ট, ৩ কিলোওয়াট সম্পন্ন দুটি ইলেকট্রিক হিটার প্রথমে সমান্তরাল সংযোগ ও পরে সিরিজ সংযোগ-এর মাধ্যমে কিছু পরিমাণ পানি একই তাপমাত্রায় গরম করা হলো। দুটি ক্ষেত্রের সময়ের অনুপাত-