Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2221. সমান্তরাল সমবায়ে সাজানো এবং ১২ ভোল্টে চালিত ১২/২ ওয়াট ও ১২ ওয়াট শক্তির দুটি টাংস্টেন বিদ্যুৎ বাতির সমান্তরাল তুল্য রোধ কত?
৮ ওহম
১০ ওহম
১৪ ওহম
২০ ওহম
2222. আবাসিক ফ্যান, বাতি ইত্যাদিতে কত ভোল্ট ব্যবহার করা হয়?
বাসাবাড়িতে ব্যবহৃত ভোল্টেজ হলো ২৩০ ভোল্ট।
২৩০ ভোল্ট
৪০০ ভোল্ট
৪১৫ ভোল্ট
১১০ ভোল্ট
2223. সিরিজ বর্তনীর নিম্নের কোন quantity-এর মান সকল parts-এ সমান থাকে?
ভোল্টেজ
তড়িৎপ্রবাহ
পাওয়ার
Resistance
2224. Which of the following material has nearly zero temperature co-efficient of resistance?
ব্যাখ্যা: Manganin has a low-temperature coefficient of resistance. So it does not change much with temperature.
Manganin
Carbon
Porcelain
Copper
2225. When resistance element of a heater fuses and then we reconnect it after removing a portion of it, the power of the heater will-
ব্যাখ্যা: When resistance element of a heater fuses and then we reconnected it after removing a portion of it the power of the heater will increases because the resistance of wire decrease due to decrease in length of it.
decrease
remain constant
increase
none of the above
2226. একটি 220V, 200W বাল্ব-এর দুই প্রান্তে 200V দেয়া হলে তড়িৎপ্রবাহের পরিমাণ কত হবে?
10A
1A
0.1A
0.0A
2227. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
রেগুলেটরের মাধ্যমে বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করা যায়। ফলে বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয়। কারণ, এ অবস্থায় বিদ্যুৎপ্রবাহ একই হয়।
কম হয়
বেশি হয়
একই হয়
খুব কম হয়
2228. কোনটিতে ফ্লাক্স/ফিলার মেটাল ব্যবহৃত হয়?
(ক) গ্যাস ওয়েল্ডিং-এ গ্যাস ও অক্সিজেনের সংমিশ্রণে প্রজ্বলনে সৃষ্ট প্রচণ্ড উত্তাপে ব্যবহার করে দুই বা ততোধিক ধাতব খণ্ডের মধ্যে জোড়া দেওয়া হয়। (খ) আর্কং ওয়েল্ডিং-এর সময় যে ওয়েল্ডিং রড বৈদ্যুতিক আর্ক এবং ইলেকট্রোড হোল্ডার-এর মধ্যে বিদ্যুৎপ্রবা করে জয়েন্ট করা হয়। আর এটি করা হয় ইলেকট্রোড দ্বারা। (গ) মিগ ওয়েল্ডিং-এ ফিলার মেটাল ব্যবহার করা হয়। আর এটিকে ক্ষয়িষ্ণু ইলেকট্রোড বলা হয়। (ঘ) টিগ ওয়েল্ডিং-এ ক্ষয়িষ্ণু টাংস্টেন ইলেকট্রোড ব্যবহার করা হয়।
গ্যাস ওয়েল্ডিং
আর্ক ওয়েল্ডিং
মিগ ওয়েল্ডিং
টিগ ওয়েল্ডিং
2229. ভ্যাকুয়াম টিউবের মধ্যে ইলেকট্রন প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত ইলেকট্রোডের নাম-
গ্রিড ব্যবহার করে ইলেকট্রন প্রবাহকে একটি নির্দিষ্ট দিকে চালনা করা হয়। গ্রিড মূলত একটি নলাকার পর্দা অথবা ক্যাথোডের উপর প্যাঁচানো সূক্ষ্ম তার, যার মধ্য দিয়ে ইলেকট্রনগুলো প্রবাহিত হয়।
অ্যামিটার
কালেক্টর
গ্রিড
কোনোটিই নয়
2230. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ-
প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ হলো প্রেসার কুকারে তাপের সঙ্গে চাপও বৃদ্ধি পেয়ে রান্না তাড়াতাড়ি হয়।
রান্নার জন্য তাপের সঙ্গে চাপও কাজে লাগে
বদ্ধপাত্রে তাপ সংরক্ষিত হয়
উচ্চ চাপে তাপ ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
সঞ্চিত বাষ্পের তাপ রান্নায় সহায়ক
2231. ১টি 1 ton AC ১ ঘণ্টা চালু থাকলে কত বিদ্যুৎ খরচ হবে?
সাধারণত, ITon AC-তে পাওয়ার খরচ হয় 1000W। আর যেহেতু Ihr চলবে, তাই বিদ্যুৎ খরচ = 1000W x 1hr = 1000Whr = 1kWh একইভাবে, 1.5 Ton cooling = 1500W 2 Ton cooling = 2000W
1 kWh
1.5 kWh
2 kWh
3 kWh
2232. রেফ্রিজারেটরের কম্প্রেসরের কাজ কী?
রেফ্রিজারেটরের কম্প্রেসরের কাজ হলো ফ্রেয়নকে সংকুচিত করে চাপ বাড়ানো। চাপ বাড়লে তাপ ও তাপমাত্রা বৃদ্ধি পায়। ফলে ফ্রিজ ঠান্ডা থাকে।
ফ্রেয়নকে ঘনীভূত করা
ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা
ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো
ফ্রেয়নকে ঠান্ডা করা
2234. It becomes more difficult to remove-
any electron from the orbit
first electron from the orbit
second electron from the orbit
third electron from the orbit
2237. Out of the following which is not a poor conductor?
ব্যাখ্যা: Copper is not a poor conductor. Metals are good conductors of heat and electricity.
Cast iron
Carbon
Copper
Tungsten
2238. কেনো শক্ত ধাতবের তাপমাত্রা বৃদ্ধি করলে তার পরিবাহিতা কী হবে?
কোনো ধাতবের তাপমাত্রা বৃদ্ধি করলে তার পরিবাহিতা বাড়ে আর তাপমাত্রা হ্রাস করলে তার পরিবাহিতা কমে।
কমবে
বাড়বে
সমান থাকবে
কোনোটিই নয়
2239. একটি 100 ohm রেজিস্ট্যান্সে যদি 100 watt Power loss হয় তাহলে রেজিস্ট্যান্সের দুই প্রান্তে Voltage কত?
1V
10V
100V
1000V
2240. DC সার্কিটে current ও voltage এর মধ্যবর্তী Phase angle কত?
ব্যাখ্যা: DC সার্কিট শুধুমাত্র রেজিস্টিভ লোডে কাজ করে বিধায়, কারেন্ট ও ভোল্টেজের মধ্যে কোনো Phase পার্থক্য থাকে না।
90 degree
270 degree
0 degree
180 degree