2225. When resistance element of a heater fuses and then we reconnect it after removing a portion of it, the power of the heater will-
ব্যাখ্যা: When resistance element of a heater fuses and then we reconnected it after removing a portion of it the power of the heater will increases because the resistance of wire decrease due to decrease in length of it.
রেগুলেটরের মাধ্যমে বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করা যায়। ফলে বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয়। কারণ, এ অবস্থায় বিদ্যুৎপ্রবাহ একই হয়।
(ক) গ্যাস ওয়েল্ডিং-এ গ্যাস ও অক্সিজেনের সংমিশ্রণে প্রজ্বলনে সৃষ্ট প্রচণ্ড উত্তাপে ব্যবহার করে দুই বা ততোধিক ধাতব খণ্ডের মধ্যে জোড়া দেওয়া হয়।
(খ) আর্কং ওয়েল্ডিং-এর সময় যে ওয়েল্ডিং রড বৈদ্যুতিক আর্ক এবং ইলেকট্রোড হোল্ডার-এর মধ্যে বিদ্যুৎপ্রবা করে জয়েন্ট করা হয়। আর এটি করা হয় ইলেকট্রোড দ্বারা।
(গ) মিগ ওয়েল্ডিং-এ ফিলার মেটাল ব্যবহার করা হয়। আর এটিকে ক্ষয়িষ্ণু ইলেকট্রোড বলা হয়।
(ঘ) টিগ ওয়েল্ডিং-এ ক্ষয়িষ্ণু টাংস্টেন ইলেকট্রোড ব্যবহার
করা হয়।
2229. ভ্যাকুয়াম টিউবের মধ্যে ইলেকট্রন প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত ইলেকট্রোডের নাম-
গ্রিড ব্যবহার করে ইলেকট্রন প্রবাহকে একটি নির্দিষ্ট দিকে চালনা করা হয়। গ্রিড মূলত একটি নলাকার পর্দা অথবা ক্যাথোডের উপর প্যাঁচানো সূক্ষ্ম তার, যার মধ্য দিয়ে ইলেকট্রনগুলো প্রবাহিত হয়।