জন ভন নিউম্যান (১৯০৩-১৯৫৭) গেম থিউরির উপর কাজ করেন। কম্পিউটার বিজ্ঞান ও লিনিয়ার প্রোগ্রামিং-এ তার অনেক অবদান রয়েছে। তিনি ম্যানিয়াক (MANIAC Mathematical Anglyser Numerical Integrator And Computer) তৈরিতে সাহায্য করেন। তিনি অ্যাটম বোমা ও মিসাইল ডিজাইনের কাজেও সাহায্য করেন। আধুনিক কম্পিউটারের ভিত্তিই হলো ভন নিউম্যান আর্কিটেকচার।
ব্যাখ্যা:সেমিকন্ডাক্টর তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্স হ্রাস পায় ফলে এনার্জি প্রবাহিত হয়ে ইলেকট্রন উত্তেজিত হয় এবং কন্ডাক্টশন ব্যান্ডে চলে যায়, কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন সংখ্যা বাড়লে বিদ্যুৎ পরিবহনের ক্ষমতাও বাড়ে।
2692. মুক্তভাবে অনলাইনে বা অফলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জন কে কী বলে?
ফ্রিল্যান্সিং হলো স্বাধীন বা মুক্তপেশা। কোনো একটি প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে। ফ্রিল্যান্সাররা ঘরে বসে তাদের কাজ করে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনলাইন হতে টাকা উপার্জন করতে পারেন। ফিল্যান্সিং পেশার মাধ্যমে যে-কোনো প্রচলিত চাকরির চাইতে অনেক বেশি টাকা ঘরে বসে ইনকাম করা যায়। মূলত ফ্রিল্যান্স এর কাজে স্বাধীনতা থাকে বলে ফ্রিল্যান্সিং মুক্তপেশা হিসেবে সকলের কাছে অনেক প্রিয় একটি পেশা।