2747. সিঁড়ির বাতির জন্যে কোন ধরনের সুইচ ব্যবহার করা হয়?
Single pole double throw। এই সুইচে চারটি টার্মিনাল থাকে, দুটি টার্মিনাল ভিতর দিয়ে একটি পাত দিয়ে শর্ট করা থাকে। এই দুটি টার্মিনালের যে-কোনো একটিতে সরবরাহের ফেজ তার সংযোগ করতে হয়। সুইচের টোগল যে দিকেই থাকুক না কেন, এক টার্মিনাল দিয়ে কারেন্ট ঢুকলে তা বিপরীত দিকের যে-কোনো একটি টার্মিনাল দিয়ে বের হয়ে যাবে। কাজেই এই সুইচের কোনো অন বা অফ নেই।