ব্যাখ্যা: ট্রান্সফর্মারে অয়েলের বৈশিষ্ট্যঃ ১। জলীয় বাষ্প যুক্ত হতে হবে ২। তৈলের Viscosity বা জাম যাওয়া প্রবণতা কম থাকতে হবে। ৩। অদাহ্য ও হাই-ডাই-ইলেকট্রিক সম্পন্ন হতে হবে।
ব্যাখ্যা: Transformer একটি Electrostatic device, যার সাহাযে Frequency এবং Apparent power (kVA)-কে পরিবর্তন করে কয়েলদ্বয়ের মধ্যে কোনোরূপ বৈদ্যুতিক সংযোগ ছাড়াও Electromagnetic Induction পদ্ধতিতে বৈদ্যুতিক পাওয়াহরে স্থানান্তর করে।