Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
501. Optical fiber-এর ভেতর দিয়ে data পাঠানোর মূলনীতি কোনটি?
Total internal refraction
Total external refraction
Total internal reflection
Total external reflection
502. World Communication ব্যবস্থার জন্য কয়টি Satellite প্রয়োজন?
There are three types of communication services that satellites provide. Telecommunications, broadcasting and data communications
৩টি
৫টি
৪টি
২টি
503. বহুদূরে কয়েকজনের মধ্যে মতবিনিময়ের অত্যাধুনিক পদ্ধতি-
Eric Yuan is the founder of Zoom, a video Communications tool that went public in April 2019.This apps is uses video canference.
ই-মেইল
টেলিকনফারেন্স
ভিডিও কনফারেন্স
বুলেটিন
504. রঙিন Colour TV রিসিভারে Varactor Diode ব্যবহার করা হয়-
টিউনিং ডায়োডের অপর নাম ভ্যারাক্টর ডায়োড। ভ্যারাক্টর ডায়োডে প্রয়োগকৃত রিভার্স বায়াস দ্বারা পরিবর্তনশীল ক্যাপাসিট্যান্সের মান নিয়ন্ত্রণ করে এর সাহায্যে Tuning করা হয়ে থাকে।
Detection
রেক্টিফিকেশন
Tuning
ক ও খ
506. VSB-এর পূর্ণরূপ কী?
VSB-এর পূর্ণরূপ Vestigial Side Band. টেলিভিশন সিগন্যাল প্রেরণের জন্য VSB ব্যবহার করা হয়।
Very Small Band
Very Simple Band
Vestigial Side Band
Very Specific Band
507. টিভি পিকচারের উইডল/টিভি পিকচারের হাইট অনুপাতকে বলা হয়-
টিভি পিকচার উইডথ/টিভি পিকচার হাইটের অনুপাতকে অ্যাসপেক্ট রেশিও বলে। SDTV-তে অনুপাত থাকে ৪ : ৩ এবং HDTV-তে অনুপাত থাকে ১৬:৯।
অ্যাসপেক্ট রেশিও
সাইজ রেশিও
পিকচার রেশিও
ডাইমেনশনাল রেশিও
508. লুপ টেস্টের সময় ত্রুটিযুক্ত ক্যাবলের পাশাপাশি কাট সুস্থ বা ভালো ক্যাবল থাকা প্রয়োজন?
শুধুমাত্র একটি
কমপক্ষে তিনটি
অন্ততপক্ষে দুটি
একটিও না
509. লুপ টেস্ট করা হয়-
শুধুমাত্র গ্রাউন্ড ফন্ট নির্ণয়ের জন্য
শুধুমাত্র শর্টসার্কিট ফল্ট নির্ণয়ের জন্য
শুধুমাত্র ওপেন সার্কিট ফল্ট নির্ণয়ের জন্য
গ্রাউন্ড এবং শর্টসার্কিট ফল্ট নির্ণয়ের জন্য
510. CAT-6 cable ব্যবহৃত হয়ে থাকে-
CAT-6 cable নেটওয়ার্কিং সার্কিটে ব্যবহার করা হয়। CAT-S এবং CAT-SC ক্যাবল থেকে অনেক দ্রুতগতিসম্পন্ন এবং নির্ভরযোগ্যতার সাথে গিগাবাইট গতি সরবরাহ করতে পারে।
পাওয়ার সার্কিটে
control সার্কিটে
নেটওয়ার্ক সার্কিটে
টেলিফোন সার্কিটে
511. 10V-এর আউটপুট ভোল্টেজ এবং 1mV-এর নয়েজ ভোল্টেজ উদ্ভূত একটি অ্যামপ্লিফায়ারের সিগন্যাল/নয়েজ রেশিও কত হবে?
80dB
-40dB
100dB
40dB
512. Push-Pull Amplifier একটি-
Push-Pull অ্যামপ্লিফায়ার একটি পাওয়ার অ্যামপ্লিফায়ার। কারণ, লোডে হাই-পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে এই অ্যামপ্লিফায়ার ব্যবহার করা হয়।
ভোল্টেজ Amplifier
কারেন্ট Amplifier
Power Amplifier
কোনোটিই নয়
513. নিম্নের কোনটি Network connection নয়?
DVI: DVI is a digital video interface developed by the digital display working group. DB-15: The DB-15 connector is mainly used in serial and parallel ports, allowing asynchronous data transmission. RJ-45: These cables are often used to connect computers onto Ethernet networks. BNC: The BNC connector is a miniature quick connect/disconnect radio frequency connector used for coaxial cables.
DVI
RJ-45
BNC
DB-15
514. নিম্নের কোনটিতে Resonant সার্কিট ব্যবহার হয়?
রেডিও এবং টেলিভিশনে সিগন্যালের জন্য উত্তরমালা Resonant সার্কিট ব্যবহার করা হয়। রেডিও এবং টেলিভিশনে মূলত রেডিও ফ্রিকুয়েন্সি ব্যবহার হয় বলে RF Amplifier-এর জন্যই Resonant সার্কিট ব্যবহার করা হয়।
অডিও Amplifier
RF Amplifier
ক ও খ
কোনোটিই না
515. বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস কবে পালিত হয়?
১৭ মে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। জাতিসংঘের অঙ্গসংগঠন ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) ১৯৩টি সদস্য রাষ্ট্রের মতো বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসি প্রতি বছর নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।
৭ মে
১৪ মে
১৭ মে
২১ মে
516. ব্ল‍্যাভিয়ার টেস্টের সাহায্যে ক্যাবলের কোন ফল্ট নির্ণয় করা হয়?
আর্থ ফল্ট
ওপেন সার্কিট ফন্ট
ক্রস-কানেকশন ফল্ট
শর্টসার্কিট ফল্ট
518. ঢাকা বেতার কেন্দ্র মিডিয়াম ওয়েভে 6301Hz-এ অনুষ্ঠান সম্প্রচার করে। রেডিও তরঙ্গের বেগ 3 x 10'8 msg’-1 হলে তরঙ্গদৈর্ঘ্য কত হবে?
476190m
476.19m
476190cm
467.19cm
519. সিনেমাস্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
উত্তল লেন্স বিবর্ধক কাচ, ক্যামেরা, চশমায় দূরবীক্ষণ যন্ত্রে ব্যবহার করা হয়। অন্যদিকে অবতল লেন্স প্রধানত চশমায়, সিনেমা স্কোপ প্রজেক্টরে ব্যবহার করা হয়।
উত্তল
অবতল
জুম
সিলিন্ড্রিক্যাল
520. যদি conductor এর ব্যাস বাড়ানো হয়, তবে লাইনের ইন্ডাকট্যান্স-
বাড়বে
বেশি বাড়বে
কমবে
অপরিবর্তিত থাকবে