সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
2. Rapid hardening Cement initial setting time সর্বনিম্ন কত ?
Rapid hardening Cement initial setting time সর্বনিম্ন 30 মিনিট।
উত্তর সহ কয়েকটি অনুরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. Rapid Hardening Cement এর Initial Setting Time minimum - 30 minutes.
2. Ordinary Portland Cement এর Initial Setting Time minimum কত minutes হয়- 30 minutes.
3. Ordinary Portland Cement এর Final Setting Time minimum কত minutes হয়- 10 hours.
4. Initial setting time নির্ণয়ের জন্য নির্ধারিত সুচের ব্যাস কত - 10 mm.
5. Final setting time নির্ণয়ের জন্য নির্ধারিত সুচের ব্যাস কত - 5 mm.
6. Rapid Hardening cement এর Initial setting time কত - 5 minutes.
Coarse aggregate-এর ক্ষেত্রে AIV Aggregate Impact Value), ACV (Aggregate Crushing Value), LAA (Los Angeles Abrasion)
এই সবগুলোই পরীক্ষা করা হয়।
1. নিচের কোনটি Coarse Aggregate এর test - ACV, AIV, LAA.
2. Aggregate এর কাঠিন্যতা মান জানার জন্য যে test করা হয় - Abrasion test.
3. Aggregate এর কাঠিন্যতা ও ঘাত সহনীয়তা জানার জন্য কোন test করা হয় - Los Angeles abrasion test, attrition test.
4. Aggregate এর ঘাত সহনীয়তা জানার জন্য কোন test করা হয় - Impact test.
ইটের সঠিক আকার, কালার ও শক্তি ঠিক রাখার জন্য প্রথম শ্রেণীর ইট তৈরিতে Black cotton clay ব্যবহার করা হয়।
উত্তর সহ কয়েকটি অনুরূল চেরুত্বপূর্ন প্রশ্ন
1. ১ম শ্রেণির ইটের জন্য কোনটি সর্বোত্তম - Weathered clay
2. ইট তৈরির জন্য মাটিতে Clay ও Sand এর অনুপাত নির্ণয়ের জন্য কোন test করা হয় - Consistency test.
3. ইটের মাটির জন্য পানি-মাটি অনুপাত নির্ণয়ের জন্য কোন test করা হয় - Moulding test.
4. ইটে ফাটল, বক্রতা ও সংকোচন রোধ করে কোনটি- সিলিকা।
5. ইটকে শক্তি ও উচ্চ তাপ প্রতিরোধ ক্ষমতা দান করে কোনটি - সিলিকা।
6. ইটে সিলিকার পরিমাণ কত - 55%.
7. ইটে অ্যালুমিনার পরিমাণ কত - 30%.
৪. ইটে আয়রন অক্সাইডের পরিমাণ কত- ৪%.
9. ইটে ম্যাগনেসিয়ার পরিমাণ কত- 5%.
10. ইটে চুনের পরিমাণ কত- 1%.
11. ইটে জৈব পদার্থের পরিমাণ কত- 1%.
12. ইটের কাদাকে নমনীয়তা দান করে কোনটি - অ্যালিমিনা।
13. ইটের গায়ে লোনা ধরার কারণ কি- সোডিয়াম এর লবণসমূহ।
14. ইটের রং কোন উপাদানের উপর নির্ভর করে - আয়রন অক্সাইড।
15. ইটকে পানি অভেদ্য ও দীর্ঘস্থায়ী করে কোনটি - আয়রন অক্সাইড।
5. Concrete-এর workability পরীক্ষা করার জন্য কোন test করা হয়?
কংক্রিট এর মিশ্রণ একরকম হওয়া উচিত, যাতে সহজে নরাচরা ও ঢালায় করা যায়। এই গুণাগুনকে কংক্রিটের কার্যউপযোগিতা বলে। এটি পানি সিমেন্টের অনুপাতের উপর নির্ভর করে।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. Concrete এর workability পরীক্ষা করার জন্য কোন test করা হয় - Slum Test.
2. Slump test এ ব্যবহৃত চোঙের size top- 10 cm, bottom 20 cm, Height 30cm.
3. Slump test এ ব্যবহৃত rod এর dia - 5/8". (BWDB 12-12-2020)
4. Slump test এ ব্যবহৃত rod এর length - 60 cm.
5. Slump test এ rod দ্বারা Concrete কে কতবার খোঁচাতে হয়- 25 বার।
6. Slump test এ চোঙটি কয় স্তরে পূর্ণ করা হয় - ৩ স্তরে।
7. Structure-এর যে অংশটি এর ওজনকে মাটিতে Transfer করে তাকে বলে?
Foundation বা ভিত্তিই সকল ওজনকে মাটিতে Transfer করে।
উত্তর সহ কয়েকটি অনুরূপ শুরুত্বপূর্ণ প্রশ্ন
1. Structure এর যে অংশটি ওজনকে মাটিতে Transfer করে তাকে বলে - Foundation.
2. ভিত্তি সাধারণত কয় প্রকার - ২ প্রকার
3. গভীর ভিত্তি কোনটি - পাইল, কফারড্যাম, কেইশন ওয়েল।
4. অগভীর ভিত্তি কোনটি - ফুটিং।।
5. দুই বা ততোধিক স্বতন্ত্র কলাম footing গুলোকে বিম দ্বারা সংযুক্ত করে যে ফুটিং নির্মাণ করা হয় তাকে বলে- Strap/Cantilever footing.
6. বহিঃস্থ কলামের লোডকে অন্তঃস্থ কলামের মাধ্যমে সমন্বয় করা হয় কোন - footing Strap footing.
7. দুটি কলামকে support প্রদান করে কোন footing - Combined footing.
৪. যখন দুটি কলাম খুব কাছাকাছি হয় এবং তাদের footing overlap করে তখন কোন footing নির্মাণ করা হয়- combined footing.
9. Footing সীমানা দ্বারা বাঁধাপ্রাপ্ত হলে কোন footing নির্মাণ করা হয় - Combined footing.
9. RCC ঢালাইয়ে ব্যবহৃত Coarse aggregate-এর size সাধারণত কত?
RCC তে 20 mm down stone ব্যবহৃত হয়।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. RCC ঢালাইয়ে ব্যবহৃত Coarse aggregate এর size সাধারণত - 20 mm down grade.
2. কোন আকৃতির Aggregate কংক্রিটের জন্য উত্তম- কোণাকৃতি।
3. কোণাকৃতি আকারের Aggregate এর মধ্যে void থাকে- 40%.
4. Course Aggregate এর Size range-4.75 mm to - 75 mm.
5. Concrete Aggregate কত % আয়তন দখল করে -75%.
6. Concrete এ Aggregate এর ভূমিকা কি- Filler.
7. কোন Aggregate এ workability সবচেয়ে কম- Angular.
৪. কোন Aggregate এ শক্তিশালী বন্ধন তৈরি হয়- Angular.
কোণাকৃতি অ্যাগ্রিগেটের মধ্যে প্রায় ৪০-৪১% ভয়েড থাকে। এতে পানির পরিমাণ বেশি লাগে, নির্দিষ্ট ওয়াটার-সিমেন্ট রেশিওতে কার্যোপযোগিতা সবচেয়ে কম হয়, উত্তম বন্ধন সৃষ্টি হয় এবং উচ্চ শক্তিসম্পন্ন কংক্রিট পাওয়া যায়।
উত্তর সহ কয়েকটি প্রশ্ন
1. কোন আকৃতির Aggregate কংক্রিটের জন্য উত্তম- কোণাকৃতি।
2. কোণাকৃতি আকারের Aggregate এর মধ্যে void থাকে -40%.
1 Concrete & Aggregate এর ভূমিকা কি- Filler
4. কোন Aggregate এ workability সবচেয়ে কম - Angular,
5. কোন Aggregate এ শক্তিশালী বন্ধন তৈরি হয় - Angular
(কংক্রিট শুধু চাপা বল (Comperssion) নিতে পারে।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. কংক্রিট কোন ধরনের লোড নেয়ার ক্ষেত্রে দুর্বল - টেনশন।
2. কংক্রিট কোন ধরনের লোড নেয়ার ক্ষেত্রে সবল- চাপ।
3. উচ্চ শক্তি সম্পন্ন কংক্রিট এবং স্টীল ব্যবহার করে যে বিশেষ ধরনের কংক্রিট তৈরি করা হয়, তাকে বলে প্রি- স্ট্রেসড্।
4. কোন ধরনের কংক্রিট টেনশনে সবল আরসিসি, প্রি- স্ট্রেসড় কংক্রিট।
5. কংক্রিটকে ছাঁচে ঢেলে ইচ্ছামত আকারে নির্মাণের জন্য প্রয়োজনীয় ঘনত্বকে বলে কংক্রিটের- Consistency.
6. অধিক চাপবাহী কাঠামো নির্মাণে কোন কংক্রিট সহায়ক - Plain Concrete.
16. Ordinary Portland Cement-এর Final Setting time সর্বোচ্চ কত?
final setting time বলতে জমাট বাধার জন্য। সর্বোচ্চ সময় বুঝায়। Final setting time হতে ১০ ঘন্টা সময় লাগে
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূন প্রশ্ন
1. Ordinary Portland Cement এর Final Setting Time Maximum -10 hours.
2. Rapid Hardening Cement এর Initial Setting Time minimum - 30 minutes.
3. Ordinary Portland Cement এর Initial Setting Time minimum কত minutes হয়- 30 minutes.
4. Initial setting time নির্ণয়ের জন্য নির্ধারিত সুচের ব্যাস কত - 10 mm.
5. Final setting time নির্ণয়ের জন্য নির্ধারিত সুচের ব্যাস কত - 5 mm.
6. Rapid Hardening cement এর Initial setting time কত - 5 minutes.
17. Oil Paint-এর কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান?
Thinner, pigment এবং vehicle এর সবগুলিই Oil Paint- এর উপাদান।
উত্তর সহ কয়েকটি অনুরূপ শুরুত্বপূর্ণ প্রশ্ন
1. Oil paint এ কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান- Thinner, Vehicle, Pigment.
2. Oil paint-এর ক্ষেত্রে সাধারণত Solvent হিসাবে ব্যবহার করা হয়- Turpentine (PSC বাংলাদেশ কোস্ট গার্ড ২০.১০.২০২০)
3. রঙের উপাদান কোনটি - Base, Vehicle, Drier, Thinner, Pigments.
19. একটি সিড়ির Flight-এ সর্বোচ্চ কতটি ধাপ রাখা প্রয়োজন?
আদর্শ সিঁড়ির ধাপ-১৫টি হয়।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. একটি সিড়ির Flight এ সর্বোচ্চ কতটি ধাপ রাখা হয়- 15
2. Stair এর Headroom minimum - 2.1 m.
3. Residential building এ Stair এর minimum width - 90 cm.
4. An ideal rise in a stair is - 150 mm EED (Estimator) 03.02.2022
5. পাহাড়ি এলাকায় কোন ধরনের stair নির্মাণ করা হয়- Straight flight stair.
6. Residential building এ কোন stair এর প্রচলন বেশি- Dog legged stair.
7. যখন একই staircase এ stair & lift স্থাপনের প্রয়োজন হয়, তখন কোন stair নির্মাণ করা হয় - Open Newel Stair.
৪. মসজিদের মিনারে ওঠার জন্য কোন stair ব্যবহার করা হয় - Circular Stair.
9. Stair slab এর ঢাল সাধারণত কত - 25° to 40°.
20. Which of the following cements is suitable for use in massive concrete structures such as large dama? নিচের কোন সিমেন্ট বৃহৎ কাঠামোতে যেমন ড্যাম নির্মানে ব্যবহারের জন্য উপযুক্ত।
লো হিট পোর্টল্যান্ড সিমেন্ট বিশেষভাবে বাধের (dams) কংক্রিট তৈরির জন্য উপযোগী এবং অন্যান্য বৃহৎ কাঠামো সেতুর এবাটমেন্ট, বৃহৎ দেয়াল, পায়ার এবং স্নাব ইত্যাদি।